নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা এবং বিশ্বাস ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

যেই কোন সম্পর্কের মূল ভীত হচ্ছে বিশ্বাস । ‪#‎যেই‬ সম্পর্কের মাঝে বিশ্বাস নেই, সেই সম্পর্ক কখনোই সুখী হয়না । ‪#‎ভালোবাসার‬ প্রথম শর্ত হচ্ছে দুজন দুজন কে বিশ্বাস করা । যতদিন পর্যন্ত দুজনের মাঝে বিশ্বাস টা মজবুত না হবে ,ততদিন পর্যন্ত তাদের ভালোবাসা পরিপূর্ণ হবেনা ।
‪#‎একটা‬ ঘুণপোকা যেমন একটা কাঠ কে নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ একটা সুন্দর ভালোবাসাকে নষ্ট করে দেয় ।
‪#‎আর‬ অধিকাংশ ভালোবাসা ভেংগে যায় বা নষ্ট হয় সন্দেহ থেকে ।
‪#‎তাই‬ ভালোবাসার আগে বিশ্বাস টা মজবুত করো । সেই ভালোবাসাতে শান্তি পাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.