নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই।সবার সাথে মিশতে পারি খুব সহজেই।আর দিনের বেশিরভাগ সময় ইন্টারনেটেই কাটে আমার! www.facebook.com/mr.sasumon

সুমন আকরাম

খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।

সুমন আকরাম › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর//এস.এ.সুমন

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

স্বার্থপর
এস.এ.সুমন

কোন এক সাঁঝের বেলায়
শুয়েছিনু বিছানায়
নিয়ে মোর দামী মুঠোফোন খানা।

ফেইসবুকে চ্যাটিং
চলিতেছিল সেদিন
শুধুই তোমার সাথে।

বহু ক্ষণ ধরে বহু কথা শেষে
হঠাৎ কি যেন এক অজানা শঙ্কা
হানা দিল মোর মনে।

প্রশ্ন করিনু
কোন দিন যদি হারিয়ে যাই আমি
কি করিবে তবে?

আবেগের ছলে বলেছিলে মোরে
ওরে বুদ্ধু
আমি তা হইতে দিবো কবে?

চলিল দুদিন
মধুময় সুদিন
অতঃপর যেদিন চলে গেলে তুমি
মোরে নিঃসঙ্গ একা করে।

অঝোর নয়নে কেঁদেছিনু আর
বুঝেছিনু তোমার কথার মানে।

বলেছিলে মোরে দিবে না হারিয়ে যেতে
মুই বোকা বলে ভাবিনি উল্টো করে।

আজ বুঝি হায়
কি ছিল তোমার কথার অন্তরালে।

হারিয়ে গেছো তুমি
ঠিক যে ভাবে এসেছিলে।

শুধু আমি বাঁচতে পারি না
আগের মত করে
কাটাতে পারি না তব ইন্দ্রজালের মোহ।

অদ্ভুত তুমি!
কেমনে অভিনয় করেছিলে নিঃস্বার্থের মত



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: স্বাথপর হওয়া ভাল না।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

সুমন আকরাম বলেছেন: আমি তো স্বার্থপর না। আশা করি আপনিও না।

২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

সুমন আকরাম বলেছেন: একটা বিষয় বুঝলাম না, আমার পোস্ট হাইড হল কেমনে??

৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আমিই মিসির আলী বলেছেন: ফেইসবুকে চ্যাটিং
চলিতেছিল সেদিন
শুধুই তোমার সাথে।

বহু ক্ষণ ধরে বহু কথা শেষে
হঠাৎ কি যেন এক অজানা শঙ্কা
হানা দিল মোর মনে।

প্রশ্ন করিনু
কোন দিন যদি হারিয়ে যাই আমি
কি করিবে তবে?


ভালো লাগছে।


বাট কবি কই হারাইলো!!!

১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩০

সুমন আকরাম বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩২

সুমন আকরাম বলেছেন: কবি হারিয়ে যায় নি। মনটা ভাল নেই।তাই অফলাইনে একটু-আধটু থাকি আর কি!!

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩

গোধূলির * পথচারী বলেছেন: অদ্ভুত তুমি!
কেমনে অভিনয় করেছিলে নিঃস্বার্থের মত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.