![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
যে ছেলে ১৩ টাকার ব্যানসন কিনে বন্ধু'দের নিয়া অহংকারের ধোঁয়া ছাড়তো...সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়...!!
আর যে মেয়েটার মাত্র তিন মাস বয়সে একটা কিডনি ফেলে দিয়েছিলো, ডাক্তারদের বেঁধে দেওয়া সময় ছিল ১৬/১৭ বছর । সেই মেয়ে আজ মধ্য বয়সে এসেও দিব্যি ভালো আছে স্বামী সন্তান নিয়ে আল্লাহর রহমতে।
ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার জন্য যেই লোক'টা কাঠফাটা রৌদ্রে ২০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো দুই-আড়াই ঘন্টা, আজ উনার বাড়ীর সামনে লোকজন বসে থাকে পেটভরে খেতে পাবে সেই আশায়!!
মাসের ৫ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে,বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজীসাহেব.. উনি আজকে শ্বশুড়বাড়ীতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে...!!
নিজেকে স্মার্ট আর এক্সট্রা অর্ডিনারী ভাবা মেয়েটা যখন ভালো ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতো,আরো ভালোর আশায়, সেই মেয়েটা'ই আজ বালিশ ভেজায়
মধ্যরাতে একজন মানুষের খোঁজে!!
সময় খুব'ই নির্মম, খুব'ই অমানবিক আবার মাঝে মাঝে খুব'ই রোমান্টিক!কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি টেরই পাবেন নাহ...
সে কখনোই স্থীর নয়, সব-সময় আপনার নয়, সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়! সুতরাং এই সময়'কে পেয়ে হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নাই, অহংকার কিংবা দাম্ভিকতার কিছু নাই...
কারন; এই সময় একদিন ফুরিয়ে যাবে...
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৭
গোধুলী বেলা বলেছেন: সবি আপেক্ষিক।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
নাহিদ০৯ বলেছেন: আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো। ব্যাপারটা বেশ খানিকটা ভাবিয়ে তুলছে।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫
নীল আকাশ বলেছেন: আপনার লেখার থীম এবং লেখা ভালো লেগেছে।
পোস্ট লাইকড। ছবি খুব চমৎকার লেগেছে।
আপনার উচিৎ সবার মন্তব্যের প্রতি মন্তব্য দেয়া।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: কে যে কখন কি হয়ে যায়, আগে ভাগে তা বলা যায় না। তাই কাউকে অবহেলা করা ঠিক না।