![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হবে না এবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া! তাতে করে পরিস্থিতি কিছুটা অনুকূলে চলে আসবে, আলোচনার পরিবেশ তৈরী হবে, বিএনপি আস্থায় আসবে, সর্বোপরি মানুষ ও দেশ বাঁচবে; বলে আমি মনে করি।
রাজনীতি এক দাবা খেলা, এখানে যে সব সময় মন্ত্রী'ই খেলে তা কিন্তু নয়। মন্ত্রীকে ব্যাক আপে রেখে হাতী- ঘোড়াও ভাল খেলে বিপক্ষ রানীকে আবদ্ধ করে ফেলে। অনেক সময় সামান্য একটা সৈন্যও বিপক্ষ রানীর জন্য হুমকি সরূপ হয়ে দাঁড়ায় মন্ত্রীর সাপোর্টে!!!
দেশটা কিন্তু আমাদেরই এবং দিন শেষে আমাদেরই থাকবে। এখন আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে, এই দেশটাকে আমরা কোথায় নিয়ে যাব আর কিভাবে নেব?
বাংলাদেশ দীর্ঘজীবী হোক !!!
০৬/১২/২০১৪
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫
গ্রাম্যবালক বলেছেন: আপনার এই ক্ষুদ্র কথাটা বোঝার জ্ঞানটুকু ও যদি আমাদের নেতা নেত্রিদের থাকত। তা হলে এই দেশের এই বেহাল দশা হত না।
ক্ষুদ্র তবে সুন্দর রুচিশীল পোষ্ট ।।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন:
শেখ হাসিনা কি স্বৈরাচারী নন ??
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
মদন বলেছেন: ঠিকই বলেছেন।
৬০০ কোটি টাকার বিনিময়ে সার্কাস উপহার দেবার জন্য জাতি কৃতজ্ঞ থাকবে। দিনভর তামাসা উপভোগ করেছে দেশ। এরশাদের নামের সাথে হাসিনার নামও মানুষ মনে রাখবে।