![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি সংখ্যালঘু (হিন্দু টার্গেট করলে সুবিধা হয়) কাউরে সাইজ করতে চান ? জমিজমা সংক্রান্ত ঘটনায় অথবা সামান্য কোনও কথা কাটাকাটি নিয়ে? তাইলে তারে জব্দ করার ‘মাস্ট সাকসেস’ একটা তরিকা শিখাইয়া দেই। বিফলে মূল্য ফেরত। প্রথমে এলাকায় রিউমার ছড়াইয়া দেন ওই লোক ‘ সংখ্যাগুরুর ধর্ম’ সম্পর্কে ‘কটু’ কথা বলেছে। ব্যাস আর পায় কে ? এরপর এমপির উপস্থিতিতে ওই সংখ্যালঘুকে ( হয়তো শ্যামল কান্তি ভক্তের মতো ৫১ বছর বয়েসী শিক্ষক, যিনি দীর্ঘ ২২ বছর ধরে কেবল শিক্ষকতাই করেছেন) কান ধরে উঠবস করানো তো খুব স্বাভাবিক ঘটনা। এমপি সাফাই গাইবেন- জনরোষ তাঁকে বাঁচাতে এই ছাড়া আর কোনও উপায় ছিল না। এরপর ‘পরিস্থিতি বিবেচনায়’ ওই ‘কটুক্তিকারী সংখ্যালঘু’ কে বাঁচাতে পুলিশ হেফাজতে নিয়ে যান। এরপর ওই কটুক্তিকারী যখন ‘হেফাজত’ থেকে বাইরে বেরিয়ে আসবে তারপরের পরিস্থিতি কি হবে ভেবে দেখেছেন কি? কি আর হবে? হাজারো গঞ্জনা আর ব্যক্তিগত আক্রমণ-নিগ্রহ সয়ে নামমাত্র মূলে ভিটামাটি বেচে রাতের আঁধারে জন্মভুমি ছেড়ে পালিয়ে চলে আসবে শিয়ালদহ স্টেশনের আশপাশের ঝুপড়ি বস্তিতে। আর যে রাতে ওই শিক্ষক চোখের পানি মুছতে মুছতে স্ত্রী-কন্যার হাতটি চেপে দেশ ছাড়বেন তার পরদিন সকালে এলাকার মানুষের কমন গালি, হালা মালাউনের বাচ্চা- খায় এই দেশে টাকা জমায় ইন্ডিয়ায়। এরপর… আর কি ? কলকাতার দক্ষিণের ঘিঞ্জি এলাকার কোনও বস্তি, অথবা ত্রিপুরা-আসামের কোথাও দূরসম্পর্কের আত্মীয়ের দয়ায় জোটা এককামরার ঘরে শুয়ে বারবার মনে পড়বে জন্মভিটায় দুইটা আম গাছ ছিল। একটা কালো গাই ছিল। আর ছিল তিন রূমের একটা সুখের নীড়। স্কুল থেকে ফিরে ছাত্র পড়াতেন-এখন চারশ টাকার টিউশনির জন্য দ্বারে দ্বারে ঘোরেন। স্ত্রী অসুস্থ- ভিটেবাড়ি ছেড়ে আসার দুঃখ ভুলতে না পেরে শয্যাশায়ী। মেয়েটা বাংলাদেশে থাকতে কলেজে পড়ত। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে মেয়েটি- এখন কারখানায় কাজের আশায় আছে। বিয়েটিয়ে নিয়ে যা স্বপ্ন ছিল- ওইসব এখন আর নাই। কিন্তু কেউ দেখবে না, ভাববেও না কতখানি কষ্ট বুকে নিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বেঁচে আছেন। মৃত্যুর সময়টাতে হয়তো একেবারে শেষ সময়ে স্মৃতিতে ভাসবে স্কুলের ঘন্টার আওয়াজ। যে স্কুলে চাকরি করেছেন দীর্ঘ একুশটি বছর। হয়তো ওই অপূর্ব স্বর্গীয় ঘন্টাধ্বনি শুনতে শুনতেই বিদায় নেবেন এমন হাজারো শ্যামল কান্তি। হয়তো আমিও !! (সংগৃহীত )
২১ শে মে, ২০১৬ রাত ৩:৩২
এস বি সুমন বলেছেন: লেখাটির ক্ষুদ্র পরিসরে অসহায় সংখ্যালঘুদের কিছু বাস্তব চিত্র মাত্র । এখানে আপনি হিটের কি দেখলেন ?
২| ২১ শে মে, ২০১৬ রাত ৩:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: তাহলে দেশের পুরো বাস্তবতা নিয়ে লিখুন।। ভুল বুঝাবুঝির জন্য দুঃখিত।।
৩| ২১ শে মে, ২০১৬ রাত ৩:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: ধামরাইয়ের ১১নং পশ্চিম সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমিনের কথা লিখুন, লিখুন, ভার্সিটির অধ্যাপকের কথাও।। তাহলেই না বুঝবো..।।
৪| ২১ শে মে, ২০১৬ ভোর ৪:৪৫
মোস্তফা ভাই বলেছেন: ঠিক, এটা এখন বাংলাদেশের নয়া স্টাইল। আগে সরাসরি হামলা হতো, এখন কৌশলে হামলা হয়।
৫| ২১ শে মে, ২০১৬ সকাল ১০:৪২
জানা বলেছেন:
এটি আপনার নিজের লেখা? না হলে অবশ্যই সূত্র উল্লেখ করা উচিত, লিঙ্ক দেয়া উচিত এখনই।
ধন্যবাদ।
২২ শে মে, ২০১৬ রাত ১২:৩৬
এস বি সুমন বলেছেন: কিছুটা সংশোধিত করেছি । আসলে এই লেখাটা আমার ফেসবুকের এক ফ্রেন্ড আমাকে ম্যাসেজ করে দিয়েছিল । উনাকে জিজ্ঞেস করলে উনিও বলতে পারে নাই এই লেখাটা কার । ভাল এবং সময়োপযোগী লেখা বলেই এটা ব্লগে প্রকাশ করেছি । ধন্যবাদ ভাল থাকবেন ।
৬| ২১ শে মে, ২০১৬ সকাল ১০:৪৫
ফাহিম আবু বলেছেন: যখন শিক্ষকদের লাঠিপেটা করা হয়,হাত কডা পরিয়ে জেলে দেওয়া হয়, তখন তো দেখিনা এই ধরনের মায়াকান্না !!
৭| ২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
দরবেশমুসাফির বলেছেন: এই পোস্টে কিছু ব্যক্তি লেখককে কটাক্ষ করছেন। লেখক কেন অন্যান্য শিক্ষকদের ( মুসলিম ) অপমানের কথা তোলেননি । কোন বিশেষ ইস্যুতে লিখতে গেলে অন্যান্য ঘটনার কথা নাও আসতে পারে। তাই বলে কি লেখককে কটাক্ষ করা যায়??
যে মুসলিম জাতিকে পাথর দিয়ে আঘাত করলে বিনিময়ে হাসি পাওয়া যেত আর শোনা যেত হেদায়তের দোয়া, আজ সেই মুসলিম জাতি সামান্য তিনটি শব্দের প্রভাবে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। যেই মুসলিম জাতির আচরন আর সহনশীলতায় মুগ্ধ হয়ে অর্ধেক পৃথিবী একত্রিত হয়েছিল তারা আজ বিশ্বের কোথায়ও স্বাগত নয়। কেন??
হাদিস পড়ে দেখুন যারা আল্লাহ আর রাসুলকে নিয়ে কটূক্তি করেছে তাদের প্রতি সাহাবি ও মুহাম্মাদ সাঃ এর আচরন কেমন ছিল। পাথরের আঘাতে জর্জরিত, মাতৃভূমি থেকে বিতাড়িত মুহাম্মাদের সাঃ এর আচরন কেমন ছিল তার শত্রুদের প্রতি। দয়ার নবী ক্ষমা করে দিয়েছিলেন তাদের। তার কোন সাহাবি প্রতিশোধ নিতে গেলে থামিয়েছেন, বলেছেন না ওরাও মানুষ ওরাও আল্লাহর সৃষ্টি। একদিন তারা ঠিকই বুঝবে। তারা না বুঝলে তাদের সন্তান সন্ততি বুঝবে। আপনার মুহাম্মাদ সাঃ এর উম্মাত?? কক্ষনো না, কক্ষনো না! আপনারা মুহাম্মাদের অনুসারী?? কক্ষনো না। আপনাদের কারনে মুসলিমদের আজ এই অবস্থা।
ভিন্ন ধর্মলম্বিরা আপনাকে শারীরিক আঘাত না করতে আসলে তারা আর যাই করুক না কেন তাদের কোন ক্ষতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি শুধু বলতে পারেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। কি বিশ্বাস হয় না?? তাহলে পড়ে দেখুন উমার রাঃ এর বক্তব্য। যা তিনি প্রচার করেছিলেন মুসলিম শাসকদের কাছে ভিন্ন ধর্মলম্বিদের প্রতি আচরনের ব্যাপারে সতর্ক করে দিতে। পড়ে দেখুন। আল্লাহ কি আপনাদের চোখ দেয় নাই।
আজ যারা শ্যামল কান্তি স্যারের শাস্তি চাচ্ছেন বা সমর্থন করছেন উমার রাঃ বেচে থাকলে তাদের কারো জিব আস্ত থাকত না।
ইয়া আল্লাহ! আর কত? আর কত?
৮| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৩
বিজন রয় বলেছেন: লেখাটি ভাল লেগেছে।
+++
৯| ২২ শে মে, ২০১৬ রাত ১২:১০
াজার বলেছেন: শিক্ষক নামের কলংক এই শ্যামল ক্রান্তি নামের কুকুর টা কে ঘর থেকে টেনে হেছরে নিয়ে আসো রাজ পথে তাকে পিটিয়ে তার শরিল থেকে মাংস বিচ্ছিন্ন করে ফেলো !
যাতে করে আর কোন মালায়নের বাচ্চা কখনো সাহস না পায় প্রকাশ্যে আমাদের প্রান প্রিয় আল্লাহ এবং তাঁহার রাসুলকে নিয়ে কটুউক্তি করার!
২২ শে মে, ২০১৬ রাত ১২:৪০
এস বি সুমন বলেছেন: আপনার ব্লগের ওয়াল ঘেটে বুঝলাম আপনি যে জঙ্গি মতাদর্শের এক ছান্ডু তাই আপনার এই কমেন্টটা অস্বাভাবিক কিছু মনে করলাম না ।
১০| ২২ শে মে, ২০১৬ রাত ১:২৫
বহ্নি শিখা বলেছেন: আমাদের মহানবী (সঃ) বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে অন্য ধর্মের মানুষের উপর জুলুম করবে তার বিরদ্ধে আমি মহম্মদ কিয়মতের দিন সাক্ষী দিবো----
১১| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৮
াজার বলেছেন: শ্যামল কান্তি ভক্ত ও সেলিম ওসমানের কথোপকথন ফাঁস! সেলিম ওসমানকে ভগবান মানলেন শ্যামল কান্তি!
ধর্ম ও রাষ্ট্রদ্রোহী নাস্তিক শ্যামল কান্তির ফাঁসি
১২| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
১৩| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:০৭
সুবল চন্দ্র বর্মন বলেছেন: হাতের আঙ্গুল কাটলে পীড়া কেবল ঐ হাতের হয়না। তা সমগ্র শরীরের হয়। যারা নিজেকে জেনে ফেলেছে, তার কাছে জানার কিছু নেই। ভাতের একটা নমুনা হিসেবে দেখলে,যেমন পাতিলের সব ভাত সম্পর্কে ধারনা পাওয়া যায়। ঠিক তেমনি মস্তিষ্ক বিকারিত মানুষগুলো, এরূপই হয়।
১৪| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশে এখন একটা অসুস্থ সময় বিরাজ করছে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৬ রাত ৩:১৫
সচেতনহ্যাপী বলেছেন: বিভিন্ন স্কুল, কলেজ এবং ভার্সিটির শিক্ষক/শিক্ষিকাদের কথা কোথায়?? কোথায় ভারতের মুসলিমদের কথা?? শুধু হিটের আশায় কি ব্লগে আসা!!