![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়--
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ॥
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৪
সুমন আকরাম বলেছেন: হাহাহা! আমারও ভাল লাগে।
ধন্যবাদ!!
২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবির জন্মদিনে দারুর একটি গান দিয়ে স্মরণ করেছেন কবিকে
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ।অসাধারণ । দারুন উদ্যোগে অভিনন্দন ।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
সুমন আকরাম বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮
ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন। হে বিশ্ব কবি।
রবীন্দ্র সংগীত আমার খুবই প্রিয়।
০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৫
সুমন আকরাম বলেছেন: আমারও। আপনাকে অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯
ওমর সাহিত্যিক বলেছেন: অত্যন্ত প্রিয় গান। ল্যারিক্স টি দেখে বেসুরা গলায় অর্ধেক গেয়েছি