![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
পৃথিবীটা কারো কাছে অনেক বড় আবার কারো কাছে খুব ছোট । কারো দুনিয়া সবাইকে নিয়ে আবার কারো দুনিয়া নির্দিষ্ট কাউকে নিয়ে ।
যারা নির্দিষ্ট কাউকে না ভালোবেসে আশেপাশের সবাইকে ভালোবাসে এবং সবাইকে নিয়ে হাসিখুশী থাকে , তাদের পৃথিবীটা অনেক বড় । তারা সবাইকে নিয়ে হাসি খুশী থাকে ।তারা নিজের মনের কথা গুলো সবার সাথে শেয়ার করে হ্যাপি থাকে । তারা তেমন কষ্ট পায়না । কারন, তার সবাই আছে ।
যারা নির্দিষ্ট কাউকে ভালোবাসে তাদের পৃথিবীটা এককেন্দ্রিক । তার পৃথিবী জুড়ে থাকে শুধু ঐ মানুষটা । সে হ্যাপি থাকলে নিজেও হ্যাপি থাকে । সে কষ্ট পেলে নিজেও কষ্ট পায় । সে তার কথা গুলো সবার সাথে শেয়ার করতে পারেনা । তার অধিকাংশ কথাই অব্যাক্ত থেকে যায় ।তারা নিজে নিজে অনেক কষ্ট পায় । কারন, তার ঐ একজন ছাড়া অন্যরা থেকেও নেই ।
বিঃদ্রঃ কারো কারো ভিন্ন মত হতে পারে । কিন্তু আমার কাছে এমনটাই মনে হয়।
©somewhere in net ltd.