![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয় মুক্তমনা’রা বিজ্ঞান নিয়ে লেখে, বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা দেয়। মানলাম তাদের কথা! কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? তারা ধর্ম নিয়ে আজেবাজে কথা লিখছে! এটা কি? ধর্মের ব্যাখ্যা করতে যেয়ে তারা দেখছি একে গালাগালি করছে। মানুষের বিশ্বাসকে অপমান করছে।
ধর্ম নিয়ে গালাগালি করার অধিকার এই মুক্তমনাদের কে দিয়েছে? মহান ধর্ম প্রচারকদের নিয়ে আজেবাজে কথা তারা কোন সাহসে বলে? মুক্তমনা নামধারীদের কারণে আজ পুড়ো ব্লগার কমিউনিটি’র জীবন হুমকির মুখে।
কি পেয়েছে এই মুক্তমনারা? তাদের কারণে আমরা যারা নিজেদের কথা লিখি, সামাজিক অসঙ্গতির কথা লিখি; লিখি মানুষে মানুষে ভালবাসার কথা- তারা আজ নিজেদের জীবন নিয়ে শঙ্কিত! মুক্তমনাদের কারণে আমাদের ‘মুক্তমন’ও যে আজ ভয়ে আক্রান্ত তা কি জানে এরা?
তাই বলছি কি, আমাদের কথা আমাদের মত করেই লিখতে দিন! মুক্তমনা’রা অফ যান!
দূরে যেয়ে মর >>>
০১/০৪/২০১৫ সকালঃ ১০.৫৭
©somewhere in net ltd.