নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

সিলেটের ব্লগারদের ভালোবাসায় সিক্ত হলেন জানা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

গতকাল দুপুরে ব্লগার মামুনের বাসায় আমাদের হাউকাউ পার্টি ছিলো। অপারেশন ক'দিন পিছিয়ে যাওয়ার কারনে নাতনিকে নিয়ে সে পার্টিতে যোগ দিয়ে, বিকেলে শহীদ মিনার ঘুরে বাসায় এসেছি। রাত ৮টায় জানা ও আমিনুর সিলেটের মাটিতে পা রাখে। তাকে স্বাগত জানায় ব্লগার মামুন। হোটেলে যাওয়ার আগেই পিঠে ধরাচুড়া নিয়েই জানা জনতার প্রানের দাবীতে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গনে যায়। সেখানে অবস্থানরত ব্লগাররা তাকে হ্বার্দিক অভিনন্দন জানিয়ে স্বাগতম জানায়। সিলেটের মানুষ এমনিতেই খুব অতিথীপরায়ন। তাই ব্লগাররা তাদের প্রিয় জানা আপুকে কাছে পেয়ে আনন্দে বিহ্ববল হয়ে পড়ে। আর জানাও অভিভুত হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সিলেটের ব্লগারদের কর্ম-কান্ড দেখে!



সকালে আমি এক কাজে বাইরে গিয়েছি, এমন সময় ব্লগার মেঘ রোদ্দুরের ফোন পেলাম। " আপা এক্ষুনি শাষ্টে চলে আসুন। আমরা সবাই আছি। জানার কথা শুনে খুশীতে অসুস্থতা, শাষ্টের সিড়ির উচ্চতা ভুলে ছুটলাম। হাফাতে হাফাতে আধমরা হয়ে যখন উপরে উঠলাম, আমিনুরের আকর্ণ হাসি, আর জানার উষ্ণ আলিঙ্গনে সব কষ্ট দূর হয়ে গেলো। সারাটা দিন কাটলো আমাদের গল্পে, বিভিন্ন বিষয়ে আলোচনা, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। সাথে পানশীর মজাদার খাবার দাবারও ছিলো। বিকেলে ডাঃ মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সঙ্গে প্রায় ঘন্টা-ব্যাপী আলোচনা হলো। যখন শাপ্রবি থেকে বের হলাম তখন রিতিমত রাত। জানাকে সিলেটের ব্লগাররা যে আন্তরিক ভালোবাসা দিয়েছে আশা করছি আগামীতে খুব শিঘ্রীই সে আরিল ও কিন্নরীকে নিয়ে আমাদের দেয়া আমন্ত্রন, বিশেষ করে মামুন ও আমার যৌথ প্রযোজনায় চুঙ্গা পিঠা খেতে অবশ্যই আসবে।

বাকিটুকু ছবিতেই দেখুন।

ব্লগারদের সঙ্গে।









আহা! মজার আলু ভর্তা পেয়ে জানা মুগ্ধ! ;)



কি মজার ঝোলরে! কিসের ঝোল জানিনা! :P



খাবার সামনে নিয়ে হাআআআ করে জানা আপুর কথা শুনছে! এরা কি বোকা! ;)





জাফর স্যারের সামনে আবার জানা হ্যামিলনের বংশীবাদক!



আর মুগ্ধ শ্রোতা জাফর স্যার!

স্যারের সঙ্গে জানা!

স্যারের সঙ্গে আমরা সব ব্লগারেরা! সঙ্গে ভবিষ্যতের ব্লগার বিভোর তরংগ ও আছে!

মন্তব্য ৭১ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ মজা করছেন মনে হচ্ছে :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সুরঞ্জনা বলেছেন: জী মাসুম। খুব ভালো সময় কেটেছে আমাদের। জানা যে এতো চমৎকার একজন মানুষ তা জানাশোনা না হলে অজানাই থেকে যেতো!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন: ভাল লাগল

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ লিনকিন পার্ক!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: ভাল লাগলো পোষ্ট আপু!

গতকাল থেকেই একটা গ্রুপ এই নিয়ে বেশ জল ঘোলা করছিল, আশাকরি তোমার পোস্ট দেখে তাদের ভ্রান্ত ধারনা ঘুচবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

সুরঞ্জনা বলেছেন: রেজুমনি যারা ঘোলা জলে মাছ শিকারে মজা পায় তারা তো জল ঘোলা করবেই।

আসলে জানা নিজেই বলবে আমাদের কাছ থেকে সে কেমন আচরন পেয়েছে!

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

শায়মা বলেছেন: আরে আপুনি!!!!!!!!!!!!!!!!


অনেক ভালো লাগলো তোমাকে দেখে, জানা আপুনিকে দেখে আর সবাইকে দেখেই!:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

সুরঞ্জনা বলেছেন: শামাবুলবুল! আরো অনেক ছবি আছে। লোড না হবার ভয়ে দিচ্ছিনা!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: আমিনুর হবে :)

পোষ্টে ++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

সুরঞ্জনা বলেছেন: :P

এক্ষুনি ঠিক করে দিচ্ছি!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়াউ। প্রিয়তে।

কেমন আছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

সুরঞ্জনা বলেছেন: খুব অসুস্থ্য আপু! দোয়া কোরো!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: khub valo laglo :) bisesh kore khaoadaoar pic ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

সুরঞ্জনা বলেছেন: খাবারগুলো আসলেই দারুন ছিলো! বিশেষ করে টাকি মাছের ভর্তা! যেটা জানা না খাওয়ায় আমি ও একটু স্বপ্ন ভাইয়া ভাগ করে খেয়েছিলাম। আহা! চেয়ারম্যান সাহেবকে যদি খাওয়াতে পারতাম!

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

বাংলার গাদ্দাফি বলেছেন: আরেকটা ফাংশন মিস ! পারিবারিক কামকর্ম আমারে শেষ করে ফেলল ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

সুরঞ্জনা বলেছেন: না, ভাইয়া! এমন করে বলেনা! পারিবারিক কাজকর্মই হলো আগে। তারপর সময় সুযোগ বুঝে অন্য কাজ! তাই কোনো মন খারাপ নয়!!!

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

দলছুট শুভ বলেছেন: আমার কোন ছবি নাই ???

সকাল থেকেই অসম্ভব মন খারাপ নিয়ে গিয়েছিলাম। জানা আপাকে নিয়ে জল ঘোলা, হলুদ বাংলানিউজ সহ অনেক ঝামেলায় সকালটা পার করেছিলাম। কিন্তু বিকেলের পর থেকেই নিজেকে হালকা মনে হতে শুরু হয়েছে।

অসাধারন কিছু মুহূর্ত কেটেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

সুরঞ্জনা বলেছেন: আমার অবস্থা জানোই তো ভাই! খুবই কাহিল ছিলাম। পোস্ট যাতে ওপেন হতে সময় না লাগে তাই ছবির সাইজ, সংখ্যা কমিয়েছি। ফেসবুকে সব ছবি পাবে।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

স্বপনবাজ বলেছেন: পোষ্টে ++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

সুরঞ্জনা বলেছেন: স্বপনবাজ অনেক ধন্যবাদ!

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: সুরঞ্জনা আপুর বাসায় সুযোগ বুইঝা দাওয়াত লইতে হইবেক ;)
তবে আজকে জানা আপু,আমিনুর ভাই আর সিলোটি ব্লগারদের সাথে ভালো সময় কেটেছে :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

সুরঞ্জনা বলেছেন: খেতে তেমন না পারলেও খাওয়াতে সুরঞ্জনা ভয় পায়না। ইনশাল্লাহ! সুস্থ্য হয়ে সবাইকে ডাকবো।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

চ।ন্দু বলেছেন: জানার নাম শুনেছি, দেখা হয়নি কখনও, যাহোক তাকে এই আন্দোলনে একাত্ম দেখে ভাল লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

সুরঞ্জনা বলেছেন: জানা তো এই আন্দোলনের শুরু থেকেই আছেন। শুধু এখন নয়, সব সময়ই দেশের শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান তার।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার দুইখানা ছবি দিয়েছেন বলে আড়ালে একটা এক্সট্রা প্লাস দিয়ে গেলাম ।

আর সামনা সামনি একটা তো থাকছেই :D :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

সুরঞ্জনা বলেছেন: মন্ত্রী মশাই ছবি অনেক পাবেন ফেবুতে আপলোড করলে।

প্লাসের জইন্য ধইন্যাপাতা!

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

নাজির বলেছেন: সুরঞ্জনা আপু কেমন আছেন।

সিলেটের অভিজ্ঞতা নিয়ে জানা আপার কাছ থেকে পোস্ট পাব আশা করি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

সুরঞ্জনা বলেছেন: গত ২টি বছর আমি নিজের স্বাস্থ্য নিয়ে খুবই বিব্রত! দোয়া করো। জানা আজ ভোরে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে। পৌছে, সময় করে এই পোস্টেই কমেন্ট করবে আশা করি। কাল অনেক রাত পর্যন্ত ওরা সবাই প্রজন্ম চত্বরে ছিলো।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

শের শায়রী বলেছেন: সবার লেখা থেকে বুজতে পারছি জানা আপু খুব ভাল মানুষ। আপনার সাবলীল লেখাও সেই কথা বলে যায়। হয়ত কোনদিন দেখা হয়ে যাবে। ভাল থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

সুরঞ্জনা বলেছেন: জানার সঙ্গে আমার এই ব্লগের বাইরে কোনো যোগাযোগ ছিলোনা। বরঞ্চ কিছু মানুষের কাছে শুনেছিলাম জানা নাকি আমায় পছন্দ করেনা। সেই জানা সিলেটে এসেই সুরঞ্জনা আপুকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। যা আমাকে ভিষন ভাবে আবেক্রান্ত করেছে। মানুষের সম্পর্কে না জেনে আমরা কত কিছুই বলি, বা ধারনা করি। যা ঠিক নয়।

আপনিও ভালো থাকবেন শের শায়রী।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমি অভিভূত, আমি বিষ্ময়ে বিষ্মিত!!! জানা আপাকে সামনাসামনি দেখে!!! তারচেয়েও বেশি বিষ্মিত হয়েছি উনার কথাগুলো শুনে। একজন লোক এত চমত্‍কার, এত অমায়িক হয় কি করে? আমার লাইফের স্মরণীয় দিন বললে আজকের দিনটিকে স্মৃতির ফ্রেমে বাঁধাই এখনই করে রাখতে পারি।

ব্লগ ডে পালন করতে গিয়ে আপুর সাথে আমার প্রথম ফোনে কথা হয়। অনেস্টলি স্পিকিং আপুকে তখন আমার কাছে খটমট একটা ফেইস মনে হয়েছিল। ধরে নিয়েছিলাম উনি সাংঘাতিক ফরমাল হবেন।

ধুর ছাই কিসের কি? প্রজম্ম পয়েন্ট থেকে উনাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়েছি। মনে হয়েছে গ্রামের বাড়ি থেকে যেন আমার বড় আপু এসেছেন। যেন আমার সাথে কতদিনের পরিচয়। শুধু আমি না প্রত্যেকটি ব্লগারকে উনি যেভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন ভাবলেই অবাক হয়ে যাই। মনে হচ্ছে এখনো আমি ঘোরের মধ্যেই আছি। একজন মানুষ এত ভাল হয় কি করে? আমি বাজি ধরে বলতে পারবো জানাপার মত সামান্য কিছু মানুষ হলে আমার এ দুঃখী দেশটি হাসি আনন্দে ভরে যেতে বেশি দিন লাগবে না। অনেক অনেক প্রীতি আর ভালোবাসা জানাপুর জন্যে। উনার আগামীদিনগুলো আরো অনেক সুখময় হোক।


জানাপার প্রশংসা করতে গিয়ে আমিনুর ভাইয়ের মত বন্ধুসুলভ বড় ভাইটির কথা ভুলে গেলে একদম অন্যায় হয়ে যাবে। এককথায় চমত্‍কার একটি মানুষ। কন্টেট বড় হয়ে যাচ্ছে তাই আমিনুর ভাইকে নিয়ে এখন বেশি কিছু বললাম না। পরে উনাকে নিয়েই একটা পোস্ট দিব।

পরিশেষে অনেক ধন্যবাদ সুরন্জনা আপু চমত্‍কার একটি পোস্টের জন্য।
আমাদের ব্লগ পরিবারটি আরো বিস্তৃত হোক হাসি, আনন্দ আর ভালোবাসায়, সেই কামনায়......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

সুরঞ্জনা বলেছেন: খুব সুন্দর লিখেছো জনৈক গণ্ডমূর্খ! একটি পোস্ট লিখে ফেলো তো বাছা!

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

মুক্ত মানব বলেছেন: শুভেচ্ছা, সিলেটের ব্লগারদেরকে এমন সুন্দর আয়োজনের জন্য। জানা-ম্যাডামকে ধন্যবাদ এমন সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সবাইকে মত প্রকাশের সুযোগ ক'রে দেবার জন্য। জয়তু ব্লগিং!! লাই-শাক ভর্তা, সাতকড়া, আর নাগা মরিচের আচার কিন্তু আমারও ভালো লাগে, উত্তরবংগে জন্মেও!! আর ভালো লাগে সৈয়দ মুজতবা আলী'র লেখা গুলো..স-ব পড়েছি যে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক দিন পরে মুক্ত মানবকে আমার ব্লগে দেখে অনেক অনেক খুশী হয়েছি। আমাকে ব্লগ চিনিয়েছিলেন যে মুক্ত মানুষ তাকে কি ভুলতে পারি।

অনেক অনেক ভালো থাকবেন মুক্ত মানব!

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

আরজু পনি বলেছেন:

দারুণ!

ছবি, ক্যাপশন আর সব মিলিয়ে ভালো লাগা রইল।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি।

সিলেটে বেড়িয়ে যাওয়ার আমন্ত্রন রইলো।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

মিত্রাক্ষর বলেছেন: আন্তরিকতায় সিলেটীরা বরাবরই এগিয়ে, আর সিলেটী ব্লগারদের দেখে অনেক ভালো লাগলো। আশা করি এক সময় আমিও আপনাদের সাথে যোগ দিতে পারব।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

সুরঞ্জনা বলেছেন: সিলেটি আর চট্টগ্রামের মানুষের আন্তরিকতা কিংবদন্তীতুল্য!

আমিও আশা করি আগামীতে আপনাকে আমাদের মাঝে পাবো।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: যে কোন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এই পোষ্টটাই যথেষ্ট ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

সুরঞ্জনা বলেছেন: যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সিলেটের ব্লগাররা সব সময়ই সোচ্চার!

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

মোঃমোজাম হক বলেছেন: খুবই ভাল লাগলো,বিশেষ করে গুজবকারীদের মুখে চপোটাঘাত :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছেন ভাই মোজাম হক!

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

ম.র.নি বলেছেন: কে জানি সেলেব্রেটি অয়া গেলো ;) অটোগ্রাফ প্লিজ ;) ;) :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

সুরঞ্জনা বলেছেন: অটোগ্রাফ দেওনের টাইম নাই! :P

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

একজনা বলেছেন: চমত্‍কার!! এমন একটি পোষ্টের ভীষণ প্রয়োজন ছিল। ! B-)) B-)) :#P !:#P !:#P
পোষ্টে সুপার +++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

সুরঞ্জনা বলেছেন: নেক অনেক ধন্যবাদ একজনা।

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

একজনা বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: যে কোন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এই পোষ্টটাই যথেষ্ট ।

কঠিনভাবে সহমত!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

সুরঞ্জনা বলেছেন: :)

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপু লজ্জাইলেন। বিশাল পোস্ট রেডি করছি। একটু পরেই দিতাছি।

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সাকিন উল আলম ইভান বলেছেন: অসাধারণ একটা দিন কেটেছে গতকাল,এটা ভুলার নয় । ব্লগের মডু জানা আপু আর বাস্তবের জানা আপুর মাঝে যে কত তফাৎ তা ভাবতেই অবাক লাগে।

আপু তুমি কিন্তু আরো অনেক কিছুই মিস করেছ, প্রাণবন্ত আড্ডা ঘুরাফেরা , আন্দোলনে থাকা, অনেক অনেক কিছু।

আশা করি আগামী বার জানা আপু তার পুরো অফিস সহ উঠিয়ে এনে সিলেটে একসপ্তাহ থাকবেন (উইথ দুলাভাই) B-) । সেই সাথে প্রথম দুইদিন আমার বাসায় থাকার দাওয়াত রইলো । ৭ দিনই রেখে দিতাম , কিন্তু তোমার , পিয়েল ,শুভ ,মামুন ভাই এর কথা ভেবে একটু ছাড় দিলাম আর কি । হুম্ম :D :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

সুরঞ্জনা বলেছেন: জানার কাছে শুনেছি তোমরা সবাই অনেক রাত পর্যন্ত আন্দোলনে থেকেছো, খাওয়া দাওয়া আড্ডা! কি করি বলো? আমার তো শরীরে কুলোয়না রে ভাই! আমি যতটুকু পেয়েছি সেটুকুই আমার জন্য অনেক অনেক বেশী। তোমরা আনন্দ করেছো জেনেই আমি খুশী।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

স্পাইসিস্পাই001 বলেছেন: সবাইকে একসাথে দেখে বেশ ভাল লাগল ......

পোষ্টে প্লাস++++....ধন্যবাদ আপনাকে

রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু - ছাগুর নাতি মুক্ত ব্লগ চাই

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আমিনুর রহমান বলেছেন: দারুন কিছু সময় কাটলো সিলেটে ব্লগারদের সাথে আবার খুব আর সিলেটের ব্লগারদের দেখে ঈর্ষান্বিত হলাম কেননা তাদের মাথার উপর আছেন মায়ের মত সুরঞ্জনা আপু।

আবার আসবো খুব শীঘ্রই।

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

জানা বলেছেন:


অসংখ্য ধন্যবাদ আপু। তোমাদের আন্তরিক ভালবাসায় আমি মুগ্ধ। সিলেটের দুটো দিন আমার দারুণ কেটেছে তোমাদের সাথে। তোমাদের সবার ভালবাসায় পূর্ণ প্রতিটা মুহূর্ত আমার মনে থাকবে। ফিরে আসবো বারবার। আর তোমার মত এমন অসাধারণ সাধারণ তারুণ্য ভরপুর বড়বোন বা মা ব্লগার যাদের পাশে আছে, সাথে আছে আমি তাদেরকে ঈর্ষা করি :)। আর তুমিসহ আমার ঈর্ষার এইসমস্ত যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালবাসায় আমার মন ভরে গেছে।

এই মুহূর্তের প্রধাণ এবং একমাত্র চাওয়া নিয়ে গণজাগরণে সিলেটের ব্লগার, এক্টিভিস্ট এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ এবং জড়িয়ে থাকা নিজের চোখে দেখে এলাম তা অসাধারণ। সেটা শাহাবাগ চত্বরেরই আরেকটি অংশ বটে।

এই অপূর্ব সংহতি, যুদ্ধ চালিয়ে যাও যোদ্ধারা। সত্য এবং ন্যায়ের জয় হবেই হবে। অপশক্তি নিশ্চিহ্ন করতে আমাদের এই যূথবদ্ধতা অব্যহত থাকুক।

জয় মানুষ
জয় বাংলা
জয় সত্য
জয় মানবিকতা
জয় তারুণ্য
জয় যূথবদ্ধতা।





৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

জানা বলেছেন:


আর এই অমূল্য যূথবদ্ধতা বিনষ্ট করতে কান্ডজ্ঞান হারানো কিছু 'মানুষ' এর কার্যকলাপ দেখে নাও তোমরা। একটি নিউজ পোর্টালের ক্রমাগত দায়িত্বহীনতার রূপ দেখো।

Click This Link



৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

অনীনদিতা বলেছেন: দারুন!!!
+++++++++

৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

পোষ্টে ++++++++++

৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: চরম ভাবে হিংসিত /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) ...



মক্কার লোকেরা হজ পায়না ... কথা সত্য :|

৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সায়েম মুন বলেছেন: সিলেটের মানুষ এমনিতেই খুব অতিথীপরায়ন।
--- মোটেও নয়। গত বছর আমি দুই মাস ছিলাম সিলেটে। প্রতিদিন একা একাই পানসিতে খেয়েছি। মাঝে মাঝে সাস্ট এ শহীদ মিনারে গিয়েছি। :(

৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

যাযাবর৮১ বলেছেন:






গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

একজন আরমান বলেছেন:
আমিনুর ভাই আমারে রাইখা চইলা গেলো ! /:) /:) /:)

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

বড় বিলাই বলেছেন: অনেক মজা করলেন। ব্লগে নিজেই আসতে পারি না। আপনাদের মিস করি খুব।

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: টাকি মাছের ভর্তা আমার বিশেষ প্রিয় :( মিস করে ফেল্লাম :(

৪১| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শাপ্রবি শহিদ মিনার অনেক সুন্দর... কিছু সুখময় স্মৃতি সেখানে আছে.. শুভ কামনা রইল.. হোস্টেল আর ঝুপরির খাবার মিস করি...

জানা আপু ব্লগ আর রাজনীতি এক না.. মিডিয়া এক আজব জিনিস.///

৪২| ২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫০

জুন বলেছেন: ৩১ নং প্লাস :D :)

৪৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

~মাইনাচ~ বলেছেন: সিলেট যেতে হবে সময় করে

৪৪| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৪

আরমিন বলেছেন: কি মজা করেছো তোমরা! এসব পোস্ট দেখলেই হিংসা লাগে!

৪৫| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

মামুন রশিদ বলেছেন: পোস্ট আমি মিস করে গিয়েছিলাম । অনেকদিন পর এসে পোস্ট দেখে বিষ্ময়ে হতবাক হয়ে গেছি!


ও হ্যাঁ, কারণ টাও মনে পড়েছে । জানা'পু সহ সবাইকে রেখে দুপুরেই আমি চলে এসেছিলাম । তারপর এক সপ্তাহের জন্য অফিসের কাজে চিটাগাং চলে গিয়েছিলাম । ঐ এক সপ্তাহ ল্যাপ্পী সাথে ছিলো না । :(


এতদিন পর এসেও খুব ভালো লাগছে । ঐ দিন সত্যিই সবাই খুব মজা করেছিলাম :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.