![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
আর একটা রিকশাও উল্টানো যাবেনা , খবরদার !!!!
মার্কেট খুলে দিতে যদি প্রজ্ঞাপণ জারী করা যায় , রিকশাওয়ালারা কি দোষ করছে ? রিকশাওয়ালারাও মাস্ক পড়ে স্বাস্হ্যবিধি মেনে পেসিন্জার নেবেন ।
আল্লাহর গজব পড়ুক তাদের উপর যারা রিকশাওয়ালাদের গায়ে বাড়ি মারে ,
আল্লাহর গজব পড়ুক তাদের উপর যারা গরীবের চোখে জল আনে ।
তছনছ হয়ে যাক তারা - যারা গরীব মানুষের শিশু সন্তানদের অভুক্ত রাখে ।
বালের রাষ্ট্র তুমি!
গরীব মজলুমকে মাত্র ১০ দিনের চাল ডাল তেল দেয়ার মুরোদ নাই তোমার , তুমি রাষ্ট্রগিরি কার উপর ফলাও হে সোনা(!)র বাংলাদেশ?
২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অমানবিক
৩| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: খিলগাও এলাকায় চার রাস্তার মাথায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য রিকশা আটক করে উলটো করে রাখা হয়। সধ্যায় হয় দেন দরবার। যারা পুলিশকে টাকা দেয়, পুলিশ তাদের ছেড়ে দেয়। যারা টাকা দেয় না তাদের রিকসা বড় পিক আপ ভ্যানে করে নিয়ে যায়। প্রতিদিন একই দৃশ্য দেখছি।
৪| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Allah SWT knows.
He will do nothing.
৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫
রেজাউল করিম সাগর বলেছেন: গরীবের জন্য কোন রাষ্ট্র নাই।
৬| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫২
শায়মা বলেছেন: রিক্সাওালাদের মনে হয় সবচেয়ে কষ্ট হয়েছে। রিক্সা চাালাতে পারছে না সেটা তো আছে আর ওদের রিক্সা ভেঙ্গে দেওয়া, লাঠির বাড়ি এসব সত্যিই সহ্য করা কষ্টকর। কাকে দোষ দেবো কার দোষ খুঁজেই পাইনা আমি। পুলিশকেও তো রাস্তা ফাকা রাখতে হবে। রিক্সাওালাকেও খেটে খেতে হবে এই দিকে করোনা খাচ্ছে বিশ্ববাসীকে ......
৭| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:০৮
লাতিনো বলেছেন: আমি বুঝলাম না রাষ্ট্র কেন জনগণের চাল ডালের ব্যবস্থা করবে? রাষ্ট্র আইনের মাধ্যমে মানুষের স্বাচ্ছন্দ্য জীবন যাপন এবং নিরাপত্তা নিশ্চিত করবে। কেউ না খেয়ে থাকলে বা বেকার থাকলে তার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে কেন? রিকশাওয়ালা ইনকাম করে কিন্তু তাদেরকে কোন ট্যাক্স দিতে হয়না। দেশের নিরাপত্তার স্বার্থে যদি মানুষের আয় রোজগারের পথ বন্ধ করতে হয়, তবে সরকার কি তা করবে না?
বাংলাদেশের মত নিম্ন অর্থনীতির দেশে আয় রোজগারের পথ খুবই ঝুকিপূর্ণ - যে কোন সময় বন্ধ হয়ে যাবার ঝুঁকি এখানে প্রতি মুহূর্তেই আছে। সেটা মেনে নিয়েই সবাইকে এই দেশের আইন মেনে এই দেশে থাকতে হবে। আপনি এমন কিছু হয়ে যাননি যে সরকারকে এত বড় হুমকি দেবেন। কোন বক্তব্য বা মতামত থাকলে বিনয়ের সাথে উপস্থাপন করুন।
৮| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪
স্থিতধী বলেছেন: আপনার পোস্টের মূল বক্তব্য এবং সেই সাথে আপনার পরিচিতির কিছু অংশও ভালো লেগেছে। রাষ্ট্র আমাদের সবাইকে রিজার্ভের জমানো টাকা দিয়ে একটা করে ভদ্রতার মুখোশ কিনে দিক। আমরাও তাহলে সবাই সেই মুখোশ পরে সর্বদা মুখ বন্ধ রেখে দিবো।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭
শাহ আজিজ বলেছেন: শাবাশ গর্জে ওঠা