নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে_\n https://web.facebook.com/suman.roy02

এস বি সুমন

এস বি সুমন › বিস্তারিত পোস্টঃ

অধিকাংশ বাংলাদেশীদের ভারত বিরোধিতার মূল কারণ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

(১) চীনে মুসলিমদের নামাজ রোজা নিষিদ্ধ, প্রায়ই ঈদের অাগে এরকম একটা খবর নজড়ে অাসে।

(২) সাম্প্রতি সময়ে ভারতের উগ্র গো-রক্ষাকারী হিন্দুরা গরু খাওয়ার জন্য মুসলিমদের উপর অাক্রমণের খবর উঠে অাসলে, তা নিয়ে ব্যপক অালোচনার ঝড় উঠে । প্রতিবাদস্বরুপ ধর্মের প্রচলিত নিয়মনীতি ভেঙ্গে অনেক হিন্দুই গো-মাংস খেয়েছিল, অাবার অনেক উচ্চপদস্থ ব্যাক্তিবর্গ রাষ্ট্র কতৃক প্রাপ্ত সর্বোচ্চ পুরষ্কারটিও ফিরে দিতে কুন্ঠাবোধ করে নি। ভারতে যেমন মুসলিমরা নির্যাতনের শিকার হয় তেমনিভাবে তাদের প্রতি সহানুভূতিশীল লোক সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে অনেক।
.
ভারতের মাইনোরিটি মুসলিমদের রাষ্ট্রিয় কতৃক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। কয়েকটা উল্লেখ করছিঃ মসজিদের ইমামদের বেতন ভাতা, মুসলিম ধর্মনিরপেক্ষ শিক্ষার্থী মাধ্যমিক পাস করলেই তাদের জন্য বৃত্তির ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোতে অালাদাভাবে মুসলিমদের জন্য হোস্টেল ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বলতে গেলে, বাংলাদেশের থেকে ভারতেই এগিয়ে। হজ্বের জন্য রাষ্ট্রিয়ভাবে অার্থিক সহযোগীতা এগুলো কি ভারতের মুসলিমদের উপর সংখ্যাগুরু সম্প্রদায়ের সহানুভুতিশীল অাচরণ নয়? চীনের মুসলিমদের থেকে কি ভারতের মুসলিমরা অনেক সুযোগ সুবিধাসহ খুব ভাল ভাবেই অাছে বলে মনে হয় না?


নিজের বিবেক দিয়ে উত্তরটা নিজে নিজেই খুজুন। জানি পেয়ে গেছেন। তারপরও কেন বাংলাদেশী মুসলিমদের চীন-ভারতের রাজনৈতিক বৈরিতায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চীনের উপর কেন এত সমর্থন দেখা যায়। অাসলে কারনটা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ধর্মীয় কারণবশত। এই ভারতীয় উপমহাদেশে যতগুলো মুসলিম অাছে তার সিংহভাগই হচ্ছে হিন্দু থেকে কনভার্টেড হয়ে অাসা মুসলিম। তৎকালীন সময়ে এসব কনভার্টেড হয়ে অাসা মুসলিমদের পূর্বপুরুষ হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুবই অবহেলিত ছিল ( অাজকের দিনে যেমন দলিতরা) বলে মুসলিম ধর্ম প্রচারকরা সেই অবহেলিত হওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের প্রলোভনের ফাঁদে পরে পরবর্তিতে তারা মুসলিম হয়ে যায়। কাজেই সেইসব কনভার্টেড হওয়া মুসলিমদের হিন্দু বিদ্বেষি মনোভাব রন্ধ্রে রন্ধ্রে এখনও তাদের মনে সুপ্ত অবস্থায় হলেও তা অাছে এবং ভবিষ্যতেও থাকবে। অার এই কারণেই বাংলাদেশী মুসলিমদের কাছে পৃথিবীর নিকৃষ্টতম দেশের তালিকায় ইসরাইলের পরেই যদি কোন দেশ স্থান পায় - তা হচ্ছে ভারত!!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।আর আপনার সাথে সহমত।আমরা প্রয়োজনের তুলনায় একটু বেশিই ভারত বিদ্বেষী। আমার মতে আরো অনেক কারন আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০

এস বি সুমন বলেছেন: অধিকাংশ বাংলাদেশি আমরা কট্টর জাতীয়তাবাদী মনোভাব থেকে ভারত বিরোধিতা করি না , ভারত বিরোধিতা করে থাকি ধর্মীয় বিদ্বেষী মনোভাব থেকে । প্রয়োজনের তুলনায় বেশি ভারত বিরোধিতার এটাই মূল কারণ । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

কলাবাগান১ বলেছেন: "অাসলে কারনটা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ধর্মীয় কারণবশত।"

ভারতিয়রা মুসলমান হল এই বিরোধীতা থাকত না

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯

এস বি সুমন বলেছেন: থাকতো ,তবে এখনকার মতো অতটা প্রকট হতো না । বাংলাদেশিদের উপর বর্বর ফাকিস্তানিদের এত ভয়ঙ্কর নির্যাতন হওয়া সত্ত্বেও বাঙ্গালীদের যা পাকি প্রেম , তা কেবল শুধু উম্মতি টানেই । খেয়াল করলে দেখবেন অধিকাংশ বাংলাদেশি স্টার জলসা,জি বাংলা এসব ভারতীয় চ্যানেলের বিরোধিতা করলেও তারাই আবার জাকির নায়েকের পিস তিভি বন্ধ হওয়ায় ফেসবুকে ইভেন্ট খুলে । :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০

CamEye বলেছেন: রাজনৈতিক কারণ তো আছেই!! ধর্মীয় আবেগ এমন একটা জিনিস যাকে বারুদের সঙ্গে তুলনা করা যেতে পারে(আমি বলতে চাইছি অশিক্ষিত ধর্মীয় আবেগ, ধর্ম গ্রন্থ ঠিক মতো বা পুরোটাই না বোঝার মূর্খতা।। )! এটা সব সময় একটা উস্কানির অপেক্ষায় থাকে!! সেই উস্কানি দেয় রাজনৈতিক ব্যক্তিরা!! উস্কানির পরিমানের উপর নির্ভর করে কট্টরপন্থী, সাম্প্রদায়িক বা জঙ্গিবাদের সৃষ্টি হয়!! (নিজস্ব মতামত)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫২

এস বি সুমন বলেছেন: ভাল লেগেছে আপনার মন্তব্যটি । ধন্যবাদ জানবেন ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

আশাবাদী অধম বলেছেন: লেখকের কথা বস্তুনিষ্ঠ নয়।

" মুসলিম ধর্ম প্রচারকরা সেই অবহেলিত হওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের প্রলোভনের ফাঁদে পরে পরবর্তিতে তারা মুসলিম হয়ে যায়।"
কি সেই প্রলোভন? যারা নিজেদের ধর্মে মানুষতো ভালো পশুর মর্যাদাও পেত না। এই ক'দিন আগেও মন্দিরে ঢোকার অপরাধে এক দলিতকে পুড়িয়ে মারা হল। তাদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে মুসলিম বানানো হয়েছে?
আপনি কি বলতে চান এই সব লোক নিজেদের ধর্মে অস্পৃশ্য জাতি হিসেবে থাকলেই ভালো করত? গতরাতেই একজন পোস্ট দিয়েছেন স্তন কর নিয়ে।

"আজ থেকে প্রায় দুশ’ বছর আগে ভারতের কিছু অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে এক প্রকার ট্যাক্স বা কর প্রচলিত ছিলো। করটির নাম- ‘স্তন কর' বা 'Breast Tax’. এর আরেকটি নাম মুলাককারাম (Mulakkaram)। তখন নিয়ম ছিলো ব্রাহ্মণ ব্যতিত অন্য কোনো হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না।" ঢাকলে কর দিতে হবে।
এসব থেকে বাঁচতে কেউ ইসলাম গ্রহণ করলে সেটাকে প্রলোভন বলা হবে?

আপনি কি কলকাতার লোক নাকি? তো আমাদের বিএসএফের বন্ধুগন শুধু ফেলানীদের ওপর বীরত্ব ফলায় কেন? ইন্ডিয়ার সাথে তো পাকিদেরও সীমানা আছে। সেখানে তো কখনো বিএসএফের বীরত্বগাথা শোনা যায়না?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

এস বি সুমন বলেছেন: আমার এই লেখাটির মুখ্য উদ্দেশ্য সম্পর্কে আপনাকে বুঝাতে ব্যার্থ হয়েছি মনে হয় । আপনি যে দলিতদের প্রসঙ্গ এনে আমাকে, এখানে আমার লেখাটি ভুল প্রমানিত করতে চাইছেন আপনি হয়ত খেয়ালই করেন নেই যে আমার লেখাটির মাঝেই দলিতদের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে এবং সেটা দলিতদের উপর হিন্দু সম্প্রদায়ের যে একটা নেগেটিভ মনোভাব সেটারও ইঙ্গিত দিয়েছি ।

আমি কোথাকার সেটা আপনার না জানলেও হবে । ফেলানির মৃত্যু অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার আমাদের জন্য । ভারতের অনেক মানবাধিকার সংস্থা ফেলানি হত্যার প্রতিবাদ করেছে । কিন্তু বিচারকার্য বিএসেফ এর আদালতে হওয়ায় আশানুরূপ আমরা সেটার ফলাফল পাই নি । ফেলানির প্রসঙ্গ যেহেতু আনলেন আপনারে একটা সহজ প্রশ্ন মনে করিয়ে দেই , তারকাটা বেড়ার মতো বিপদজ্জনক একটা বেড়া সীমানায় থাকা সত্ত্বেও কেন ফেলানিদের সেই মৃত্যুফাঁদ ডিঙ্গিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হয় ??

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

শূণ্য পুরাণ বলেছেন: মনে হচ্ছে অাপনি চরম ভারতপ্রেমী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

এস বি সুমন বলেছেন: মনে হতেই পারে আপনার । মনে মনে আপনি তিলকে তাল বানাতেই পারেন, আমার আর কি করার :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

মাহিরাহি বলেছেন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

http://a1news24.com/লালমনিরহাটে-বিএসএফের-গুল/

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮

এস বি সুমন বলেছেন: লিঙ্কে তো এই খবর পেলাম না । যাইহোক, অন্য পত্রিকা মারফত খবরটা আমি আগেই পেয়েছি । যেই ছেলেটা গরু আনতে গিয়ে মরেছে ঐ ব্যাটা কি জানত না চুরি করে গরু আনতে গেলে বিএসেফ গুলি করবে ?? ছোটবেলায় না বুঝে অজ্ঞানবসত আপনি কুয়োতে পা দিতে গিয়ে , পরে যেয়ে আপনি মরে যেতেই পারেন । এটা আপনার দোষ নয় । কিন্তু বড় হয়ে, জেনে বুঝেও আপনি যদি ঐ কুয়ায় ইচ্ছাকৃত ভাবে পরে যেয়ে মরে যান সেটা আপনারি দোষ ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

নকশা মাকড়সা বলেছেন: ফারাক্কা বাধ দিয়ে বর্ষাকালে বন্যা সৃষ্টি আর গ্রীষ্মকালে মরুভূমি বানানো ----- ওসব কাদের কাজ?
- সব বিএনপি জামায়াতের ষড়যন্ত্র


বাণিজ্যে বৈষম্য , সীমান্তে হত্যা , ইন্ডিয়ান টিভি চ্যানেল বাংলাদেশে প্রচার পায় কিন্তু বাংলাদেশী টিভি চ্যানেল ভারতে প্রচার করতে পারে না। ওসব কাদের কাজ?
- ওসব চাইনিজদের অপকর্ম

গো-হত্যার অপরাধে মানব হত্যা কাদের কাজ?
- ওসব জার্মানিতে ঘটছে

সবাই উচ্চ স্বরে বল , ৫০% খোলা আকাশের নিচে হাগু করা জনগণের দেশ মেরা ভারাত মাহান হ্যায়।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৭

মহা সমন্বয় বলেছেন: বর্তমান বিশ্বে ভারতেই মুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ।


কলাবাগান১ বলেছেন: "অাসলে কারনটা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ধর্মীয় কারণবশত।"
ভারতিয়রা মুসলমান হল এই বিরোধীতা থাকত না

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

এস বি সুমন বলেছেন: চৈনিকরা ইচ্ছামত বাঁশ দিতাছে, সেই তুলনায় ভারতে মুসলিমরা অনেক সুখে আছে চীনের মুসলিমদের তুলনায় । লেখার মাঝেই বলেছি না এরা হচ্ছে হিন্দু থেকে কনভার্টেড হওয়া মুসলিম । তাই এগো মালুদের উপরে ক্ষোভ অনেক ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

নতুন পোস্ট দিন।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভালই লাগল।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মুল্যায়ন করেছেন । ধর্মীয় কারণে যদি ভারত বিরোধি হয় তাহলে হিন্দু রাস্ট্র নেপাল কেন ভারত বিরোধি ।
কারণগুলি অন্য জায়গায় । যারা মুখে মুখে ভারত বিরোধি তারা মনে মনে তত বেশি ভারত প্রেমী , ভারত যদি বলে ক্ষমতায় বসাবে তাহলে তারা ভারতের নামে হয়তবা শিন্নি দিবে !!! কিছু দিন আগেওতো বিজেপি ক্ষমতায় যাওয়ায় অনেকেই মিস্টি বিতরণ করেছে!!!! তাই ভেবে দেখতে হবে ভারত বিরোধিতার মুল কারণ কোথায় নিহীত !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.