![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অল্প নিয়ে থাকতে পারি,
যদি পাই একটু ভালবাসা ।
অল্প সুখে হাসতে পারি,
যদি পাই একটু ভালবাসা ।
দুঃখে যাদের জীবন গড়া
কান্না যাদের সাথী,
ফুরায় না যার আকুলতা
ঘন আধাঁর রাতি ।
থাকব আমি থাকব তার পাশে,
যদি পাই একটু ভালবাসা ।
অল্প সুখে হাসতে পারি,
যদি পাই একটু ভালবাসা ।
ভালবাসার কতই যে নাম,
যে নামেতেই ডাক --
ভালবেসে না ডাকলে সে
সাড়া দেবে না'কো ।
লজ্জাবতীর মতোই সে যে
বড়ই অভিমানী ।
ব্যাথায় ব্যাথায় নীল হয়েছে
কোমল হৃদয়খানি ।
সেই হৃদয়বীণায়
সুর জাগাবো,
যদি পাই একটু
ভালোবাসা ।