![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইমাত্র ফোন পেলাম, আমি নাকি ১৪,৭৫,০০০ টাকার লটারি জিতেছি !!!
- গ্রামীণফোন অফিসের নামে '01788733671' নম্বর থেকে আমাকে জানানো হল এই সুখবরটি !!! এই নম্বরে ফোন ব্যাক করলেই আমাকে পুড়ো বিষয়টা জানানো হবে বলে ঝড়োগতিতে কথা দিলেন- জনাব গ্রামীণ ফোনের লটারি ম্যানেজার !!!
---- ব্যাটা বেকুব, লটারি ম্যানেজার! তুমি ভুল জায়গায় ফোন দিয়েছো !!! দ্যাখো, ক্যামনে তোমার এই ধান্দাবাজীর বারোটা বাজাই !!!
২৫/১২/২০১৩, সকাল ১০.০০
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
সুকান্ত কুমার সাহা বলেছেন: পাইলে দিমুনে !!!
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
শাহ আলম বাদশাহ বলেছেন: এই নাম্বারের বিরুদ্ধে থানায় জিডি করে পুলুশের হেল্প নিন--তার লাল সুতো বের হবে--
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: জিডি করার হাঙ্গামা করে লাভ কি !?
নম্বর তো দেওয়াই আছে, চাইলে আপনিও পারেন !!!
শুধু লাল সূতা কেন? কালা সূতা বের করলেও আপত্তি নেই !!!
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ভাই খুব অভাবে আমার দিন কাটতাছে, আমাকে কিছু দিলে উপকৃত হতাম
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: এই জন্যই নম্বরটা দিলাম, চাইয়া লন !!!
-- আর আমি এখনো পাই নাই, পাইলে দিমুনে !!! তয় আমি তো আর মৎস্যজীবি না, তাই ট্যাক্সের চিন্তায় অস্থির !!!
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
জনাব মাহাবুব বলেছেন: ভাই কিভাবে বারোটা বাজাইলেন আমাদের একটু শেয়ার কইরেন।
এইসব বাটপারদের উপর বাটি চালান দিয়েন
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: এই যে নম্বরটা দিলাম !!! চাইলে আপনিও তেরটা বাজাইতে পারেন !!!
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
রাঙ্গা রিয়েল.... বলেছেন: ভাইয়া টাকা পাওয়ার পর আমাকেও কিছু দিয়েন।গালফ্রেন্ডকে নিয়ে শীতকালীন ডেটিং এ যামু P P P
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
সুকান্ত কুমার সাহা বলেছেন: ঈশ !!! পাইলেই দিমুনে !!!
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
শাহ আলম বাদশাহ বলেছেন: আমার সৎ বুদ্ধি আপনার পছন্দ হয়নি---এখন কিছু প্রশ্নোত্তর দিন তো ভাই আপনি যদি সঠিক ও সত্যবাদী হন--
১) আপনার দাবী যে, সত্য এই নাম্বারের বিরুদ্ধে তার প্রমাণ কী?
২) আপনি যে নাম্বার দিলেন তা যে আপনার শত্রুর নাম্বার নায় তার প্রমাণ কী যাকে আমাদের দ্বারা জব্দ করতে চাচ্ছেন?
৩) আমরা কেনো যাকে জানিনে, তাকে আপনার কথায় বিশ্বেস করে অপমান করতে যাবো?
৪) আর আপনার দাবী সত্য হলে আইনের আশ্রয় নিতে আপনার আপত্তি কেন?
৫) অই নাম্বারে গালাগাল করার পয়সা কি আপনি দেবেন?
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
সুকান্ত কুমার সাহা বলেছেন: না ভাই, আপনার এই ধারনা সম্পূর্ণ ভুল।
ওদের আপনি আইন দ্বারা সহজে ধরতে পারবেন না। ওদের অনেক গুলো নম্বর থাকে আর মনে হয় VOIP বা কি ধরনের টেকনোলজী যেন ওরা ইউজ করে যা গ্রামীণফোনও ধরতে পারে না।
একটা SMS এর Reply দেওয়ায় আমার এক কলিগের পোষ্ট পেইড কানেকশন থেকে প্রায় ৪,০০০ টাকা কেটে নিয়ে গেছিল।
সবশেষে, বলতে চাই এটা একটা সচেতনামুলক পোষ্ট! আপনি সহজভাবে বুঝলে বুঝবেন, না বুঝলে আমার কি ???
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
টিভি পাগলা বলেছেন: আপনে নাম্বার দিলে আমরা কেন খামাকা উনাকে কল করে বিরক্ত করবো? আমাদের টাকা তো আর গাছে ধরে না।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
সুকান্ত কুমার সাহা বলেছেন: যদি বিষয়টাকে আপনি এভাবে দেখেন? তাহলে তাই !!!
আপনাকে কল দেওয়ার জন্য এই পোষ্ট না ! আপনার যদি এই ধরনের বিষয় জানা থাকে তা হলে শেয়ার করুন আর যদি না জানা থাকে তাহলে জেনে নিন !!!
ধন্যবাদ !!!
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
শাহ আলম বাদশাহ বলেছেন: মায়ের কাছে মামার বাড়ির বললে কি চলে ভাই---আমি এমন বহু নাম্বার পুলিশ দিয়ে চিরতরে বন্ধ করে দিয়েছি। আর আপনি আইনের বিরুদ্ধে কথা বলেন!!!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমি যেটা করেছি, সেটা হল, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসে ফোন করে বিষয়টা তাদের জানিয়ে দিয়েছি। তারা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আর উক্ত নম্বরে অন্য নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে কিন্তু সেটা সে ধরে না। -- এটাই আমার কাছে সবচেয়ে ভাল ব্যবস্থা বলে মনে হয়েছে, যেহেতু বিষয়টা গ্রামীণফোন রিলেটেড।
এবার আসি আপনার কথায়, আপনি বলেছেন- “আমি এমন বহু নাম্বার পুলিশ দিয়ে চিরতরে বন্ধ করে দিয়েছি”-
- আমি গত ১৫ বছর ধরে, এই রকম কল দুই তিনটার বেশী পাইনি, আর আপনি পেলেন “বহু নম্বর” – ক্যামনে কি ? আপনার এই বাক্য আমার কাছে বিশ্বাস যোগ্য নয়!
আপনি বলেছেন, “মায়ের কাছে মামার বাড়ির বললে কি চলে ভাই---“ হাঁসাইলেন !!! আপনি মা ? কার মা? চোরের ???
আর সব বিষয়েই কি পুলিশের কাছে যেতে হবে? নিজদের ঘটে কি কোন বুদ্ধি নেই ??? আর এই ব্লগটা কি জনসচেতনা তৈরির জন্য যথেষ্ট নয় সাথে যদি ফেবু এড করা হয় ???
ধন্যবাদ !!!
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রায় একই সময়ে - এই নম্বর থেকে 01784432225 একই অফার দেয়া হয়েছিল আমার প্রতিবেশীকে।
বলে আপাতত এটা একটিভ করতে ২৫০ টাকা লোড দিতে হবে এখনিই .. নইলে অফার ক্যানসেল!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!! এই তথ্যটা এখানে দরকার ছিল । আমি জিপিতে রিপোরট করেছি !
অনেকেই এখানে ত্যানা প্যাঁচাচ্ছে !!! ফালতু !!!
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
খােলদ িস বলেছেন: আপনার ইন্টারনেট ব্যাংকিং অথবা ইমেইলে গুরুতপুর্ন কিছু থাকলে যা আপনার মোবাইল নম্বর ব্যবহার করে পরিবর্তন করা যা্য় তা আপাতত এখনি বন্ধ করে দিন। কারন এভাবেই হ্যাকিং হয়।
কিভাবে করে আমি যেটুকু বের করতে পেরেছি তা দেখতে চাইলে নিচের লিংক এ যেতে পারেন।
View this link
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
rakibmbstu বলেছেন: ভাই কিছু দিয়েন.......