নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় সংখ্যালঘুরা বিএনপিকে কেন ভোট দেয় না সেটা তাদের ভাবা উচিত !!!

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

হিন্দুরা মার খেয়ে প্রমাণ করেছে দেশে ভোট হয়েছে বা নাগরিকেরা ভোট দিয়েছে। আবার অন্যভাবেও বলা যায়, বিএনপি- জামাত হিন্দুদের মেরে, তাদের বাড়ী-ঘর তথা গ্রামের পর গ্রাম পুড়িয়ে/ভেঙ্গে প্রমাণ করেছে দেশে ভোট হয়েছে বা নাগরিকেরা ভোট দিয়েছে।



প্রায় ভোটার হীন একটা ভোট করায় আওয়ামীলীগ যে বেকায়দায় পড়েছিল তা থেকে বের হতে বিএনপি- জামাতই তাকে সাহায্য করলো। বিশ্বে আওয়ামীলীগ তথা বর্তমান সরকারকে বৈধতা দিতেও প্রকারন্ত্রে বিএনপি-জামাতই সাহায্য করলো। এই ভুল আঁচিরেই বিএনপি বুঝতে পারবে।



আমার ব্যক্তি জীবনে আওয়ামীলীগের চেয়ে বিএনপি সমর্থক বন্ধু/কলিগই বেশী এবং আমি মনে করি আওয়ামীলীগের চেয়ে বিএনপি যারা করে তারা অনেক বেশী সহনশীল এবং ভাল। তাই এই ঘটনার পরে তারা সবাই আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে! এই বিষয়টা বিএনপি'র ভাবা উচিত!



জোড় করে ভোট নেওয়া যায় না বা উচিতও না! এবার যদি সবাই ভোটে অংশগ্রহণ করতো তাহলে ধর্মীয় সংখ্যা লঘুদের অন্তত কিছু ভোট এবার বিএনপি পেত। তাই আমি বলবো, মার না দিয়ে কেন ধর্মীয় সংখ্যালঘুরা বিএনপিকে ভোট দেয় না? - সেটা তাদের ভাবা উচিত !!!



এটাই গণতন্ত্রের সঠিক পন্থা !!!



০৮/০১/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

সুকান্ত কুমার সাহা বলেছেন: মুল বলোগ
Click This Link

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে সমস্যা হলো মানবিকতা বোধ আমাদের দিন দিন লোপ পাচ্ছে। তানা হলে কী করে একজন মানুষ তার প্রতিবেশীর এত সর্বনাশ করতে পারে? যার সংগে সকালে দুপুরে সন্ধায় দিন রাত ২৪ ঘন্টা দেখা হয় কথা হয় গল্প হয় গুজব হয় চা হয় নাস্থা হয় তাকে কী করে এমন কষ্ট দিতে পারি?


সবচেয়ে বড় কথা হলো আমাদের মানবিকতায় ঘুণ ধরেছে? তবে প্রশ্ন হলো এই ঘুণ মারবে কে?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

আদরের সন্তান বলেছেন: দাড়িটুপিওয়ালারে পিটাইলে খুশি হইবা হিন্দু পিটাইলে কানবা । হিন্দু পিটাইলে তালি দিবা দাড়ি টুপিওয়ালা পিটাইলে মানবতারে খুজবা । এইরকম মানবতাবাদী হইয়া লাভ নাই । তুমিই বিদ্বেষের উস্কানি দাতা ।

দাড়িটুপিওয়ালা লোক মানেই পাকিস্তানের রাজাকার না ।
শাখা সিদুর মানেই ভারতের দালাল না ।
এরা বাংলাদেশের মানুষ । খালি তুমিই হইলা সুযোগসন্ধানী ।

নির্যাতনের বিরুদ্ধে দাড়াও , সব নির্যাতনেরই । বি এন পি জামাত হিন্দু নির্যাতন করলে তার প্রতিবাদে খাড়াও । আওয়ামী লীগ করলে দূরে সইরা যাইয়োনা ।
এই হিন্দুদের যারাই নির্যাতন করে তাদের মুখে থু ।
বিএনপি জামাত হইলেও থু ।
আওয়ামী লীগ হইলেও থু ।
লগে সুযোগসন্ধানী ধর্মবিদ্বেষিদেরও থু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.