![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল শুধু সাধটুকুই, ছিল না কোন সাধ্য,
মিছে আকাঙ্খা নিয়ে যায় কি পাওয়া আরাধ্য।
এইতো চোখের সামনে সব দৃশ্য শেষ হয়ে যায়,
তবুও মন দৃঢ় থাকতে চায় কিসের অপেক্ষায়।
এ জীবনে করা হয়নি কঠোর কোন সাধনা,
অপ্রাপ্তির জন্য তাই আর নেই কোন বেদনা।
পিছনে সুখ-দুঃখময় অতীত পড়ে রয়,
সম্মুখে হাতছানি দেয় শুধু ভয়-সংশয়।
তবুও এ জীবন বয়ে চলে নিশ্চুপ শান্তধারায়,
হায়! ধীরে সবকিছুই স্বপ্নেরর মত হারায়।
©somewhere in net ltd.