![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।
অন্য সব জায়গার মত ব্লগ ডে'তে আমরা সিলেটের ব্লগাররাও এক সাথে মিলিত হয়েছিলাম। বিশ্বাষ না হলে উপরের ছবিতে প্রমান দেখুন। ১৮ তারিখে মামুন আমায় ফোন দিয়ে ব্লগ ডে এর আড্ডার স্থান ও আমন্ত্রন জানায়। ব্লগে ইদানিং নিয়মিত না হলেও যে কোনো ব্লগাড্ডায় উপস্থিত থাকার চেষ্টা করি নতুন ব্লগারদের সাথে পরিচিত হবার লোভে। মনে পড়ে যায় আমি যখন ব্লগে নতুন ছিলাম তখন আমার ব্লগ বাড়ীতে কোনো সিনিয়র ব্লগারের পদচারনা আমায় কতইনা আনন্দ দিতো। নানান কারনে আমি অনেকের ব্লগে যেয়ে মন্তব্য করতে পারিনা। এই ব্যার্থতা টুকু কিছুটা ঢাকার জন্য হলেও সিদ্ধান্ত নিলাম যে আমি সেই আড্ডায় যাবো। যথা সময়ে কনকনে শীতকে বৃদ্ধাগুলি দেখিয়ে সভায় উপস্থিত হয়ে দেখি ২/১ জন ছাড়া আর সবাই উপস্থিত। সবার সাথে পরিচয় হবার পরে আড্ডা শুরু হলো সাথে গরম গরম স্যুপ আর ওন্থন।
এর মধ্যে মামুন কাল্পনিক ভালোবাসা ও জানার সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলো। সুলতানা শিরিন সাজিমনি, আমার আদরের বোনটি দেশে এসেছে তাই ওকে মিস করেছি। মিস করেছি জানা, জুন, শায়মা সহ সব সহ-ব্লগারদের। ইস! এমন একটি আড্ডা যদি হোতো যেখানে সমগ্র দেশ-বিদেশের সব ব্লগাররা একত্রিত হতে পারতাম তবে কী মজাই না হতো।
শরীর গরম করে মামুন তার আগামী পরিকল্পনার কথা জানালো। সে শোলে নিয়ে কাজ করতে চায়, আমি তো শুনে আনন্দে বাসন্তি চরিত্রের জন্য জুন কে নির্বাচিত করেই ফেললাম। তারপর জুন আর শায়মার নামে কিছুক্ষন পরনিন্দা, পরচরচ্চা করে শুরু হলো আমাদের কবিতা পাঠের আসর। আমাদের বল্লেও পাঠক কুল্লে দুজনই ছিলেন। মামুন তার ল্যাপি খুলে কবিতা বের করে বসলো। প্রথমে সুকান্তের ছাড়পত্র আবৃত্ত্বি করলেন মহা মহোপাধ্যায়। অবশ্য এ জন্য উনাকে অনেক মুলোমুলি করতে হয়েছে।
মুলামুলির ফল ভালোই হয়েছিলো। উনি সুন্দর আবৃত্ত্বি করলেন। ব্লগার বিপ্লবও উনার স্মৃতির ঝাপি থেকে ২টা চার পংতির কবিতা আউড়ালেন। তারপর আর কেউ রাজী না হওয়ায় মামুন একে একে অনেকগুলো কবিতা আবৃত্ত্বি করে আমাদের মন ভরিয়ে দিলেন। হেলাল হাফিজ থেকে শুরু করে জয় গোস্বামী পর্যন্ত। অসাধারন হয়েছিলো। বিশেষ করে নিজাম হেকমতের জেলখানার চিঠি ও শহিদ কাদরির প্রিয়তমা! মন ভরার পর স্বাভাবিক ভাবেই পেট ভরার কথা এসে যায় তাই খাবার খেতে বসে গেলাম। ওহ! বলা হয়নি। এবারের অনুষ্ঠানে জানার কথামত চীফ গেষ্ট ছিলেন আমার লাড্ডু গোপাল ওয়াকার আজমাইন।
কোথা দিয়ে যে সময় কেটে গেলো টেরও পেলামনা। ঘড়ির কাঁটা তখন রাত ন'টা ছুঁই ছুঁই! আমার বডীগার্ডের মায়ের ফোন আসার আগেই আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। আমি আসার পর ওরা আরো কতক্ষন আড্ডা দিয়েছিলো তা কে জানে।
এক রাশ আনন্দ নিয়ে আমাদের ব্লগ ডে পালিত হলো। ইনশাল্লাহ আগামীতেও হবে। সবাইকে ব্লগ ডে এর শুভেচ্ছা!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির মুন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: মুলামুলির কথা বলিয়া লজ্জা দিবেন না। আমি মোটেও আবৃত্তি পারিনা, একটু রিডিং পড়েছি আর কি!!
তবে মামুন ভাই আর বিপ্লব ভাইয়ের পার্ফর্মেন্সে মুগ্ধ
আপনাদের সাথে আড্ডা দিতে খুব ভাল লেগেছে। খুব ভাল সময় কেটেছে। অনেকদিন মনে থাকবে।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮
সুরঞ্জনা বলেছেন: আরে! মুলামুলির কথায় লজ্জার কি আছে? মুলা কত্ত উপকারী সব্জী এটা জুন আপুর পোস্ট পড়লেই বুঝতে পারবেন।
আমারও খুব ভালো লেগেছে আপনাদের সবার সাথে পরিচিত ও আড্ডা দিতে পেরে!
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন সবাইকে।
ব্লগ ডের শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
সুরঞ্জনা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা স্নিগ্ধ শোভন।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: ***শরীর গরম করে মামুন তার আগামী পরিকল্পনার কথা জানালো। সে শোলে নিয়ে কাজ করতে চায়, আমি তো শুনে আনন্দে বাসন্তি চরিত্রের জন্য জুন কে নির্বাচিত করেই ফেললাম। তারপর জুন আর শায়মার নামে কিছুক্ষন পরনিন্দা, পরচরচ্চা করে শুরু হলো আমাদের কবিতা পাঠের আসর।
আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!! লাভ ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আরও আরও পরনিন্দা করো আমার নামে!!!!!!!!!!!!!!!!!! আমি জানি তুমি কি পরচর্চা করবে !!!!!!!!!!!!!!!! তোমার পরনিন্দা পরচর্চা চাই আরও আরও আপুনি!!!!!!!!! জানিনা নাকি কত্ত ভালোবাসো আমাকে!!!!!!!!!!!!
***আর মিস করেছি জানা, জুন, শায়মা সহ সব সহ-ব্লগারদের।
মিস করার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা আপুনি!!!!!!!
অনেক অনেক ভালোথেকো আমার কুম্ভভাইয়াকে নিয়ে!!!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
সুরঞ্জনা বলেছেন:
শামা বুলবুল তোমার নামে যতই নিন্দা করিনা কেন, তাও কম পড়ে যায়!
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ সুরঞ্জনা আপু
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
সুরঞ্জনা বলেছেন: পোস্ট দেয়ার বেলায় সবাই এতো বিজি তাই এই ইজি কাজটা আমাকেই করতে হলো।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
মামুন রশিদ বলেছেন: ইয়ে মানে, কবিতাগুলো আবৃতির কথা ছিল দলছুট শুভ'র । সে না আসায় ঠেকার কাজটা আমারই করতে হলো :!> :#>
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
সুরঞ্জনা বলেছেন: ওরে আল্লাহ! ঠেকার কাজ যদি এমন সুন্দর হয় তবে তো একদিন ঠেকা সরিয়ে তোমাকে দাড় করিয়ে দিতে হবে মামুন!
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
শায়মা বলেছেন: মামুনভাইয়া আমার নামে কি কি বলেছো তোমরা শিঘরী বলো আমাকে!!!!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
সুরঞ্জনা বলেছেন: মামুন আলাদা করে কি বলবে? এত্তো এত্তো বেগুন নিয়ে কারবার কোনো মানুষ করে? তুমি পেত্নী, থুক্কু! তুমি অপ্সরা বলেই পারো!
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
জেমস বন্ড বলেছেন: খাবার দেখে জিভে জল চলে এলো
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
সুরঞ্জনা বলেছেন: তাইলে আগামী বছর মিছাইয়েন না!
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
সুরঞ্জনা বলেছেন: :!>
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম
আমিও!!!!!!!!!!!!!!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
সুরঞ্জনা বলেছেন: :!> :!> :!>
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সুন্দর বর্ননা হৈছে সুরঞ্জনা আপু। উত্তমরূপে পেলাচিত করা হৈল +++
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
সুরঞ্জনা বলেছেন:
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: নাইস শেয়ার। অভিনন্দন সবাইকে।
ব্লগ ডের শুভেচ্ছা।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ সুমন কর।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
ইখতামিন বলেছেন:
শেয়ারের জন্য থ্যাংক্স
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ইখতামিন।
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
অস্পিসাস প্রেইস বলেছেন:
দেখে খুব ভালো লাগলো। আপনাদের হৃদ্যতা চমৎকার।
সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
সুরঞ্জনা বলেছেন: সিলেটের মানুষ খুবই মিশুক।
আপনাকেও শুভেচ্ছা!
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
একজন আরমান বলেছেন:
ব্লগ ডের শুভেচ্ছা সুরঞ্জনা আপু। সিলেটে আসার ইচ্ছে ছিল।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
সুরঞ্জনা বলেছেন: আগামীতে এলে খুব খুশী হবো একজন আরমান।
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খানাপিনা যে কি রকম হইছে তা বুঝা যায় প্রথম ছবি দেখেই । বিপ্লব ভাই ফটোসেশনের সময়ও খেয়ে যাচ্ছিলেন ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ আপু ।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
সুরঞ্জনা বলেছেন: শুধু বিপ্লব? আমাদের চীফি গেষ্ট আর মামুনকেও দেখো!
তোমাকেও অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
এম মশিউর বলেছেন:
খাবার দেইখা লোভ হইতাছে!!
বোঝায় যাচ্ছে, খানা-পিনায় ভরপুর ছিলো ব্লগ ডে!
খাওয়ার দিক থেকে সিলেটি ব্লগাররা এগিয়ে!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ এম মশিউর।
সিলেটিরা খেতে ও খাওয়াতে ভালোবাসে।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সোজা কথা বলেছেন: খুব বেশিই মিসাইলাম।সুন্দর পোস্ট হয়েছে।খানা-পিনাও দেখছি সুন্দর !
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
সুরঞ্জনা বলেছেন: মিছাইলে এমন আফফুস খাইতে হয়- সোজা কথা!
১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মুদ্দাকির বলেছেন: সিলেট মানেই নাইস
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মুদদাকির।
ইয়েস! সিলেট অলওয়েজ নাইস!
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
না পারভীন বলেছেন: আহ , খাবার দাবারে চোখ আটকে গেল ।
সুন্দর পোস্ট সুরঞ্জনা আপু ।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
সুরঞ্জনা বলেছেন: না পারভীন, শুধু খাবার দাবারে চোখ আটকে গেলে চলবে কেনো? আমাদের দিকেও একটু নজর দিয়েন!
২১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক আয়োজন তো ! সিলেটী ব্লগাররা এমনিতেই প্রিয় !
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
২২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কালীদাস বলেছেন: কত খানাখাদ্য!!! আহা! আহা!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
সুরঞ্জনা বলেছেন: আগামীতে চলে আসো কালিদাস।
২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আমিনুর রহমান বলেছেন:
৫ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা আপু আপনাকে এবং সিলেটের সকল ব্লগারদের। তবে আমাকে কেউ মিস করেনি জেনেই মন খারাপ হইল
উল্লাসের সাথে দেখা হলে অবশ্যই কবিতা আবৃত্তি শুনে নিবো ...
আপনার আর ভাইয়ার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
সুরঞ্জনা বলেছেন: এটা ঠিক বল্লেনা আমিনুর। তোমাদের সব্বাইকে মিস করেছি।
ফেব্রুয়ারীর সেই আড্ডা নিয়েও আলোচনা করেছি ভাই।
তোমার জন্যও অনেক শুভ কামনা
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২
শুঁটকি মাছ বলেছেন: খানাপিনার ছবি দেখলেই কান্না আসে!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
সুরঞ্জনা বলেছেন: আহারে আর কাইন্দেন না। মেক-আপ নষ্ট হইবো।
এই লন ধরেন!
২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
মামুন রশিদ বলেছেন: @সুরঞ্জনা আপু, শায়মা'পু, জুনাপু
টাঙেওয়ালী বাসন্তী হিসাবে তাহলে জুনাপুই সই
গাব্বার সিং এর চরিত্রে দেখেনতো উনাকে কাস্টিং দেয়া যায় কিনা? আপনাদের মুল্যবান মতামতের অপেক্ষায় আছি
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
সুরঞ্জনা বলেছেন: গাব্বার সিং এর চরিত্রে মামুন রশিদ ই বেশী মানানসই!
২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
জুন বলেছেন: সুরঞ্জনা তোমাদের আড্ডা আর গল্পের আসর দেখে খুব ভালোলাগলো। তুমি যে আমাদের মিস করেছো আর সেটা বার বার উল্লেখ করায় তোমাকে এত্তগুলা ধন্যবাদ
তারপর জুন আর শায়মার নামে কিছুক্ষন পরনিন্দা, পরচরচ্চা করে শুরু হলো আমাদের কবিতা পাঠের আসর। এই কি বন্ধুর পরিচয়
ইশ সত্যি আমরা সবাই যদি একদিন একসাথে আড্ডা দিতে পারতাম।
সিলেট যাবো একদিন তখন গল্প হবে অনেক সেই স্বপ্ন দেখি ।
ছবিগুলো খুব ভালোলাগলো।তোমার বডিগার্ড কে আদর দিও হাজার হলেও তোমাকে দেখে শুনে সময়মত কুম্ভকর্ন ভাইয়ার কাছে ফিরিয়ে এনেছে। হাজার হলেও এই বয়সে তুমি তার অন্ধের ষষ্ঠি
ইয়াং থাকলে হয়তো পাত্তা দিতনা তুমি ফিরলা কি না ফিরলা
+ দিলাম একটা
+
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
সুরঞ্জনা বলেছেন: তুমি যে কি বলোনা জুন! পর নিন্দা, পরচর্চা ছাড়া কি আড্ডা জমে বাঙ্গালীর। আর তোমরা আমার এত্তো এত্তো প্রিয়। তোমাদের নিন্দা না করলে ঐ চাইনিজ কি পেটে হজম হতো বলো?
সত্যি বলেছো ভাই! ভাগ্যিস বীর পুরুষটি সঙ্গে ছিলো!
২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: গাব্বার সিং একদম পারফেকট আর বাসন্তী হিসাবে বাসন্তী শাড়ি পরা জুন আপু ছাড়া আর কেউই চলবেনা!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
সুরঞ্জনা বলেছেন: না না, গাব্বারের জন্য মামুন এক্কেবারে পারফেক্ট!
বাসন্তি জুন। আর মেহবুবা মেহবুবা গানটির জন্য হেলেন চরিত্রে তোমাকে যে দরকার শামা বুলবুল!
২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: জুনাপু শীঘরি টাংগা চালানো শিখো....তোমার বাসন্তী শাড়িটা বের করো তাড়াতাড়ি!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
সুরঞ্জনা বলেছেন: বাসন্তি শাড়ী দিয়ে কি হপে?
মাথাটা কি গেছে?
ঘাঘড়া, চোলি! সব ডিজাইন তোমাকেই কিন্তু করতে হবে। তোমার ড্রেসটার দিকে একটু ইস্পিসিয়াল নজর দিও।
২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
জুন বলেছেন: মামুন এইটা কেঠা
গাব্বার সিংকে দেখে বাসন্তি ডরাইছে :-&
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সুরঞ্জনা বলেছেন: আম্বো ডরাইছি! :-&
৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
জুন বলেছেন: আমি রামোজী ফ্লিম সিটিতে দেখে আসছি কি ভাবে নকল টাঙ্গা চালাতে হয়
তুমি টেনশন নিওনা @ শায়মা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
সুরঞ্জনা বলেছেন:
৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২
সায়েম মুন বলেছেন: সিলেটের ব্লগ ডে আড্ডা দেখি ভালই জমেছিল। সাস্ট এর ভিতরে হলে আরও জমতো বোধয়।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মুন।
এই কনকনে ঠান্ডায় রাত নটা পর্যন্ত স্রেফ জমে যেতাম। মশাও হুল ফোটাতে পারতোনা!
৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: আপু চাবুক চালানোটাও ভালো মত শিখো কিন্তু গাব্বার সিং এর পিঠে ফেলতে হবেনা!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সুরঞ্জনা বলেছেন:
৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
মামুন রশিদ বলেছেন: হাহাহা, গাব্বার সিং কে ডরাইলে ওর আখড়ায় গিয়ে এরাবিয়ান ড্যান্স দিব কেডা
আর শেষে তো আরো একটা ড্যান্স আছে । ভাঙা কাঁচের উপরে 'মে নাচুঙি..
অবশ্য নাচ নিয়ে চিন্তা নাই, ডিরেক্টর হিসাবে শায়মা'পু আছে । সব শিখিয়ে দিবে খন
@জুনাপু
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
সুরঞ্জনা বলেছেন:
৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত মজার মজার খাবার
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
সুরঞ্জনা বলেছেন: এই যে লন আফনেও চোখ মুছেন!
৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: সায়েমভাইয়া!!! পিচকাভাইয়া কেমন আছো ভাইয়া?
৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: ভাইয়া গাব্বার সিং এর জন্যও একটা নাচ রেখো!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সুরঞ্জনা বলেছেন: গাব্বার সিং এর নাচ? ওয়াও!
৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
মামুন রশিদ বলেছেন: গাব্বার সিং এর জন্য একটা ভুড়িনৃত্য ঠিক করেন আপু ।
@শায়মা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
সুরঞ্জনা বলেছেন:
৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
অপু তানভীর বলেছেন: প্রথম ছবিতে হাফ প্যান্ট পরা ব্লগারটি কে ? নাম জানতে চাই !
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
সুরঞ্জনা বলেছেন: হাফপেন্ট পরা ওটি আমার নাতি ওয়াকার আজমাইন। ও ভবিষ্যত ব্লগার।
৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুদের শুভ অভিনন্দন
শুভ ব্লগ দিবস
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু!
৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: ইনি সুরঞ্জনা আপুর বডিগার্ড
@অপু তানভীর ।
৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
অদ্বিতীয়া আমি বলেছেন: খাবার ! কবিতা ! অনেক মজার ব্লগ আড্ডা হয়েছে বোঝাই যাচ্ছে আপু ।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
সুরঞ্জনা বলেছেন: আমাদের সিলেটে ব্লগাড্ডায় খুবই মজা হয় অদ্বিতীয়া আমি!
৪২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
আকিব আরিয়ান বলেছেন: বেশ মজা করেছেন তাইলে আপনারা। আমি হবিগঞ্জ থেকে আসতে চাইছিলাম কিন্তু অবরোধ আর নিজস্ব সমস্যার কারনে যোগ দিতে পারি নি
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
সুরঞ্জনা বলেছেন: বর্তমান পরিস্থিতে আসলেও অনেক সমস্যা! ইন শা আল্লাহ আগামীতে দেখা হবে। মন খারাপ করবেন না।
৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: খানাপিনা, কবিতা, আড্ডা সবকিছু মিলে ভালই জমছে!
লাংথুরাইয়ের খাবার শুনছি অনেক মজা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
সুরঞ্জনা বলেছেন: খুব জমাট আড্ডা ছিলো।
লাংথুরাইএর খাবার এই প্রথম চাখলাম। ভালোই ছিলো।
আসলে আমরা সবাই খুব আনন্দ ছিলাম বলেই হয়তো অখাদ্য হলেও সুস্বাদু মনে হয়েছে!
৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন:
শামা বুলবুল তোমার নামে যতই নিন্দা করিনা কেন, তাও কম পড়ে যায়!
আপু তোমার এই কথা শুনে একজন যা খুশি হবে!~!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
সুরঞ্জনা বলেছেন: আহারে! তাকে বড় মিস করি!
কোথায় এখন?
৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
জুন বলেছেন: ঐ ড্যান্স ট্যান্স শায়মা আর সুরঞ্জনার জন্য সেট করো
আমি বুড়া মানুষ এই বয়সে নাচতে গিয়ে পা ভাংলে আর জোড়া লাগবেনা বলে জানিয়েছে আমার অর্থোপেডিক্স ডাক্তার দেবর
@ মামুন রশিদ, শায়মা
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
সুরঞ্জনা বলেছেন: আমার অষ্টিওপোরেসিস জেনেও নাচের কথা বললে?
ম্যায় তেরী দুষমন, দুষমন তু মেরী... নাচটা নাহয় তোমার জন্য বাদ দেয়া যাবে। কিন্তু হেলেনের ঐ বিখ্যাত নাচটা শায়মাকে নাচতেই হপে।
৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
চিরতার রস বলেছেন: এতো খানাপিনা ? সিলেট গেলেই তো ভাল হৈতো
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
সুরঞ্জনা বলেছেন: তা আইলেন না ক্যা? আপ্নেরে সবতে মিল্লা ভাগ কইরা পান করতাম।
৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
আমিনুর রহমান বলেছেন:
টাঙেওয়ালী বাসন্তী
কমেন্টে লাইক দিলাম মামুন ভাই
৪৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
শায়মা বলেছেন: ঐ জুন আপুনি আমার এখন শিডিউল নাই!!!!!!!!!!!!! আর তোমার মত বাসন্তী শাড়িও নাই কানে কানে বলে রাখি( একচোখ কি এমনি ঢাকছি?)) আমার যে একচোখ কানা কেউ জানেনা। ম্যুভি করতে গেলে সেই গুমর ফাঁস হয়ে যাবে। তুমি তাই চাও না?????????
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
সুরঞ্জনা বলেছেন: গালের তিলটা ঢাকছিলা তো?
৪৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাদের উদযাপন দেখে হিংসিত হলাম।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল ভাই।
হিংসিত হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
নীরব 009 বলেছেন: এত্তো খাওয়া দাওয়া? আগে বলবেন না?
৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: সুরঞ্জনা আপু, এই ছিল আপনার মনে?? আপনার ভাইডারে নায়ুক ছাড়া আর কুনু চরিত্রে মানায়!!! :!> :#>
আর ছবি দেখার পর গাব্বার সিং চরিত্রে 'কাল্পনিক_ভালোবাসা' ছাড়া আর কাউকে মানাবে বলেন ??
তাছাড়া জুনাপ্পি আর শায়মাও কাল্পনিককেই সাপোর্ট দিয়েছেন । আপনার প্রস্তাব কন্ঠভুটে নাকচ হয়ে গেলু
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
সুরঞ্জনা বলেছেন: কাল্পনিক ভালবাসা কে নায়ক চরিত্রেই ১০০% মানাবে।
আর তোমাকেই গাব্বার সিং ! এটাই ফাইনাল!
৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: মামুন রশিদ বলেছেন: সুরঞ্জনা আপু, এই ছিল আপনার মনে?? আপনার ভাইডারে নায়ুক ছাড়া আর কুনু চরিত্রে মানায়!!! :`> :``>>
আর ছবি দেখার পর গাব্বার সিং চরিত্রে 'কাল্পনিক_ভালোবাসা' ছাড়া আর কাউকে মানাবে বলেন ??
তাছাড়া জুনাপ্পি আর শায়মাও কাল্পনিককেই সাপোর্ট দিয়েছেন । আপনার প্রস্তাব কন্ঠভুটে নাকচ হয়ে গেলু
হায় হায় সেটা কাভা বাবা নাকি!!!!!!!!!!!!!!
আমি তো ভাবছিলাম তুমি ভাইয়া!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
সুরঞ্জনা বলেছেন:
৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো।
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব।
৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
বৃতি বলেছেন: ৫ম ব্লগ ডে'র লেইট শুভেচ্ছা আপনাকে সুরঞ্জনা আপু । ছবি, বর্ননা অনেক ভাল লাগলো । আশা করি ভাইয়াসহ আপনি ভাল আছেন
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।
আমরা মোটামুটি ভালোই আছি। জানুয়ারীর প্রথম দিকে দেখা যাবে কতটুকু ভালো থাকি। দোয়া করো।
৫৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: :-<
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
সুরঞ্জনা বলেছেন: কান্দনে কুনু ফায়দা নাই। রুমাল দিতামনায়!
৫৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: ব্লগ ডে'র শুভেচ্ছা রইলো।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ এহসান সাবির।
৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা এবং ব্লগ ডের অভিনন্দন। সবাইকে দেখে অনেক ভালো লাগল। তবে মামুন ভাই এবং অন্যদের কবিতা আবৃতি যদি শুনতে পারতাম তাহলে সেই রকম হতো।
@ মামুন ভাই!!! ঠিকাছে!!! আমি গাব্বার সিং হইলাম, নাচো সুন্দরী নাচো! যতক্ষন নাচবি ততক্ষন বাঁচবি!!!! এই ডায়লগও দিলাম! কথা হইল আপনি হইবেন কিডা??
@জুনাপুঃ আমার মনে হয় মামুন ভাই ইচ্ছাকৃত ভাবে আপনাকে ব্যক্তি আক্রমন করেছেন। আপনার পা এ ব্যাথা থাকা স্বত্তেও আপনাকে এই ভাবে "যতক্ষন নাচবি ততক্ষন বাঁচবি"- টাইপ সিচুয়েশনে ফেলে দিল। আমি তেব্র প্রতিবাদ জানাই। তবে মনে হচ্ছে আপনি অনেক ভালোই নাচবেন।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
আপনার ও সাজির প্রোগ্রামটি মিস করেছি টিভি না দেখার কারনে। আগে যদি জানতাম তবে নিশ্চয়ই দেখতাম।
না, না, আপনি করবেন জয়ের চরিত্রটি। এটাই ফাইনাল।
৫৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আয়োজকদের ব্লগ ডের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই মিলে একসঙ্গে ব্লক ডে পালন করতে পারলে আসলে ভাল হতো। সিলেটের ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
হয়তো একদিন আমাদের এই মনের আশা পুরন হবে।
৫৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ মামুন ভাই!!!!!!! গাব্বার সিং হিসেবে যেহেতু সুরঞ্জনা আপু বলেছেন আপনি পারফেক্ট, সো এটাই ফাইনাল!!!!!!!!!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
সুরঞ্জনা বলেছেন: আর আপনি নায়ক!
৬০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭
বিপ্লব৯৮৪২ বলেছেন: হায় হায় আপনার না এই পোস্ট আগামীদিন দেয়ার কথা?
প্রথম কমেন্ট আমিই করব ভেবেছিলাম। এখন দেখি মেধাতালিকাতেও নেই।
এবার “শায়মা” নামক ব্লগারের ব্যাপারে কি কথা হয়েছে তা একটু বলি।
এর আগে একটি ছোটগল্পের সংক্ষিপ্ত কাহিনী বলি। টিনএজ ছেলেদের আলোচনার একটি বড় অংশ থাকে তার সদ্য প্রেম নিবেদনকারি কোন প্রেমিকাকে নিয়ে। দার্জিলিং এর এক হোস্টেলে মাধ্যমিক শ্রেনির ছাত্রদের এক আলোচনায় সবাই যথারীতি এ নিয়ে আলাপ করছিল কিন্তু আলোচনায় যোগ দিতে পারছিল না একগোবেচারা, কারন তার এখনো কোন প্রেমিকা জোটেনি। অন্যের চাপাচাপিতে সেও নিতান্ত অনিচ্ছায় মানসম্মানের ভয়ে স্বীকার করলো তারও একখান প্রেমিকা আছে নাম অন্নপুর্না।
সবাই তো খুশি, যাক সবার একটা করে আছে। এখন মোবাইলের যুগ। সবাই মোবাইল খুলে যার যার প্রেমিকার ছবি অন্যের সাথে শেয়ার করতে লাগল আর বাহাদুরি করতে লাগল কার প্রেমিকা কার চেয়ে কত সুন্দর।
হঠাত সবার খেয়াল হল সেই গোবেচারা যথারীতি চুপ, সে তার প্রেমিকার কোন ছবি দেখাচ্ছে না। সবার নজর এখন তার দিকে। সবার আক্রোসের চোখ দেখে সে ভাবল, এ থেকে নিস্তার নেই, ছবি তাদের দেখাতেই হবে।
যেহেতু তার কাছে তখন কোন ছবি ছিল না সে কথা দিল পরবর্তি হলিডেতে একেবারে চাক্ষুস দেখাবে। সে কয়দিনের অপেক্ষা কারো সইছিল না, সবাই ধরে নিয়েছিল সেই গোবেচারার প্রেমিকাটিই সবচেয়ে সুন্দরী হবে আর এই চিন্তায় সবার মাঝে একটু হতাশা ও কাজ করছিল।
যাহোক নির্ধারিত দিনে স্কুলবাস বোঝাই করে সেই ছেলেটি সবাইকে নিয়ে রওনা দিলো তার প্রেমিকাকে দেখানোর জন্য।সবার মাঝে সেই সুন্দরীকে দেখার, তার সাথে চান্স পেলে একটু কথা বলার উত্তেজনা।
শহরের একটু খোলামেলা উঁচু টিলাতে নিয়ে সবাইকে আংগুল দিয়ে একটি পর্বতের চুড়া দেখিয়ে বলল, ঐ যে আমার প্রেমিকা অন্নপুর্না। তার এই ঘোষনায় সবার মনের অবস্থা কি হয়েছিল আপনারা কল্পনা করে নেন।
আমাদের শায়মা আপার ব্যপারটাও তেমনি। একজন তো বলেই ফেলল সে ছেলে না মেয়ে কেউ তাও জানেনা । হতে পারে কারো ছাইয়া নিক।
আমার তো মাঝে মাঝে মনে হয় এটা এলার মতো কোন কম্পিঊটার প্রোগ্রাম যে “শায়মা “ নাম দেখলে সেই পোস্টে গিয়ে রিডারের মত কাজ করে আর একটা কমেন্ট রেখে আসে। প্রোগ্রাম রচয়িতা তার প্রোগ্রাম নিয়ে এত মাতামাতি দেখে মনে মনে বেশ খুশি হয়।
বলে রাখি অন্য সবার মত আমার এনিয়ে বিন্দু মাত্র কোন আগ্রহ নেই। প্রোগ্রামটি মাঝে মাঝে কিছু পোস্ট দেয়, বলতে হয় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কোয়ালিটি খারাপ না।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
সুরঞ্জনা বলেছেন: বাহ! বিপ্লব আপনি তো খুব সুন্দর করে বর্ননা করলেন!
তবে শায়মা কে কেউ ছাইয়া নিকে সন্দেহ করেনি এটা নিশ্চিত!
হাজার গুনে গুনান্বিত শায়মা একটি রহস্য! সেই সুদুর আকাশের নিহারিকার মত!
৬১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭
শায়মা বলেছেন: বিপ্লব৯৮৪২ বলেছেন: হায় হায় আপনার না এই পোস্ট আগামীদিন দেয়ার কথা?
প্রথম কমেন্ট আমিই করব ভেবেছিলাম। এখন দেখি মেধাতালিকাতেও নেই।
এবার “শায়মা” নামক ব্লগারের ব্যাপারে কি কথা হয়েছে তা একটু বলি।
এর আগে একটি ছোটগল্পের সংক্ষিপ্ত কাহিনী বলি। টিনএজ ছেলেদের আলোচনার একটি বড় অংশ থাকে তার সদ্য প্রেম নিবেদনকারি কোন প্রেমিকাকে নিয়ে। দার্জিলিং এর এক হোস্টেলে মাধ্যমিক শ্রেনির ছাত্রদের এক আলোচনায় সবাই যথারীতি এ নিয়ে আলাপ করছিল কিন্তু আলোচনায় যোগ দিতে পারছিল না একগোবেচারা, কারন তার এখনো কোন প্রেমিকা জোটেনি। অন্যের চাপাচাপিতে সেও নিতান্ত অনিচ্ছায় মানসম্মানের ভয়ে স্বীকার করলো তারও একখান প্রেমিকা আছে নাম অন্নপুর্না।
সবাই তো খুশি, যাক সবার একটা করে আছে। এখন মোবাইলের যুগ। সবাই মোবাইল খুলে যার যার প্রেমিকার ছবি অন্যের সাথে শেয়ার করতে লাগল আর বাহাদুরি করতে লাগল কার প্রেমিকা কার চেয়ে কত সুন্দর।
হঠাত সবার খেয়াল হল সেই গোবেচারা যথারীতি চুপ, সে তার প্রেমিকার কোন ছবি দেখাচ্ছে না। সবার নজর এখন তার দিকে। সবার আক্রোসের চোখ দেখে সে ভাবল, এ থেকে নিস্তার নেই, ছবি তাদের দেখাতেই হবে।
যেহেতু তার কাছে তখন কোন ছবি ছিল না সে কথা দিল পরবর্তি হলিডেতে একেবারে চাক্ষুস দেখাবে। সে কয়দিনের অপেক্ষা কারো সইছিল না, সবাই ধরে নিয়েছিল সেই গোবেচারার প্রেমিকাটিই সবচেয়ে সুন্দরী হবে আর এই চিন্তায় সবার মাঝে একটু হতাশা ও কাজ করছিল।
যাহোক নির্ধারিত দিনে স্কুলবাস বোঝাই করে সেই ছেলেটি সবাইকে নিয়ে রওনা দিলো তার প্রেমিকাকে দেখানোর জন্য।সবার মাঝে সেই সুন্দরীকে দেখার, তার সাথে চান্স পেলে একটু কথা বলার উত্তেজনা।
শহরের একটু খোলামেলা উঁচু টিলাতে নিয়ে সবাইকে আংগুল দিয়ে একটি পর্বতের চুড়া দেখিয়ে বলল, ঐ যে আমার প্রেমিকা অন্নপুর্না। তার এই ঘোষনায় সবার মনের অবস্থা কি হয়েছিল আপনারা কল্পনা করে নেন।
আমাদের শায়মা আপার ব্যপারটাও তেমনি। একজন তো বলেই ফেলল সে ছেলে না মেয়ে কেউ তাও জানেনা । হতে পারে কারো ছাইয়া নিক।
আমার তো মাঝে মাঝে মনে হয় এটা এলার মতো কোন কম্পিঊটার প্রোগ্রাম যে “শায়মা “ নাম দেখলে সেই পোস্টে গিয়ে রিডারের মত কাজ করে আর একটা কমেন্ট রেখে আসে। প্রোগ্রাম রচয়িতা তার প্রোগ্রাম নিয়ে এত মাতামাতি দেখে মনে মনে বেশ খুশি হয়।
বলে রাখি অন্য সবার মত আমার এনিয়ে বিন্দু মাত্র কোন আগ্রহ নেই। প্রোগ্রামটি মাঝে মাঝে কিছু পোস্ট দেয়, বলতে হয় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কোয়ালিটি খারাপ না।
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহা
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! তোমার কমেন্টে ১ কোটি লাইক। আসলেও আমি একটা প্রোগ্রাম বা রোবোট হতেই চাই। আর চাইতে চাইতে হয়েও গেছি প্রায়!!!!
অনেক অনেক মজা পেলাম তোমার কমেন্টটা পড়ে !!
পারলে তোমার কমেন্ট টা আমার পোস্টের মাথায় ঝুলিয়ে দিতাম!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহা
দাঁড়াও দেখি ঝুলানোর ব্যাবস্থা করছি!!!!
অনেক অনেক অনেক থ্যাংকস এই রাত দুপুরে এত মজার একটা কমেন্ট দেখানোর জন্য। আর দোয়া করো আমি যেনো আর ১% যেটুকু মানুষ আছি সেটুকুও রোবো হয়ে যাই।
আর মানুষ বলেছি কিন্তু সাইয়া না মাইয়া এখনও বলি নাই !!!!!!!!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
সুরঞ্জনা বলেছেন: তুমি কি কেবলি ছবি? শুধু পটে আঁকা?
৬২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: কাল্পনিক@ আমার খুব ইচ্ছে ভাইয়া, জয়ের (অমিতাভ) পাঠ করার । দুর আকাশের দিকে উদাশ নয়নে তাকিয়ে থাকব আর মাউথ অরগান বাজাবো..
আমার সুরঞ্জনা'বু সব বুঝি পণ্ড করে দিলেন
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
সুরঞ্জনা বলেছেন: মামুন এই ছবিটি কিন্তু গাব্বার সিং এর কারনেই সুপার ডুপার হিট হয়েছিলো। সেই অর্থে গাব্বার সিং ই মেইন নায়ক! মন খারাপ করোনা!
৬৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! মন খারাপ করবেন না মামুন ভাই!! আমরা আমরাই তো!!!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সুরঞ্জনা বলেছেন:
৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: নামে সিলেট হৈলেও কামে লেট করেন নাই
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সুরঞ্জনা বলেছেন:
৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: বিপ্লবভাইয়ার কথার উত্তরে তোমার কথাগুলো শুনে আমি আকাশে উড়ছি আপুনি! যদিও আমি আকাশেই থাকি!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
সুরঞ্জনা বলেছেন: সে জন্যই তো তুমি শামা বুলবুল!
৬৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
বিপ্লব৯৮৪২ বলেছেন: অনুষ্ঠানে বেশ কয়েকজন মজার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে,
মামুন ভাই, মন্ত্রীমহোদয়, গন্ডমুর্খ, মহোপাধ্যায়, আপু আপনিসহ সবাইকে আমার ভালো লেগেছে। যেকারনেই মামুন ভাই অতগুলো কবিতা পড়ে থাকুক না কেন সবগুলোই আমার ভালো লেগেছে। আবার কোন অনুষ্ঠানে হয়ত আবার সবার সাথে দেখা হবে- এই আশা রাখি। অবশ্য ইতিমধ্যে বেশ কয়েকজন ফেসবুকে আমার বন্ধু হয়েগেছে, তাদের সাথে হয়ত সবসময়ই যোগাযোগ থাকবে।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
সুরঞ্জনা বলেছেন: পরিবারের সবার সঙ্গে দেখা-সাক্ষাত যোগাযোগ হলে আনন্দই হয়।
আপনার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে বিপ্লব।
ভালো থাকবেন।
৬৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ছবিতে আপনার লাড্ডু গোপালের সাথে আরেক লাড্ডু গোপাল দাড়িয়ে আছে।
মামুন ভাইয়ের আবৃতি অসাধারণ ছিলো। ইচ্ছে ছিলো
আড্ডা ভালই জমেছিল...তবে সময়ের অভাব ছিলো প্রচন্ড।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
সুরঞ্জনা বলেছেন: হা হা হা !
সময় সল্পতা থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিলোনা!
ভালো থাকবেন।
৬৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
মিউজিক রাসেল বলেছেন: অহ !!! মিছ করলাম পরেরবার জানাইয়েন আমি ও িকন্তু সিলেটি.....
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
সুরঞ্জনা বলেছেন: ব্লগে, বা ফেসবুকে সিলেটি ব্লগার গ্রুপে চোখ রাখলেই খবর পেয়ে যাবেন।
৬৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
মিউজিক রাসেল বলেছেন: অনুগ্রহ পূর্বক লিংকটা দেওয়া যাবে কি ?
৭০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
মেহবুবা বলেছেন: দেখে জ্বলে পুড়ে মরে যাই
তারপর স্বান্তনা পেলাম তোমার রাজকুমারের উপস্থিতির কথা জেনে ।
@ বিপ্লব, যারা শায়মার নিক কে ছাইয়া নিক ভাবছে তারা ছাইয়া নিকের অর্থ পাল্টে ফেলুক, এমন সব পোষ্ট শায়মার মত একজন মেয়ে ছাড়া আর কে দিতে পারে
৭১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
সুরঞ্জনা বলেছেন: অনেক দিন পর প্রিয়তর মেহবুবাকে পেয়ে খুব খুশী হলাম।
ভালো আছো তো তোমরা?
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !