![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
দুই তারে জীবনের
বাঁধা ছিল বীণ।
তার ছিঁড়ে গেছে কবে...
কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্র সঙ্গীত গুন গুন করতে আমার বেশ ভাল লাগে! মাঝে মাঝে আমার জীবনের কিছু কিছু কথা মিলে যায় গানের সাথে। তখন আরও বেশি ভাল লাগে। আবার পুরোনো দিনের ফেলে আসা স্মৃতি মনে পড়লে মাঝে মাঝে কষ্ট পাই আবার মাঝে মাঝে মনে মনে হাঁসিও পায়! তবে যে যাই বলুক, পুরোনো স্মৃতি আসলেই ভুলে যাওয়া যায় না। শুধু সাময়িক ব্যস্ততায় চাপা পড়ে মাত্র। আবার ঠিকই সামনে এসে যায়!!
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১
সুমন আকরাম বলেছেন: একদম তাই!!
২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
এহসানুল হক আদর্শ বলেছেন: আপনি যে একজন ছ্যাকা খাওয়া ব্যক্তি তা আপনার পোষ্ট গুলো দেখলে বোঝা যায় । যা হোক আপনার জন্য আমার কথা হল ছ্যাকা খেয়ে ব্যথিত হবেন না । একটা চলে গেছে আরেক টা চলে আসবে । এটা অনেকটা লোকাল বাসের মত একটা যাবে অরেকটা আসবে । ব্যথিত হবেন না নতুন আরেকটা জোগার করে গান ধরুন ---চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি.....।হা হা হা ।
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮
সুমন আকরাম বলেছেন: হা হা হা!! ছ্যাকা খাওয়া টা একটা আর্ট!
শুভ ব্লগিং
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২
নীলপরি বলেছেন: তবে যে যাই বলুক, পুরোনো স্মৃতি আসলেই ভুলে যাওয়া যায় না। শুধু সাময়িক ব্যস্ততায় চাপা পড়ে মাত্র। আবার ঠিকই সামনে এসে যায়!! --
একদম সঠিক বলেছেন । একমত ।
২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
সুমন আকরাম বলেছেন: আপনার মতামত পেয়ে ভাল লাগলো আপু! অনেক ধন্যবাদ আপনাকে!!
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা....পুরোনো স্মৃতিগুলোর বড় প্রতারক, মাঝে মাঝে জ্বলাতন করে !!!