![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয়দের নৈতিকতার মান কোথায় নেমেছে তা বলিউডের মুভি দেখলেই বোঝা যায়। আজ তারা সানি লিয়নদের মত একজন সর্বজন বিদিত থ্রি এক্সের নায়িকাকে পেট্রোনাইজ করছে; যা প্রকারান্তরে ভারতীয়দের হাজার বছরের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, আচার ও নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে।
মেয়েদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে- তোমরা হও ওর মত; বা ওর মত হলেও ক্ষতি নেই তোমার; সেক্ষেত্রে তুমি হবে স্টার, সমাজে তুমি পাবে মর্যাদা। চাই তো নির্বাচনে দাঁড়িয়ে হয়ে যাবে সংসদ সদস্য, মন্ত্রী-উপমন্ত্রী হলেও হতে পার, হয়তবা জুটে যাবে পদ্মশ্রী বা ভারত রত্নও !!! ,
তো দেরী না করে খুলে ফেল আগল, হয়ে যাও সানি লিয়ন!
আবার অপরদিকে ছেলেদের উৎসাহ দেওয়া হচ্ছে- তোমারাও হয়ে যাও সালমান, ঝাঁকা নাকার সাথে কোমর দোলাতে থাক সানিদের সাথে, কই বাত নেহি। আখেরে তুমিও পাবে পর্যাপ্ত ইনাম!
তাই আজ সানি লিয়ন ও সালমান হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা আর তাদের রূপ, ঢং দেখনেওয়ালাদের কাড়াকাড়ির উত্তেজনায় ঘটে যাচ্ছে ধর্ষণকাণ্ড ভারত জুড়ে। তাইতো বাস থেকে ট্যাক্সি, পুলিশ ষ্টেশন থেকে ধর্মীয় স্থান, স্কুল থেকে নিজ বাড়ী কোথাও আর কেউ নিরাপদ না! অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ভারতের সব মেয়েই আজ ধর্ষণের হুমকির মুখে! কেউ জানে না কোথায় তার নিরাপদ স্থান কারণ স্লিপার রেপিস্টরা সব জায়গায়ই সুযোগের অপেক্ষায় চুপ মেরে আছে।
আর এর জন্য দায়ী তারাই কিন্তু এর খারাপ ফলটা আমাদেরও কিছুটা ভোগ করতে হচ্ছে এবং ভবিষ্যতে ভোগান্তিটা আরো বাড়বে!
এটাই দুর্ভাগ্য !!!
২১/০৭/২০১৪
২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭
নীলতিমি বলেছেন: অসাধারন লিখেছেন। বাস্তবতা আসলে এটাই!
২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!
একটা খবরের লিংক
Click This Link
৩| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
ঢাকাবাসী বলেছেন: ভারতে এসব হচ্ছে তা আপনি পেলেন কোথায়? দুএকটা ঘটনা থেকে পুরো ভারতকে মুল্যায়ন করা ঠিক হবেনা। নিজ দেশ নিয়ে লিখুন।
২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
সুকান্ত কুমার সাহা বলেছেন: বলেন কি ! এতদিন নেটে, ব্লগে ঘোরাঘুরি করে আপনি এই বুঝলেন? আমি খবর কোথা থেকে পেলাম-এই জিগাইলেন?
ঘটনা দুই একটা না, ভুড়িভুরি উপরে লিংক গুলো দেখেন। লাগলে আরো দিবো !
নিজ দেশ নিয়েও তো লিখেছি, শেষ লাইনগুলো মনে হয় পড়েননি? মনে রাখবেন পাশের বাড়িতে আগুন লাগলে সতর্ক হতে হয়, না হলে নিজের বাড়িতেও আগুন লাগতে পারে।
পাখি ড্রেসের নাম শুনেছেন? আর তা না নিয়ে ঘটে যাওয়া পরিণাম ? না জেনে থাকলে জেনে নিবেন? না বুঝে থাকলে বুঝেও নিবেন!!!
ধন্যবাদ !!!
৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২২
শেখ মফিজ বলেছেন: ভারতীয়দের মধ্যে যে দেশপ্রেম আছে, তার ধারে কাছে কি আমরা আছি ?
২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: এটা পুড়োটাই আপেক্ষিক ! একটার সাথে আর একটার তুলনা করা যায় না! আপনি বলতে পারেন না যে বাংলাদেশীদের মধ্যে দেশ প্রেমের ঘাটতি আছে !
ধন্যবাদ !!!
৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রতিদিন পত্রিকা পড়ার পর আমার বিশ্বাস হইতে আরম্ভ করছে যে, মানুষ আবার আদিম যুগে ফিরা যাইতেছে। শুরুতে নাঙ্গা ছিল, মাঝে সভ্য, শেষে আবার নাঙ্গা।
নীতি নৈতিকতার কথা আর নাই বা বললাম।
২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১
সুকান্ত কুমার সাহা বলেছেন: শুরুতে নাঙ্গা ছিল, মাঝে সভ্য, শেষে আবার নাঙ্গা।
---- বানী চিরন্তনী !!!
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
সুকান্ত কুমার সাহা বলেছেন: এই বিষয়ে আমার একটা পুড়নো পোষ্ট শেয়ার দিলাম
বাজার অর্থনীতি, যেখানে সেক্স, হিন্দি ছবি আর বিধাতা ভাল দামে বিকোচ্ছে!