নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

আন্টির শরম নাই

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৩

"আন্টির শরম নাই , কতজন কে আব্বু বলে"।
এই কথাটা বলেছিলো , আমার বড় আপুর ছেলে আবদুল্লাহ । ওর বয়স ৪ বছর । ও দেখে ওকে আব্বু বলি ,ওর ছোট ভাই(১বছর) ওকেও আব্বু বলি ,আমার আব্বু কে ,আমার শশুর কে আব্বা/আব্বু বলি । তাই আমাকে বলেছে । ঈদের পর বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পর আপু ও আসছিলো । ওর কথা গুলো অনেক সুন্দর । সব কথা ভালো ভাবে বলতে না পারলেও যেটুকু বলে তা নিয়েই সবাই হাসে । ও আমাদের বাসায় আসলে ওর আম্মুর চেয়ে আমার কাছেই থাকে বেশী ।
‪#‎ছোট্ট‬ আব্বুটিকে অনেক মিস করছি ।
অল্প কিছু মানুষ ছাড়া সবাই ই বাচ্চাদের অনেক ভালোবাসে । যাদের বাবু আছে তারা তো তাদের বাবুকে নিয়ে স্বপ্ন দেখে ।আর যাদের নেই , তারা অন্যের বাবু দেখে ,মনে মনে অনেক স্বপ্ন দেখে । কেউই এর বাহিরে নয় ।
সবার ই বিয়ের আগে থাকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখে , আর বিয়ের পর হয় বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখে ।
‪#‎সবাই‬ স্বপ্ন বাস্তবায়নের পেছনে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে অবিরাম ছুটে চলছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০

hebemiley বলেছেন: I am also racing against time to fulfill my dream like Sprunked game!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.