![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া লবে না কি তব বন্দনায়?"
কহিল স্নিগ্ধ আঁখি তুলি-
"দক্ষিন দুয়ার গেছে খুলি?
বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"
"এখনো দেখোনি তুমি?" খিলাম, কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?"
কহিল সে সুদূরে চাহিয়া-
"অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।"
কহিলাম, ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত-বন্দনা তব কন্ঠে শুনি-এ মোর মিনতি।"
কহিল সে মৃদু মধু-স্বরে-
"নাই হল, না হোক এবারে-
আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া-
রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।"
কহিলাম: "ওগো কবি, অভিমান করেছো কি তাই?"
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।"
কহিল সে পরম হেলায়-
বৃথা কেন? ফাগুন বেলায়
ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়িট বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?"
"হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?"
কহিলাম, "উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?"
কহিল সে কাছে সরে আসি-
"কুহেলি উত্তরূ তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।"
।।
।।
কবিতাটি আমার অসম্ভব ভাল লাগে। কিন্তু, একাডেমিক ভাবে কোন দিনেই পড়ার সুযোগ হয় নি। কারন-আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী।আমাদের সিলেবাসে কবিতাটি ছিল না।
যতটুকু ভাললাগা তার সবটাই শান্তনা আপুর কবিতা আবৃতি শুনেই। আমার শোবার ঘরে বসে পড়ালেখা করতো ও।আর আমি শুয়ে শুয়ে শুনতাম। এভাবেই অর সব পড়া আমারও মুখস্থ হয়ে যেত। এখন আর এসবের কিছুই হয় না। কারন- ও এখন শ্বশুরবাড়ি।আর আমি বাড়ি ছেড়েছি প্রায় ৫ বছর আগে। খুব মিস করি ওই হারিয়ে ফেলা দিন গুলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সুমন আকরাম বলেছেন: স্বাগতম!!
ভাল লাগলো।।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
গোধূলির * পথচারী বলেছেন: কহিলাম: "ওগো কবি, অভিমান করেছো কি তাই?"
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
সুমন আকরাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।