নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগা কিছু গান (১)

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২০





ছোটবেলা থেকে এই গানটি আমার সমান প্রিয়।

এমন যামিনী মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিতো।

রামকুমার চট্টোপাধ্যাএর গাওয়া এই গানটি আশা ভোসলের কন্ঠেও শুনেছি। খুব সুন্দর কথা ও সুর।

এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্তো আছে।

বড় সাধ জাগে একবার তোমায় দেখি।

একটা গান লিখ আমার জন্য।

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ।

আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা নাইবা তুমি এলে।

নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপিচুপি বাঁশী বাঁজে বাতাসে বাতাসে।

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার।

তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে।



আমার ছেলেবেলায় ঘরে ঘরে এই গানটি খুব জনপ্রিয় ছিলো। সবাই দেখতাম এই গান শুনে বিষন্ন হয়ে পড়তো। আমারও গানটি শুনলে মন খারাপ হয়ে যেতো। কিন্তু এখন আর তা হয়না।

এই বিষাদ বেদনাময় গানটির সাথে আমার জীবনের একটি খুব মজার স্মৃতি জড়িয়ে আছে। সেটা উল্লেখ করার লোভ সামলাতে পারলাম না। তখন বোধহয় ক্লাস এইট বা নাইনে পড়ি। আমাদের ইংরেজি ২য় পত্রের ক্লাস নিতেন স্কুলের সব চাইতে প্রবীন শিক্ষক সামসুল ইসলাম স্যার। ছোট খাটো গড়নের হালকা-পাতলা স্যারকে আমরা কেনো, স্কুলের হেডমিস্ট্রেস আপাও সমীহ করে চলতেন। ভিষন রাগী আর ঠোটকাঁটা বলে অন্য আপারা স্যারকে দুচোখে দেখতে পারতেন না।

ক্লাস এইট/নাইনে পড়ি, কিন্তু স্যার ক্লাসে এসেই একজনকে পাঠাতেন মাঠ থেকে গাছ তুলে আনতে যা দিয়ে উনি আমাদের পিঠে দু'ঘা বসাতে পারেন। একদিন ক্লাসে এসেই স্যার এসে না এ্যয়াপ্লিকেসন লিখতে দিয়েছেন। এদিকে বেশীর ভাগই আমরা সেদিন পড়া শিখিনি। তাই খাতার উপর ঝুকে আঁকিবুকি কেটে সময় পার করছিলাম। স্যার আমাদের বেঞ্চের সামনেই পায়চারী করছিলেন। হঠাৎ করে উনি মিনুর খাতা টেনে নিলেন। মিনুর সাদা মুখ আরও সাদা হয়ে গেলো।:| আর স্যারের ফর্সা মুখ উনার পানের রসে রাঙ্গানো ঠোটের মত টকটকে লাল হয়ে উঠলো। আর আমরা সবাই ভ্যাবলার মত তাকিয়ে থাকলাম। :-* চোখের সামনে খাতাটা তুলে স্যার জোরে জোরে পড়লেন, "প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়"। বলেই ঠাস করে খাতাটা মিনুর সামনে রেখে বললেন, "হুমম, ভালো, খুব ভালো।" :-*

বলেই ক্লাস থেকে হনহন করে বেরিয়ে গেলেন। মিনুর ফ্যাকাসে মুখে আষাঢ়ের মেঘ, চোখে শ্রাবণ ধারা। আর আমাদের পেটে তখন হাঁসির ফোয়ারা বুড়বুড়ি কাটছে। সারা ক্লাস জুড়ে হিহি হাহা শুরু হলো। বেচারী মিনু! :| সময় কাটানোর জন্য এই গানটিই তার মনে এলো? আর বেরসিক স্যার বোধহয় এই গানটি কোনদিন শোনেন নি। এখনও যখন এই গানটি শুনি। আমার ঐ দৃশ্য মনে পড়ে যায়। গানটি আমায় বেদনা-বিদুর না করে দম-ফাটানো হাঁসি এনে দেয়। :P

মন্তব্য ৯৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়।

এখানে প্রথম কথাটা মেনে নিতে পারলাম না! হতে পারে,

প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়!

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৬

সুরঞ্জনা বলেছেন: আমি আপনি মানি আর নাই মানি। গীতিকার তো তাই লিখেছিলেন। আর সেটা লিখেই আমার বন্ধু ফেসে গিয়েছিলো। :P

২| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: বলতে ছেয়েছি, সকল প্রেমই কাঁদায়। ১ম, ২য়, ৩য় থেকে সব সিরিয়ালই!

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৫

সুরঞ্জনা বলেছেন: কি জানি! :| আমি তো মনে করি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। :P

৩| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫১

চানাচুর বলেছেন: আপু দুলাভাইয়ের প্রিয় গান কোনটা? :P

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩১

সুরঞ্জনা বলেছেন: দুলাভাইকে প্রায়ই এই গানটি বেসুরা গলায় গাইতে শুনি। আর নাহলে উর্দু গজল। সেগুলো নিয়ে পরে পোস্ট দিবো।

৪| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫

টুনা বলেছেন: শো কেসে রাখলাম । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
ভাল থাকবেন ।

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৩

সুরঞ্জনা বলেছেন: ভালো লাগায় খুশী হলাম টুনা। অনেক অনেক ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৬

রেজোওয়ানা বলেছেন:
এই গান গুলো কোনদিনই পুরানো হবে না.......

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৩

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছ রেজুমনি। এ হলো চিরদিনের ভালো লাগা গান।

৬| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

ফাইরুজ বলেছেন: গানগুলো খুউব শ্রুতি মধুর।আপু চানাচুর আপুর মত আমারো জানতে ইচ্ছা করছে দুলাভাই এর প্রিয় গান কোনটা।

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৫

সুরঞ্জনা বলেছেন: এ গানগুলোর কথা ও সুর এতো সুন্দর যে কারনে আজো মানুষ মনে রেখেছে।

দুলাভাইএর পছন্দের গানটি দিয়েছি। শুনো। :)

৭| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৪

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর সব গান:)

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৬

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা।

৮| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৪

মেহবুবা বলেছেন: গান শোনা ভাল না ।
তবে যে ঘটনা লিখেছো এমন ঘটনা ঘটা ভাল ।
তোমার বন্ধু যে এমন গানের কলি লিখেছে সেই সময় তোমার খাতায় কোন্ কলি ফুটেছিল ?

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৪

সুরঞ্জনা বলেছেন: =p~ ভাগ্যি ভালো আমি শুধু দু লাইন দরখাস্ত লেখে বসে ছিলাম। ;)
নাহলে আমার অবস্তাও মিনুর চাইতে মোটেই ভালো হতোনা। :P

হুমম, গান শোনা চ্রম খ্রাফ। :P

৯| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৭

নীরব 009 বলেছেন:
স্যারকি ফিরে আসেননি? মিনুর কি হয়েছিল শেষে?


অবশ্যই সুন্দর পোস্ট।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৯

সুরঞ্জনা বলেছেন: সেদিন তো ফিরে আসেনই নি। হেড মিস্ট্রেসের কাছে পুরো ক্লাসের নামেই শুধু নয়, আপাদের নামেও বিচার দিয়েছিলেন। আপারে সময় মত ক্লাসে আসেননা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে শাড়ী গয়নার গল্পে মেতে যান, আর ঘন্টা পড়লে আবার কমন রুমে ফিরে যান। ( যা কিনা মোটেই মিথ্যে নয়) :P

মিনু তো এর পরে ২/৩দিন স্কুলেই আসেনি। :D

১০| ২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৭

লেডি বার্ড বলেছেন: সব গুলা গানই সুন্দর। সব সময়কার ভালো লাগা গান।


আমাদেরও এক স্যার ছিলেন, স্কুলে লেখা দিলে এত কষ্ট করে লিখতাম আর স্যার দেখতেন অন্য দিকে তাকায়া। উপরে একটা নীচে একটা টিক দিয়াই শেষ। মেজাজ যাইত খারাপ হইয়া। এত কষ্ট কইরা পড়া শিখা লিখতাম , আর স্যার কিনা! তাই চিন্তা করলাম স্যার যা লিখতে দিবো তা না লিখা একদিন অন্য কিছু লিখা দিমু সবাই। কিন্তু ঐ ভাবন পর্যন্তই কারণ ধরা পড়লে পিঠের চামড়া চাতু বানাইয়া পালাইত। স্যার ছিলেন এমনিতে মহা রাগী ।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২২

সুরঞ্জনা বলেছেন: আমাদের ঐ স্যার কিন্তু মোটেই তা করতেন না। ঘন্টা পড়ে গেলে মাথা গুনে খাতা কমন রুমে পাঠাতে বলতেন। :( আমরা অবশ্য মাঝপথ থেকেই খাতা ছিনতাই করে নিতাম। :P

১১| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ওয়াও অনেক সুন্দর সুন্দর সব গান। পুরনো দিনের গানগুলো আসলেই সুন্দর। গানগুলো সেসময়কার হলে কখনো পুরানো হবেনা।

২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩

সুরঞ্জনা বলেছেন: তখনকার দিনের গানের বানী ও সুর অত্যন্ত মনকাড়া ছিলো। এ কারনেও মানুষ আজো ভুলে যায়নি।

১২| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৯

নীরব 009 বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯

সুরঞ্জনা বলেছেন: =p~ :P

১৩| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৪

কি নাম দিব বলেছেন: হা হা মজা পাইলাম আপুনি :)

আমার বাড়িতে আইসেন আপু, দাওয়াত রইলো। :)

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০

সুরঞ্জনা বলেছেন: তোমার বাড়ী ঘুরে এসেছি কিনাদি। :)

১৪| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
পুরানো দিনের গান , কিন্তু কখনো পুরানো হবে না :)
সব ডাউনলোড করবো আমি ।




ও দিদি কেমন আছো তুমি ? নতুন বছরে আমাকে খিছু দিলানা :(

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩২

সুরঞ্জনা বলেছেন: এসব হলো চিরদিনের চির সবুজ গান।


অবশ্যই দিবো। তুলে রেখেছি। কানমলা আর কিল। X( X( X(

১৫| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৮

কাউসার রুশো বলেছেন: দারুন সব গানের লিংক দিলেন আপু :)

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৬

সুরঞ্জনা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ কাউসার রুশো।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৭

ভিয়েনাস বলেছেন: এগুলো তো শুধু নামেই পুরনো দিনের গান কিন্তু চিরসবুজ গান । কোন দিন পুরনো হবার নয় আপু। ছোট বেলায় দেখতাম বাড়িতে গান গুলো বাজতো ।

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৭

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছ ভিয়েনাস। এগুলো চিরদিনের চির সবুজ গান।

এখনও শুনতে কত ভালো লাগে।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: এই প্রথম নামগন্ধ শুনলাম। :|

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৯

সুরঞ্জনা বলেছেন: বোঝা যাচ্ছে শূণ্য শুধু বই নিয়েই থেকেছ। গান নয়। X( গান গুলো শুনে দেখো। :)

১৮| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: আপনি খুব কোমল একটি জায়গায় হাত দিয়ে ফেলেছেন ।
আধুনিক প্রজন্মের তো এ গানগুলো ভালো লাগার কথা নয় !
বোঝা গেল, আপনার মধ্যে এখোনও একটি সুনীল আকাশ তার ছায়া ফেলে বসে আছে ।
আপনি যেন - ফুল ফুটিয়ে গেলেন শত শত । বসন্তের বাতাসটুকুর মতো আমার প্রানের'পর দিয়ে যেন চলে গেলেন আপনি । ছুঁয়ে গেলেন .......

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪২

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ আহমেদ জ়ী এস। এমন বানী, সুর সমৃদ্ধ গান এ প্রজন্মও পছন্দ করবে।

পুরোনো সে দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রানের সখা সে কী ভোলা যায়?

পুরনো দিনের মানুষ, কি করে ভুলি বলুন?

১৯| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: আমরা একবার কোরবানী ঈদের আগে রাতের বেলা বাড়ি যাচ্ছিলাম। আকাশে বিশাল একটা চাঁদ, আর পুরো রাস্তাতেই এই গানগুলো বাজছিল। কি যে অসাধারণ! এই গানগুলো আমারও অনেক পছন্দ। এমন কিছু গান যা কখনোই পুরনো হয় না।

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১১

সুরঞ্জনা বলেছেন: সে দিনগুলো ভোলা যায়না গো কইন্যা।

ভুলতে পারলেই মনে হয় ভালো হতো।

২০| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮

আরুশা বলেছেন: ভালো গান কখনো পুরোনো হয়না।
দেরী হয়ে গেল তারপরও নববর্ষের শুভেচ্ছা রইলো আপু ।

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১২

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছ আরুশা।

তোমার জন্যও নতুন বছরের শুভেচ্ছা।

২১| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪২

গানচিল বলেছেন: চোখের সামনে খাতাটা তুলে স্যার জোরে জোরে পড়লেন, "প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়"। হাহহাহা........ মিনু তো দেখছি ইচড়ে পাকা মেয়ে ছিল। ক্লাস এইটে থাকতেই জগন্ময় মিত্রের গুরুগম্ভীর "তুমি আজ কতদুরে" গানের শ্রোতা?
দিদি, আপনার দেয়া লিংকটিতে গীতা দত্ত লেখা থাকলেও "নিশিরাত বাঁকা চাঁদ" গানটা অন্য কেউ গেয়েছে।
http://www.youtube.com/watch?v=
আর দুলাভাইকে বলবেন "সাগরের তীর থেকে" গানটা মূল শিল্পীর (শাহনাজ রহমত উল্লাহ) কন্ঠেই শোনা ভাল ।
http://www.youtube.com/watch?v=
সবগুলো গানই সুন্দর। তবে নাহিদ নিয়াজীর "আকাশের ঐ মিটিমিটি তারার সাথে " গানটা কেন জানি আমার কোনদিনই ভাল লাগলোনা।
যাইহোক সুন্দর পোস্ট।

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৮

সুরঞ্জনা বলেছেন: মোটেই ইঁচড়ে পাকা নয়। X( একালের ক্লাস এইটের মেয়েদের তুলনায় আমরা তো গাধাই ছিলাম বলতে গেলে। তখন তো ছোট থেকেই এসব ভালো ভালো গান শোনা যেতো। তাই আমরাও গুনগুন করতাম।

দুলাভাই মোটেই গান পাগল নন। তবে গজলের খুব ভক্ত। বিশেষ করে মেহেদি হাসানের।

"আকাশের ঐ মিটিমিটি তারা" গানটি আমাকে সেই অতিতেই নিয়ে যায়।
পরে আরো গান নিয়ে পোস্ট দিবো।

২২| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫০

গানচিল বলেছেন: http://www.youtube.com/watch?v=

২৩| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০০

গানচিল বলেছেন: সন্ধ্যা মুখার্জীর "ওগো মোর গীতিময়" "ঘুমঘুম চাঁদ ঝিকিমিকি তারা" গানসহ প্রথমদিকের গাওয়া আরও বেশ কয়েকটি গান সন্ধ্যা পরবর্তিতে আবারও রেকর্ড করেছেন।আমার কাছে ওগুলাই বরং আরও ভাল লাগে। পিনপিনে রেকর্ডিং এবং পরিণত কন্ঠ।

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩

সুরঞ্জনা বলেছেন: হ্যা, সেগুলোও শুনেছি। ভালো লেগেছে খুব।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৯

মরুর পাখি বলেছেন: আমি খুবই নষ্টালজিক একজন মানুষ। আপনার লেখাগুলি আরও অন্যরকম করে ভেতরটা তোলপাড় করে--- আপনি হয়তো একটা মজার কাহিনী বললেন আর আমি স্পষ্ট করে আপনাদের সেই ক্লাসে চলে গেছি, পরিবেশটা একে নিয়েছি-- মিনুর কষ্টটা বুঝেছি--- অন্যসবার মজাগুলোকেও অনুভব করেছি--- আর ভাবছি ঐ মানুষ গুলি আর আপনি এখন কত দুরে---- এদের ভেতর কেউ কে্উ হয়ত বেঁচে নেই।

কি অদ্ভুত জীবনটা----- আমি যখন H.S.C lavel এ তখন খুব শুনতাম এখন শুনিনা-- কারন সেই দিনগুলি মনে পড়ে যাবে এই ভয়ে।

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৮

সুরঞ্জনা বলেছেন: আমি নিজেও ভিষন রকম নষ্টালজিক।

আমি কোন, গান, গল্প, কবিতা পরলে তাতে ডুবে যেতে পারি। নিজের মনের মাঝে সব ছবি ফুটে উঠে, আমি দেখতে পারি।

আমি কিন্তু অতিতের সেই দিনগুলো নাড়াচাড়া করতে খুব ভালোবাসি। তবে কিছু কিছু বই বা সিনেমা আছে যা আমার ভিষন প্রিয় হলেও আমি দ্বিতীয়বার দেখতে চাইনা। যেমন, "পথের পাঁচালি, পুরনো হিন্দী ছবি মাসুম, ছুটির ঘন্টা, অশনি সংকেত, মেঘে ঢাকা তারা এমনই আরও অসংখ্য...

২৫| ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪

চানাচুর বলেছেন: দেখি আস্তে আস্তে নামিয়ে সব শুনবো :D

২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৩০

সুরঞ্জনা বলেছেন: শুনে দেখো আশা করি তোমার ভালো লাগবে চানাচুর।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:০২

শোশমিতা বলেছেন: পুরনো দিনের গানগুলো আসলেই অনেক সুন্দর।
সব গুলো শুনবো সময় করে তাই প্রিয়তে নিলাম।
কেমন আছেন আপু?

২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৯

সুরঞ্জনা বলেছেন: ভালো নেইগো আপু। :( মাইগ্রেন আর সায়নাসের ব্যাথায় আমি কাবু। :((

২৭| ২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫১

জুন বলেছেন: সুরন্জনা তোমার লিস্টের অনেকগুলো গানই আমার ভীষন প্রিয়।
এছাড়া সুবীর সেন, জটিলেশ্বর, পিন্টু ভট্টাচার্য, শ্যামল, দ্বিজেন, মানবেন্দ্র, মান্না দে ছাড়াও প্রচুর গান আমার স্বামী বাসায় থাকলে বাজতেই থাকে। কারণ সে নিজেও খুবই ভালো গান গাইতে জানে :#>

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৬

সুরঞ্জনা বলেছেন: বাহ!!! ভাইয়ার এই গুনের কথা জেনে খুব ভালো লাগছে। :)

আমার প্রিয় গান, গায়ক/গায়িকার সংখ্যা অসংখ্য। তার মাঝে থেকেই এক এক জনের গান নিয়ে আলাদা করে পোস্ট দিবো। এ জন্যই এ পোস্টে শেষ করিনি। :P

ধন্যবাদ জুন।

২৮| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৭

নস্টালজিক বলেছেন: ঘুম ঘুম চাঁদ গানটা দারুন লাগে।
পোস্টের জন্য ধন্যবাদ।

গান পোস্ট সবসময় ভালো লাগে।

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৮

সুরঞ্জনা বলেছেন: আপনার মত স্বনামধন্য গীতিকারের তো গানের পোস্ট ভালো লাগবেই। :)

ধন্যবাদ নস্টালজিক।

২৯| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: আপনার পোষ্টের গানগুলো একটা সময় খুববেশী শুনেছি। চমৎকার সব গান, লেখাটা পড়ে মজা পেলাম :)

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৯

সুরঞ্জনা বলেছেন: গানগুলো আসলেই খুব চমৎকার!

মিনুর কান্ডে মজা পেলে? :P

৩০| ২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫১

জিসান শা ইকরাম বলেছেন:
কেন , আমি কি করছি ? :(

২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৫

সুরঞ্জনা বলেছেন: দেশে এসেছো? এলে মনে করিয়ে দিবো। ;)

৩১| ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৫

anisa বলেছেন: সুরঞ্জনা গান সে যাই হোক আমার খুব খুব প্রিয়
আসা হয়ে উঠেনি তুমি আমার ফটোতে লিখেছ বিষন্নতা
কি করব বলো থাক আজ মাথা সোজা করতে পারছিনা
আমার সময় গুলো চলে গেছে গান এর দখলে
খুব ভালো লাগলো
ভালো থেক.........

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৩

সুরঞ্জনা বলেছেন: ভালো থেকো আনিসা। গান মানুষের মনকে অনেক আনন্দ দেয়। তাই গানের সাথেই থেকো।

শুভ কামনা।

৩২| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫৫

কথক পলাশ বলেছেন: আপু, দারুণ সব গান। আমারও প্রিয়।

অটঃ কালকে আপনি আমার যে পোস্টে কমেন্ট করেছিলেন, অসাবধানে সেই পোস্টটি মুছে গিয়েছিলো। আজকে আবার দেব।

২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৬

সুরঞ্জনা বলেছেন: এ জন্যই দিনে খুজে পাইনি।

কাল দেখবো পলাশ।

ভালো থেকো।

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৯

পটল বলেছেন:

ভালু লাগার গান!


অন্নেক শুনি। শুনতেই থাকি!


অ.ট- সিলেট গেচিলাম শনিবার রাতে। আজকে আসচি।

২৬ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৪

সুরঞ্জনা বলেছেন: হা হা হা হা। ফিরে আসার পর বলছ।
ভয় পেয়েছিলে নাকি? ধরেই ভেজে খেয়ে ফেলবো? :P

৩৪| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই গানগুলো আমারো খুব প্রিয়। রেডিওর অনুরোধের আসর নিয়ে আমার স্মৃতিচারনে কিছু ঘটনা উল্লেখ করার পরিকল্পনা আছে। এই গান গুলোর মধ্যে দুটি আমাদের দেশের গান। আকাশের ওই মিটিমিটি তারার সাথে গানটি গেয়েছেন নাহিদ নিয়াজী, সেকালের কার্টথ্রব গায়িকা। সুরকার ছিলেন মুসলেহ উদ্দিন। সুর করতে গিয়ে তিনি শিল্পীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পাকিস্তান চলে যান। আরেক সুরকার রবীন ঘোষও (নায়িকা শবনমের বর) পাকিস্তান চলে যান। এই দুইজন বাংলাদেশী সুরকার কয়েক যুগ পাকিস্তানের গানে বিশেষত চলচ্ছিত্রের গানে দাপটের সাথে রাজত্ব করেছেন। কয়েকদিন আগে শিল্পী আবদুল জাব্বার জানালেন মুসলেহ উদ্দিন নাকি আংলাদেশে চলে এসেছেন। রবিন ঘোষ অবশ্য লন্ডনে চলে গেছেন।

তোমারে লেগেছে এতা যে ভালো গানটি কে জি মোস্তফার লেখা।

পুরনো গান মনে করাবার জন্য ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৬

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল। জী, আমিও জেনেছি নাহিদ নিয়াজীর আর রবীন ঘোষের কথা।

পুরনো গানগুলোর কথা ও সুর এতোটাই হৃদয়গ্রাহী ছিলো যে আজো মানুষ তা মনে রেখেছে। সে তুলনায় এখনকার গানগুলোর কথা চিন্তা করুন, কিছুদিন কিছু মানুষকে মাতিয়ে তা হারিয়ে যায়।

তবে এখনও যে ভালো কথা বা সুর হয়না তা নয়। তবে তা খুবই কম।

৩৫| ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৭

আরিয়ানা বলেছেন: আসলেই সুন্দর গান গুলো দিদি। কেমন আছ তুমি?

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৭

সুরঞ্জনা বলেছেন: ভালো আছি গো রাজকন্যা!!! :)

৩৬| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮

জেরী বলেছেন: Old is gold :)

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৮

সুরঞ্জনা বলেছেন: খাডি কতা জেরীবু। :) আফনের মুখ আন্ধাইর ক্যানে? B:-)

৩৭| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮

রেজোওয়ানা বলেছেন: ডিং ডং, টিং টং :)

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৯

সুরঞ্জনা বলেছেন: :) :) :)

৩৮| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: আপু, এই গানগুলো চিরদিনের ভাল লাগা গান-যা কোনো দিন পুরনো হবেনা।

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২০

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছেন সুচিন্তিত মতবাদ। এসব গান কখনও পুরনো হবেনা।

৩৯| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৭

আধাঁরি অপ্সরা বলেছেন: "প্রথম প্রেমের এই রীতি হায়, নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়"। বলেই ঠাস করে খাতাটা মিনুর সামনে রেখে বললেন, "হুমম, ভালো, খুব ভালো।


মজা লাগল আপু।
গান গুলোর জন্য ধন্যবাদ!:)

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮

সুরঞ্জনা বলেছেন: ভালো লাগার জন্য তোমাকেও ধন্যবাদ আধাঁরি অপ্সরা।

হায়রে মিনু!!!! :P

৪০| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৯

মেহেরুবা বলেছেন: হুমম! মিষ্টি! গান, স্মৃতি, পোষ্ট ! সব!

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০

সুরঞ্জনা বলেছেন: তোমাদের মতো মিষ্টি আপুদের মতোই। :)

৪১| ২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৮

চেম্বার জজ বলেছেন: গানগুলো খুবই জন প্রিয়। আপু, আমার খুব প্রিয় একটা গান-"নিশীথে যাইও ফুল বনে রে ভোমরা, নিশীথে যাইও ফুল বনে"-এই গানের লিংক জানা থাকলে দয়া করে দিবেন(শিল্পীর নাম ওস্তাদ মমতাজ আলী খান)।

ব্লগ ক্যাসাল সপ্তাহে আমি সামুতে লগ ইন হতে নাপেরে ভেবেছিলাম মডারেটর "সন্তুস্ট হইয়া আমাকে ফাঁসী দিয়াছেন"।আল্লাহ পাকের অসীম রহমতে বেঁচে আছি, তবে 'নজরদারী'তে আছি-আমার জন্য দোয়া করবেন।

২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫৩

সুরঞ্জনা বলেছেন: "নিশীথে যাইও ফুল বনে রে ভোমরা" এটা তো প্রথমে গেয়েছিলেন "শচীন দেব বর্মণ"।
ওস্তাদ মমতাজ আলীর কন্ঠে আমি শুনিনি। তবে খোঁজ করে আপনার ব্লগে দিবো।

ব্লগের অবস্থা খুবই হতাশাজনক।

৪২| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২১

রঙ পেন্সিল বলেছেন: তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে!! ..............অনেক দিন পরে দেখা হলো.........কেমন আছেন? এদিকে দেখি ব্লগের ভীষণ অসুখ হইছে!! ভীষণ!!

৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫

সুরঞ্জনা বলেছেন: ব্লগের ভিষন অসুখে ব্লগবাসী ভালো থাকে কি করে? :(

৪৩| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৮

হানিফ রাশেদীন বলেছেন: আরে আপা!

সে যদি গো কাছে গো আসিত... কী গান! সম্ভবত এই গানটি আমার কাছে নেই। এই গানটির জন্যই কেবল এ-পোষ্টটি প্রিয়তে


অনেক অনেক ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

সুরঞ্জনা বলেছেন: হা হা হা রাশেদীন ভাইয়া, আমি জানতাম রাম কুমারের এই গানটি তোমার পছন্দ না হয়ে পারেনা। এটা আমারও ভিষন প্রিয়। আশা ভোশলের কন্ঠেও শুনেছি। কিন্তু রাম কুমারের কন্ঠেই বেশী ভালো লেগেছে।

পরে গজল, টুমরী, টপ্পা, ভজন নিয়েও পোস্ট দেয়ার ইচ্ছে আছে। :)

৪৪| ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯

বড় বিলাই বলেছেন: বেশির ভাগ গানই তো আমার প্রিয়। বাকীগুলোও শুনে ফেলি, নিশ্চয়ই প্রিয় হয়ে যাবে আমারও।

৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১১

সুরঞ্জনা বলেছেন: আমি জানি বাকি গানগুলোও তোমার ভালো লাগবে। :)

৪৫| ০২ রা মে, ২০১১ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: আপু পুরোনো দিনের গান আমারও অনেক ভালো লাগে।

তবে তুমি মান্না দে শুনোনা বুঝি?

০৩ রা মে, ২০১১ রাত ৯:২৭

সুরঞ্জনা বলেছেন: বলে কি মেয়ে? শুনিনা মানে? B:-) মান্না দে আমার ভিষন প্রিয়।

এক এক করে সবার গানের আলাদা তালিকা দিবো তাই এখানে দেইনি। :)

০৩ রা মে, ২০১১ রাত ৯:২৯

সুরঞ্জনা বলেছেন: বলে কি মেয়ে? শুনিনা মানে? B:-) মান্না দে আমার ভিষন প্রিয়।

এক এক করে সবার গানের আলাদা তালিকা দিবো তাই এখানে দেইনি। :)

৪৬| ০৩ রা মে, ২০১১ রাত ১:২৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: আলাভু ফাতেমা তুজ জোহরা :) :) :) :)

০৩ রা মে, ২০১১ রাত ৯:৫২

সুরঞ্জনা বলেছেন: আলাভু টু থ্রি ফোর ফাইভ......... :) :) :) :P

৪৭| ১৪ ই মে, ২০১১ রাত ১০:৫২

মহলদার বলেছেন: রাম কুমারের এই গানটি তো আগে শোনা হয়নি। অদ্ভুত রকমের ভাল লাগল। কিন্তু দুঃখ, গানটি পুরোটা নেই মনে হল। পুরো গানটা সংগ্রহে থাকলে লিংক দেওয়ার অনুরোধ রইল আপু। আকাশের ঐ মিটিমিটি তারার সাথে' টা খুঁজছিলাম মনে মনে :)। এখানে পেয়ে ভাল লাগল।

১৫ ই মে, ২০১১ রাত ১০:৫৭

সুরঞ্জনা বলেছেন: রাম কুমারের এই গানটি আমি প্রথম শুনি "কড়ি দিয়ে কিনলাম ছবিতে"। পরে ইউটিউবে এই গানই আশা ভোশলের কন্ঠে পেয়ে ডাউনলোড করেছিলাম। পরে আমার পিসি সমস্যার কারনে অসংখ্য গান হারিয়ে ফেলি, তাতে ঐটিও ছিলো। পরে ইউটিউবে আশা ভোশলের কন্ঠের গানটি আর পাচ্ছিনা। তবে কথাগুলো সব আমার মুখস্ত। :P

অন্য কোথাও খুজে পেলে দিবো মহলদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.