![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালবেলা থেকেই দেখিছি ; বিএনপির সমর্থক গোষ্ঠী ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে জনাব নরেন্দ্র মোদীর জয় দেখে অনলাইনে খুশীতে ব্যাপক লাফালাফি আর ফালাফালি করছে। অপরদিকে আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠী একেবারেই আপসেট! এদের কাণ্ড দেখে আমি পুড়াই টাসকি খাইছি।
আবার, একটু পর দেখলাম শুধু অনলাইনেই না, অফলাইনেও ব্যাপক লাফালাফি মোদীর জয়ে? আমাদের আপোষহীন ম্যাডাম, যে কিনা সারাজীবন মুখে মুখে ভারতকে উদ্ধার করে আসলো আর সেই কিনা রেজাল্ট নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হওয়ার আগেই জনাব মোদীর নিকট অভিনন্দনের ডালি নিয়ে হাজির হয়েছেন।
হায়! হায়! আমি এইসব কি দেখছি? মোদীর জয়ে যাদের খুশি হওয়ার কথা তারা পাচ্ছে ভয়! আর যাদের ভয় পাওয়ার কথা তারা দেখি খুশির চরমে!
---- সেলুকাস, তুমি কোথায়? এসে দেখো যাও বাঙ্গালির কাণ্ড !!!
১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমি সব দেখি আর বোঝার চেষ্টা করি ! ধন্যবাদ !
২| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫২
ভুয়া প্রেমিক বলেছেন: আওয়ামীরা যাদের কোলে বসে গুম খুন করছিল সেইটা তো গেছে। নরেন্দ্র মোদীকে ভাল তো কেউ বলে নাই। কিন্তু কংগ্রেসকে যে ভাগাইছে এটাই একটা সুখবর। যেভাবে সব কিছু চেইন্ড আপ হয়ে ছিল সেই চেইন ভাংগার জন্য কিছু একটার পরিবর্তন জরুরী ছিল
১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৫
সুকান্ত কুমার সাহা বলেছেন: তাই বইলা নীতি বাদ দিয়া ?
৩| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৬
পথহারা সৈকত বলেছেন: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সদ্য সমাপ্ত নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর শুক্রবার দুপুরে তিনি এ অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সভাপতির তথ্য-উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: অভিনন্দনে কোন সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছি এদের হুড়াহুড়ি দেখে। কার আগে কে বার্তা পাঠাইব !
৪| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৭
কাফের বলেছেন: ঘটনার মাহত্ব বুঝতারতাছি না
সম্ভবত এরা ছাগলের তিন নাম্বার বাচ্চা!
১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৮
সুকান্ত কুমার সাহা বলেছেন: ঘটনার মাহত্ব বুঝতারতাছি না
৫| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৮
মিতক্ষরা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে বিএনপির কংগ্রেস বিরোধিতার ন্যায্য কারন রয়েছে। জিয়ার সময়ে ইন্দিরা বাংলাদেশ আক্রমনের অনুমতি দিয়েছিলেন। মোরারজী দেশাই তা বাতিল করেন। ১০০৮ এবং ২০১৪ - এই দুই নির্বাচনে কংগ্রেস আওয়ামী লীগের জয়ে(!) ব্যপক ভূমিকা রেখেছে।
৬| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৯
মিতক্ষরা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে বিএনপির কংগ্রেস বিরোধিতার ন্যায্য কারন রয়েছে। জিয়ার সময়ে ইন্দিরা বাংলাদেশ আক্রমনের অনুমতি দিয়েছিলেন। মোরারজী দেশাই তা বাতিল করেন। ১০০৮ এবং ২০১৪ - এই দুই নির্বাচনে কংগ্রেস আওয়ামী লীগের জয়ে(!) ব্যপক ভূমিকা রেখেছে।
১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: আপনার তথ্যের কোন সূত্র আছে? থাকলে লিঙ্ক দেন পইড়া দেখি !
৭| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: লাফালাফি করার কিছুই নেই।। রশুনের কোয়া অনেকটি কিন্তু গোড়া একটিই। ধন্যবাদ।।
৮| ২০ শে মে, ২০১৪ ভোর ৬:৫০
মিতক্ষরা বলেছেন: আপনার তথ্যের কোন সূত্র আছে? থাকলে লিঙ্ক দেন পইড়া দেখি !
হাসাইলেন। সূর্য যে পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায় - তা ধ্রুব সত্য। এর জন্য কোন রেফারেন্স কিংবা লিংক লাগে না। আওয়ামী দিল্লীর যোগসাজশ সূর্যের মত সত্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৮
একাকী বাংলাদেশি বলেছেন: আপনি যদি এইগুলা কিছুই না বুঝতে পারেন তার মানে আপনি বিগত এক বৎসর যাবৎ একজন অন্ধ ব্যাক্তি