![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে যদি যেতেই হবে তোমায়-আমায়,
তবু এ ধরণীতে কেন শুধু প্রাণ জন্মায়?
নরক খুঁজতে কেন ওপারে যেতে হয়?
ভালো থাকা যায় না যেথা, সেটা কি নরক নয়!
যার নেই সে ধুঁকে মরবে, কখনও কিছুই পাবেনা,
যার আছে তার কোনদিন চাহিদার শেষ হবে না।
প্রতিদিন মৃত বিড়ালগুলো স্রোতের মত চলে রাস্তায়,
কুকুরগুলোর শ্রুতিমধুর মিথ্যা বয়ান তরঙ্গে ভেসে যায়।
জাগতে পারে না মৃত বিড়াল, জাগে শুধু রবি,
ভেঙে চুরমার হবে অবিচার যদি জেগে ওঠে বিপ্লবী।
©somewhere in net ltd.