![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
(সিলেটের আঞ্চলিক ভাষার ছড়া)
কিতা খইতাম বউ'র খতা
খইতে লাগে শরম,
সোনা বউ'র মেজাজ খানা
আগুনের লাখান গরম।
থুকাইয়া আনছিলাম আমরা
এমন সোনার ধন,
রাতারাতি খাইরা নিছে
আমার ফুত'র মন।
মা চিনেনা বাফ চিনেনা
বউ'র চিন্তা করে,
এ কোন বালা লইয়া আইলো
বউ আমরার ঘরে।
----------------------------------
শব্দার্থ :
কিতা : কি।
খইতাম : কইতাম, বলবো।
খতা : কথা।
খইতে : বলতে।
থুকাইয়া : খুঁজে।
খাইরা : কেড়ে
ফুত'র : ছেলে'র।
বাফ : বাবা।
বালা : বিপদ।
০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৫
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: সামুতে সিলেটি ভাইসাব আছোইন জানিয়া আমার খুুউব খুশি লাগের। ভাইসাবের প্রতি ভালোবাসা রইলো।
২| ০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৬
আমি তিতুমীর বলছি বলেছেন:
সামুর প্রভিতা পুরুষ কাওসার চেীধুরী, ব্লগার ল এরা সবাই তো সিলেটী।
আপনি শব্দ অর্থ না দিলে সাত্যিই আমি বুঝতাম না আপনি কি লিখেছেন। চট্রগ্রাম আর সিলেটের আঞ্চলিক ভাষার আমি ৫০% বুঝি।
কবিতা বেশ সুন্দর হয়েছে।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ব্লগে আছি ৩ বছর+ বিভিন্ন কারনে নিয়মিত ব্লগে আসা হয় না। তাই সবাইকে চিনি না। আপনার মাধ্যমে জানলাম। "বেশি খইরা আমরার সিলেটি ভাইসাব অখলের লগে মিশবা। আর সিলেটর আঞ্চলিক ভাষা হিকবা, তাইলেই সিলেটি ভাষা আফনার কাছে সহজ অইজিবো" ধন্যবাদ দাদা, ভালোবাসা রইলো।
৩| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ধন্যবাদ দাদা।
৪| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮
সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: কিতা মাত মাত বা? পুয়া পুই লই এমনে লেখবনি বা কেউ?
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৪
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ইতা সিলেটর মাত মাতি বা।
৫| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
শুভসকাল
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালোবাসা রইলো।
৬| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতা খিতা কবিতা লেখছইন বাই
বাক্কা সুন্দর লাগছে
মারহাবা
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: সুন্দর লাগছে হুনিয়া গো বুয়াই আমারও ভালা লাগছে।
৭| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড় ভালা মাত ভাই।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ইতা সিলটি মাত ভাই,
আমরা সিলটি ভাই।
৮| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইরাম বউ আনিছে কিতার লাগি?
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫০
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ই-লাখান বউ কপালে থাকলে বুঝবাইন।
৯| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: জটিল ।
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৩১
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: ধন্যবাদ দাদা।
১০| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লুকেশন খউকা, আমরা আইরাম। লুকাইয়া লোকের বউ দেখার মাঝে মজাই আলাদা। তাছাড়া আফনে যেলা বউর রূপের গাণ গাইলা তাতে তো আর বসে থাকা কঠিন
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৩৩
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: আইওউকা মিরপুর-১৩
১১| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মিরপুর ১৩ কিতা সিলেটের ভিতরে ফরছেনি ?
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৫৯
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: জী না ভাইসাব, রাজধানী ঢাকা'র ভিতরে। কর্মের খাতিরে এক যোগেরও বেশী সময় ধরে আছি। হোম টাউন - ভাটির রাজধানী সুনামগঞ্জের দিরাইয়ে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: শেষ লাইনের 'বউ'এর যায়গায় 'পোয়া' হইলে বোধহয় ভালো হইতো। যাইহোক...
কিতা আর খইতাম রেবা ভাই
কবিতার খতা
হাসিতে হাসিতে হারছিলাম
আমি মরিয়া!
পোয়ায় বউরে ভালা পায়
ইকান ত ভালা খতা
ইতা লইয়া চিন্তা খরিয়া
নষ্ট খরিও না মাথা।