![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিপি নেটরে- মায়রে বাপ
তোদের থ্রিজীতে আমার কি লাভ?
পাছায় কষে দেই যদি একখান-
ডাকবি আমায় মায়ের বাপ!
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ!
২| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
পেইচিং বলেছেন: ভাই, আমি বাংলা লিংক থ্রিজি ব্যবহার করি। পত্রিকায় দেখলাম তারা নাকি সম্প্রতি নেটওয়ার্ক আরো উন্নত করেছে। থ্রিজি বলে বলে কথা!! এক প্রজন্মে ব্যবহার করছি পরবর্তী তিন প্রজন্মের ইন্টারনেট!!!
ওরে হারামজাদার দল, আমার বাসায় নেটওয়ার্ক থাকে এক দাগ, অফিসে প্রায় সময় নেটওয়ার্কই থাকে না.........ফেসবুকে ঢুকতে লাগে ৫ মিনিট। শুয়োরের বাচ্চারা তোদের থ্রিজি কি সব তোদের গার্লফ্রেন্ডগো লাইগা বানাইছোস??
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০০
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমি গ্রামীণের নেট সার্ভিস নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট দিয়েছিলাম এই ব্লগে, যাতে লিখেছিলামঃ-
জিপি নেট কানেকশনের যা অবস্থা, মনে হয়! মনে হয়...
..... যা, কিছু কইলাম না !!!
এইবারের মত ছাইড়া দিলাম >>>>>>
তোগরে জিগাই?
... কিন্তু এগুলা কি ঠিক হইতাছে ???
যা কোরতাছ তা বুইঝা সুইঝা কোরতাছ তো, মামুরা ???
আমাগোরে টাকার কি দাম নাই? নাকি মগের মুল্লুক পাইছো?
... আমরা কি ব্লগে ব্লগিং, ফেবুতে লাইকা লাইকি করমু না?
এত এত খবর হইতাছে, যাইতাছে, আসতাছে তা কি পড়ুম না?
খালি ঘুরতাছে তো ঘুরতাছেই >>>>
ক্লিক করলেই, কানেকশন এরর ???
বার বার গুতাগুতি করার পর, খুললেও তাতে আবার পিকচার নাই !!!
কুঞ্চেন দেহি, এর কোন মানে হয় ???
সামনে পাইলে কিন্তু লগে লগে ব্লক মারমু >>>>>
পুড়াই আফসুস ...
---- এখনো কি তার কোন পরিবর্তন হয়েছেন? জানি হয় নাই! এর মধ্যে ওরা থ্রিজি পেয়েছে তাতে আমাদের কোন লাভ হয়েছে? মধ্য থেকে বেশী টাকা দেওয়া লাগছে !!!
৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪২
ইভা লুসি সেন বলেছেন: ইদািনং ওদের অবস্থা খুবই খারাপ ।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫১
সুকান্ত কুমার সাহা বলেছেন: সব গুলা এক গোয়ালের গরু !!! ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬
রাশীদ মাহদি বলেছেন: গ্রামীণফোন নিয়ে এই ফান ভিডিওটি দেখুন, গতকাল বানিয়েছি। আশাকরি মজা পাবেন
Click This Link