নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বতঃস্ফূর্ত সুমিত

স্বতঃস্ফূর্ত সুমিত › বিস্তারিত পোস্টঃ

হবিটরা মানুষ নয়, বরং একটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতি ছিল

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২





এক দশক আগে ইন্দোনেশিয়ার লিয়াং বুয়া গুহার ফসিলগুলো নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা একটি একটি বিলুপ্ত বামন স্পিসিজ Homo floresiensis খুঁজে পান। এটা ১৭,০০০ থেকে এক মিলিয়ন বছ্র আগের মধ্যে বাস করত এবং উচ্চতায় এক মিটার লম্বা ছিল। কিন্তু কেউ কেউ বলেন, এই ফসিলগুলো আমাদের স্পিসিজেরই খাটো লোকদের ছিল। সম্প্রতি এদের বিভিন্ন ফসিল থেকে দাঁত নিয়ে রিএনালাইজ করে দেখা গেছে, এই "হবিট" গুলো একটি ভিন্ন স্পিসিজই ছিল, আমাদের মত মানুষ ছিল না। এই গবেষণাটি PLOS ONE জার্নালে প্রকাশিত হয়।

পূর্বের গবেষণাগুলো থেকে পাওয়া যায় লেট প্লেইস্ট্রোসিন যুগের মানুষের তুলনায় H. floresiensis দের বডি এবং ব্রেইন সাইজ অনেক ছোট। এদের কঙ্কালের গঠনও অন্য কারোর মত নয়। এদের ক্রেনিয়াল শেপ ছিল H. erectus দের মত আবার আপার ভার্সাস লোয়ার লিম্ব এর অনুপাত ছিল Australopithecus দের মত।

এদের নিয়ে ইনভেস্টিগেট করার জন্য University of Tokyo এর Yousuke Kaifu বিভিন্ন স্পিসিজ যেমন H. floresiensis, জাভার আরলি H. erectus এবং H. sapiens এর দাঁত নিয়ে বিভিন্ন মেজারমেন্ট যেমন ক্রাউনের আকার, কনটোউর ইত্যাদির তুলনা করেন। বিচিন্ন প্রাণীর দাঁতের ফসিল গুলো নির্দেশ করে H. floresiensis এর ক্যানাইন ও প্রিমোলার দাঁতগুলো প্রিমিটিভ কিন্তু মোলার দাঁতগুলো এডভান্সড। এরকম ডেন্টাল ট্রেইট এর কম্বিনেশন পূর্বে কোন হোমিনিন (একটি লিনিয়েজ যেখানে আমাদের ডিরেক্ট এনসেস্টরও রয়েছে) স্পিসিজে পাওয়া যায় নি।

এই প্রিমিটিভ বিষয়গুলো আর্লি প্লাইস্টোসিন যুগের H. erectus এর সাথে তুলনীয় যাদের ক্ষেতে কিছু মোলার মরফোলজি মডার্ন হিউম্যানের থেকেও বেশি প্রোগ্রেসিভ বলে মনে হয়। এটি আগের মডার্ন হিউম্যান এর মত ডেন্টাল মরফোলজি থাকার পূর্বের দাবীকে কন্ট্রাডিক্ট করে। কিন্তু H. floresiensis যে H. habilis বা Australopithecus এর মত ছোট ব্রেইনের হোমিনিনদের থেকে অরিজিনেট করেছে এধরণের হাইপোথিসিজকেও সমর্থন করে না।

H. floresiensis এর ডেন্টিশন বা দাঁতের বিণ্যাস হোমিনিনদের স্কেলড ডাউন ভারশনের মত এত সরল না। এই রেজাল্টটি একটি অল্টারনেটিভ হাইপোথিসিজ সাপোর্ট করে যা বলে H. floresiensis এসেছে কোন আরলিয়ার এশিয়ান H. erectus পপুলেশন থেকে এবং কোন বিচ্ছিন্ন জায়গায় বা আইল্যান্ড সেটিং এ থাকার ফলে ধীরে ধীরে এদের আকার এবং ব্রেইন সাইজ ছোট হয়ে যায়।

http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0141614

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

রোলেন বলেছেন:

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: :D :D :D

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: হবিট প্রজাতের কোন প্রাণী সত্যিই ছিল কিনা - সেটা জানতাম না। আমার কাছে এইসবকে পৌরণিক গল্পের সৃষ্টিই মনে হয়েছে।

আমার জানামতে Homo sapiens ছাড়া মানব গোত্রের কাছাকাছি অন্য কোন গোত্র আছে বলে মনে হয়নি। কিন্তু বিজ্ঞান তো সব ধারণাই পালটে দিয়েছে।

সুমিত ভাই - এইটা নিয়ে জানার আগ্রহ আছে। আরো রেফারেন্স দিতে পারবেন?

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: এখানেই দুটো পোস্ট করেছিলাম এদের সম্পর্কে। এটা আর এটা পড়লে প্রাথমিক একটা ধারণা পেতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.