![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সব মিথ্যা ভেঙে করে দিব চুরমার,
অশুভরা অগ্নিসংযোগে পুড়ে হবে ছারখার।
মুখোশধারীরা আর পাবেনা কোন উদ্ধার,
নতুন করে পুরনো অস্ত্রে দিয়েছি আবার ধার।
সমাজ থেকে পুঁতে ফেলব সব নোংরা আবর্জনা,
হীনতা নীচতা নিয়ে কেও পাবে না মার্জনা।
তুলে নাও সত্যের অস্ত্র, ভুলো সব ফাঁকা মন্ত্র,
নইলে অন্যায়ের স্টিম রোলার চালিয়ে যাবে এই রাষ্ট্র।
পণ্য এখানে মানুষ কেনে, মানুষ বিক্রি হয়!
হায়! চারদিকে আজ দেখি শুধু বণিকেরই জয়।
রক্তে ছাপা টাকা দিয়ে গড়েছে লোভের পাহাড়,
সেই রক্তই বণিককে আর দিবেনা কোন ছাড়।
টাকা দিয়ে মানুষ মাপে, চিন্তা দিয়ে নয়,
এ ভ্রান্তিই ধীরে ধীরে হৃদয় করেছে ক্ষয়।
হৃদয়হীন এ বস্তুদেরকে আজ হঠাতে হবে,
তাহলেই মানবের মানবতা ঠিক মুক্তি পাবে।
©somewhere in net ltd.