![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
"আন্টির শরম নাই , কতজন কে আব্বু বলে"।
এই কথাটা বলেছিলো , আমার বড় আপুর ছেলে আবদুল্লাহ । ওর বয়স ৪ বছর । ও দেখে ওকে আব্বু বলি ,ওর ছোট ভাই(১বছর) ওকেও আব্বু বলি ,আমার আব্বু কে ,আমার শশুর কে আব্বা/আব্বু বলি । তাই আমাকে বলেছে । ঈদের পর বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পর আপু ও আসছিলো । ওর কথা গুলো অনেক সুন্দর । সব কথা ভালো ভাবে বলতে না পারলেও যেটুকু বলে তা নিয়েই সবাই হাসে । ও আমাদের বাসায় আসলে ওর আম্মুর চেয়ে আমার কাছেই থাকে বেশী ।
#ছোট্ট আব্বুটিকে অনেক মিস করছি ।
অল্প কিছু মানুষ ছাড়া সবাই ই বাচ্চাদের অনেক ভালোবাসে । যাদের বাবু আছে তারা তো তাদের বাবুকে নিয়ে স্বপ্ন দেখে ।আর যাদের নেই , তারা অন্যের বাবু দেখে ,মনে মনে অনেক স্বপ্ন দেখে । কেউই এর বাহিরে নয় ।
সবার ই বিয়ের আগে থাকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখে , আর বিয়ের পর হয় বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখে ।
#সবাই স্বপ্ন বাস্তবায়নের পেছনে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে অবিরাম ছুটে চলছে ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০
hebemiley বলেছেন: I am also racing against time to fulfill my dream like Sprunked game!