![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।
একেতো রাতে ভালো ঘুম হচ্ছেনা, তার উপর সাত সকালেই তাদের হই হুল্লোড়ে মেজাজটা খিঁচড়ে যায়। প্রতিদিনই এমনটি হয়। কাহাতক সহ্য হয়। আজ মনে হচ্ছে একটা হেস্তনেস্ত করতেই হবে। আশ্রয় দিয়েছি বলে এমন মাথায় চড়ে বসবে? এ কেমন কথা? নেমকহারাম! মনে মনে বিড়বিড় করি।
দুপুরে বিশ্রাম নেবার জো নেই। তলু, মলুদের হই হুল্লোড়ে মাথা ধরে যায়। মা, বাবার অনুপস্থিতিতে তারা লাগামছাড়া শয়তানি করে। ঘরে ফিরে মা'টা তবু জিজ্ঞাসা করে তলু, মলু বেশী দুষ্টূমি করোনি তো। এমন বদমাইশ বাচ্চাগুলো! কি নিরিহ ভাবে বলে, " না মা, দুষ্টুমি করিনি"! বাবাটার কথা শুনলে হাড়-পিত্ত্বি জ্বলে যায়। " আহা! বাচ্চারা তো একটু আধটু দুষ্টুমি করবেই"। একটু আধটু? হুহ! মনে হয় গলা টিপে ধরি।
নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছি। নতুন দম্পতি দেখে আশ্রয় দিয়েছি। আদর, যত্ন করেছি। প্রচন্ড গরমে যখন সবার প্রান ওষ্ঠাগত, তখনও তাদের হাওয়া, পানির খেয়াল করেছি। জমজ দুটো হবার পর অতি আহ্বলাদে নামকরনও করেছি। তলু আর মলু। কুম্ভকর্ণ নাক কুঁচকে বলেছেন, আদিখ্যেতা! আমি পাত্তা দিয়েছি? ঐ যে টিভি সিরিয়ালের জমজগুলোর নামই রেখেছি। আর এখন তারা স্বগুষ্টি আমাকেই ঘর ছাড়া করার মতলবে আছে। এ জন্যই প্রবাদ আছে। " কারো ভালো করতে নেই"।
আমার দক্ষিনের বারান্দার সামনে রোজ তলু, মলু নোংরা করে রাখে। বুয়া ঝাড়ু দেবার সময় গলা ছেড়ে গজগজ করে, " রোজ রোজ হেতেগো গু সাফ করন লাগপে ক্যা? চিৎকার কোরোনা বুয়া। আর গু গু করবেনা, বলো ময়লা। আমি ওপরে ওদের হাই কমোডের ব্যাবস্থা করে দিবো। ঐ দিবো দিবো করে আর দেয়াও হচ্ছেনা আর বুয়ার বানী ও গলার স্বরও কমছেনা। রাতে তাদের পারিবারিক গাল-গল্প, আলাপ-আলোচনা এতো উচ্চস্বরে চলে যে আমি ইদানিং বাধ্য হয়ে টিভি দেখা শুরু করেছি। তবুও টিভির শব্দ ছাড়িয়ে মাঝে মধ্যেই ওদের গলা শুনতে পাই। এই ছাড়ো তো! বেশরম বাচ্চাদের চোখে পড়েনা? " আলেপ্পেয়ে মিনসে! তোমার জন্য আমার জীবন ছাড়খার হয়ে গেলো! আছো তো শুধু সারাদিন ঘুরে বেড়াতে আর আন্ডেপিন্ডে গিলতে"! এই! এই! খাবার খোঁটা দেবেনা কিন্তু!" ইস! কি আমার মরদরে! খাবার খোঁটা দেবোনা? বাচ্চাগুলোও তো হয়েছে বাপেরই মত নিমকহারাম"! একটাও যদি কথা শোনে! ঝেটিয়ে বিদেয় করবো বলে দিলেম"!
আচ্ছা মলু, মা সব সময় এতো জল্লাদের মত ঘাউ ঘাউ করে কেনোরে?
মা হলে এরম করতে হয়" বিজ্ঞের মত বলে মলু"। দেখিসনা এ বাসার আন্টি কেমন চিৎকার করে?"
হুম! কিকমু আর আঙ্কেলটা বাবার মতই চুপ মেরে থাকে"। তাইনা?"
চুপ না থাকলে ক উপায় আছে? ঝেটিয়ে বিদেয় করে দেবেনা???
আতংকে হাত পা ..... মা কি সত্যি সত্যি আমাদের বিদেয় করে দেবে?"
দেবেই তো! তুই আলাদা বাড়ি করতো তলু, আমিও করবো ভাবছি।
সেদিন প্রচন্ড গরমে রাতে মা আমাদের ঘর থেকে বের করে দেয়নি? সারা রাত আমরা বারান্দায় কাটালাম।
বাড়ি করতে হলে ভালো লোকেশন তো পেতে হবে? বাড়িওয়ালি কেমন তাও দেখতে হবে?
সব তো আর আন্টির মত না। আন্টি যতই মেজাজী হোকনা কেনো, মনটা কিন্তু নরম আছে"।
ওদের আলাপ শুনে মনটা দ্রবিভূত হয়ে যায়। আহারে! ওরাতো তবুও আমার মন বুঝতে পেরেছে। এতো বছর যার সাথে ঘর-সংসার করলাম সেই কি কোনদিন বলেছে, " আহা! মেজাজী হলেও আমার বউটা মায়াবতী"।
থাক ওরা! হলোই বা আমার বারান্দা নোংরা! হলোইবা ওদের কিচির মিচির শুনে ঘুমের ব্যাঘাত! নুন না খেলেও ওরা আমার সাথে নেমক-হারামি তো করছেনা। একটি লাইটের শেড দখল করে ঘর বানিয়ে আছে। একটি ভেন্টিলেটারে বসে ওদের প্রাতকম্ম করছে। তবুও ওরা আমায় বোঝে, ভালোবাসে। থাক তলু, মলু আর ওদের মা বাবাটা!
তলু মলুর ছোট্ট বাসা দেখতে যদি চাও
আমার বাসায় এসে তবে একটু ঘুরে যাও"
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
জুন বলেছেন: তোমার মত আমার বাসায় ও আছে তলু মলুকে নিয়ে তাদের বাবা মা। যদিও ওদের বাসা বাইরের দিকে, ঘর বাড়ি নোংরা করে না আমার। তারপর ও তাদের ক্যচক্যচানীতে ঘুম ভাঙ্গে প্রতিদিন। মজাই লাগে তাদের পর্যবেক্ষন করতে।
অনেক অনেক দিন পর তোমার পোষ্ট দেখে অনেক ভালোলাগলো সুরঞ্জনা।
+
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০
সুরঞ্জনা বলেছেন: ইদানিং বড্ড জ্বালায় ওরা!
ব্লগে যেন নিয়মিত হতে পারি এই দোয়া কোরো বন্ধু!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২২
সাইফুদ্দিন আযাদ বলেছেন: যে এলোমেলো কথারে বাবা... পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেলাম.......
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সাইফুদ্দিন আযাদ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: হাহাহাহা,বুঝিইনি পড়ার সময় শেষটায় যে তলু মলুর এমন পরিচয় জানবো
এলোমেলো কথায় ভাল লাগা রইল
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩
সুরঞ্জনা বলেছেন: হা হা হা! এটাই আমার চাওয়া ছিলো রঙ তুলি ক্যানভাস!
সফলতায় ভালো লাগছে!
অসংখ্য ধন্যবাদ!
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
আমিনুর রহমান বলেছেন:
হে হে হে ... আমার বারান্দায়ও বাসা করছে তারা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
সুরঞ্জনা বলেছেন: কেমন জ্বালাচ্ছে?
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++
ঠিকানা না দিয়া বাসায় আসতে বলা দণ্ডনীয় অপরাধ
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
সুরঞ্জনা বলেছেন: ওমা! সে কি কথা!? তলু মলুর বাসা বললে যে কেউ দেখিয়ে দেবে!
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
হানিফ রাশেদীন বলেছেন: কেমন আছেন আপু? ভালো আশা করি। ভালো থাকবেন। শুভ কামনা।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
মহামহোপাধ্যায় বলেছেন: সিলেট ছেড়ে আসার পর মন কেমন পালাই পালাই করছে!! এবার যাওয়ার একটা উপলক্ষ্য পেয়ে গেলাম
পোস্টে অনেক ভালো লাগা রইল আপু
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
মামুন রশিদ বলেছেন: যাক, তলু মলুর জন্যে হলেও বাসায় যাওয়ার দাওয়াত পেলাম
হাহাহা, খুব মজা পেয়েছি আপু । ভালো থাকবেন
১০| ২১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭
নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: প্রিয় সুরঞ্জনা'পু, কেমন আছেন?
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: মাই গড!!!!!!!!!!!!!
এত্ত সুন্দর আপুনি!!!!!!!!!!!
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯
মাটিরময়না বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন।
ছবিটা বেশ --
+++
১৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: ফিরেছো না আপুনি? এখন সরভাজা নিয়ে লেখো!
১৪| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার বাসায় ঘুরে গেলাম সুন্দর ।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
জুন বলেছেন: সাত বছর পুর্তির শুভেচ্ছা বন্ধু সাত বছর পুর্তির শুভেচ্ছা বন্ধু
১৬| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
মেহবুবা বলেছেন: দেখে যাই। এটা আগের তবে আমার দেখা হয়নি।
তুমিও কতদিন লেখ না ।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩
সুরঞ্জনা বলেছেন: কেমন আছ মেহবুবা? ভিষন মিস করি তোমাদের। তাই তো মাঝে মাঝে দেখে যাই।
পাখীর ছানারা ভালো আছে তো?
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
মানবী বলেছেন: কেমন আছেন আপু? অনেক বছর কোন খবর নেই...
পহেলা বৈশাখ ঘনিয়ে এলে আপনার নব বর্ষ উদযাপন পোস্টের সাথে সাথে আপনার কথা মনে হয় :-)
সব সময় সুস্থ, সুন্দর আর অনেক অনেক ভালো থাকুন।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
সুরঞ্জনা বলেছেন: মানবী, ভিষন ভিষন মিস করি তোমাদের। তোমার কথা প্রায়ই মনে পড়ে। ফেসবুকে কত ব্লগারের সাথে যোগাযোগ হয়, কিন্তু তোমায়, মেহবুবাকে খুঁজে পাইনা। যদি ওখানে থাকো তবে সুরঞ্জনা মায়া নামে ডেকো।
অনেক অনেক ভালোবাসা।
১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
মানবী বলেছেন: ফেসবুকে আমার কোন এ্যাকাউন্ট নেই আপু!
Justice_Must_Prevail@yahoo তে যোগাযোগ করলে ইমেইলে যোগাযোগ হতে পারে।
আপনাকে এখানে খুব মিস করি। এবারের পহেল বৈশাখ কেমন কাটলো জানিয়ে এখানে পোস্ট দিলে খুব ভালো লাগবে।
মেয়ে, নাতি আর আপনার প্রিয় কুম্ভকর্ণ :-) সবাই সুস্থ, সুন্দর আছেন আশা করি।
অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় আপুটার জন্য।
০৩ রা মে, ২০১৬ রাত ৮:০৮
সুরঞ্জনা বলেছেন: প্রিয় মানবী, তোমরা কেউ কল্পনাও করতে পারবেনা আমি কি ভয়ঙ্কর অবস্থা পার করেছি, করছি। আমি নিজেই অবাক হয়ে ভাবি, আমি এখনো পাগল হয়নি কেমন করে? সব আল্লাহ পাক আর তোমাদের মত মানুষের শুভকামনায় হয়তো এখনো লড়াই করে যেতে পারছি। আমি আপ্রান চেষ্টা করছি বৈরী পরিবেশেও লেখায় ফেরত আসতে, অন্তত আমার নিজেকে শক্ত রাখার জন্য। দোয়া করো আপু। অনেক অনেক ভালবাসা।
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯
বাঘ মামা বলেছেন: আপু তোমাকে তলু মলু হয়তো বাড়ি ছাড়া করেছে,সে নাহয় করলো,কিন্তু তোমাকে ব্লগ ছাড়া কে করলো সেটা একটু বলে যেও,
কেমন আছো তুমি? এইভাবে হারিয়ে যাওয়ার কারণ কি আপু?
আমিতো যাই যাই করেও কাটিয়ে দিলাম কতগুলো দিন এখানে,
আমার সেই আইডিটার পাশ হারিয়ে ফেলেছি,সেটা ছাড়া আমাকে চিনবে কিনা জানিনা।
চেনো আর না চেনো,অচেনা হিসেবে হলেও ছোট ভাইটার জন্য দোয়া করো,আর মাঝে মাঝে এসে খবরা খবর দিও,
দীর্ঘজীবি হও আপু
শুভ কামনা সবসময়
০৩ রা মে, ২০১৬ রাত ১০:০২
সুরঞ্জনা বলেছেন: আইডি অচেনা হলেও ভাই তো অচেনা নয়। আমায় কেউ ব্লগ ছাড়া করেনি ভাই। আমার নিয়তির হাতে আমি বন্দী। দোয়া করো যেন তোমাদের মাঝে ফিরে আসতে পারি।
অনেক শুভেচ্ছা।
২০| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন দিদি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
সুরঞ্জনা বলেছেন: ভাই, এই তো ফিরে এলাম আপনাদের মাঝে।
২১| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: ঠিকানা দেন।এত্ত সুন্দর লেখা দিয়ে দাওয়াত করেছেন না গিয়ে কি থাকতে পারি? নতুন লেখা পোস্ট করুন আপু
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
সুরঞ্জনা বলেছেন: ওমা, ঠিকানা চাও? বলছি শোন, আমড়া তলার মোড়ে, তিনদিকে তিন রাস্তা গেছে তারই একটা ধরে, চলবে সিধে নাক-বরাবর ----! :p মজা করলাম ভাই। সিলেট এলে ডাক দিলেই আমি শুনতে পাবো।
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: তার মানে কি? আপনি আবার নিয়মিত হচ্ছেন?
যদি সত্যি হয় তো আমাদের জন্য সুসংবাদ।
শুভকামনা দিদি।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০
বাঘ মামা বলেছেন: জুন আপুর ব্লগে মন্তব্যে করার পর তোমার মন্তব্য আমার চোখে পড়লো, যা দেখে আমি স্তব্ধ । কি হয়েছে আপু তোমার? তোমার নাম্বার আমার কাছে ছিলো কিন্তু মোবাইল হারানোর পর সেটাও হারিয়েছি, ব্লগে বলার মত কিছু কিনা জানিনা, দেখি আমি জুন আপু থেকে জানার চেষ্টা করবো, আমি জানিনা তোমার কি হয়েছে, তবুও আল্লাহকে বলি আমার এমন আপুটাকে যেন সকল বিপদ থেকে রক্ষা করে।
আল্লাহ তোমার মঙ্গল করুন
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১
সুরঞ্জনা বলেছেন: যে যুদ্ধে লিপ্ত থাকায় ব্লগ থেকে দূরে ছিলাম, সেই যুদ্ধে আমি পরাজিত হয়েছি।
কুম্ভকর্ণকে হারিয়ে ফেলেছি। দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
অপ্সরা বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!
আসছো!!!!!!!!!!!!!!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
সুরঞ্জনা বলেছেন:
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
বাঘ মামা বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা আপু
উনি অবশ্যই শান্তিতে থাকবেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
সুরঞ্জনা বলেছেন: দোয়া ছাড়া আর কিছুই তো দেবার নেই। আমাদের সবার জন্য দোয়া করো ভাই।
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
জুন বলেছেন: হান্নান ভাই অনেক ভালোমানুষ ছিলেন । মহান রাব্বুল আলআমীন তাকে বেহেশত নসীব করুন । সুরন্জনা তোমার সাথে দেখা করার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সুরঞ্জনা বলেছেন: হ্যা, জুন, মানুষটা খুবই সহজ, সরল ভালো মানুষ ছিলো। আমি কতজনকে তোমার কথা জিজ্ঞাসা করেছি, ফোন নম্বর চেয়েছি। আল্লাহ যেন তোমার সাথে দেখা করান। জানুয়ারীর মাঝা-মাঝি পর্যন্ত আমি ঢাকাতেই আছি।
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০০
অন্তরন্তর বলেছেন:
আপু কি বলবো বুঝতে পারছিনা। যতদূর মনে পরে একটা পোস্টে ভাইয়ার শরীর খারাপ শুনেছিলাম কিন্তু এটা তো কখনও ভাবিনি।
আল্লাহ্ ভাইয়াকে না ফেরার দেশে খুব খুব ভাল রাখুক এবং আপনাকেও যেন সেই শক্তি দেন এগিয়ে যাবার এই দোয়া করি।
আমি এই ফেব্রুয়ারীতে সিলেট ২১ দিন কাটিয়ে এলাম। খুব ভাল সময় কেটেছে আপনার সিলেটে। ভাল থাকুন সবসময়।
০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৫
সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ অন্তরন্তর।
২৮| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭
মানবী বলেছেন: কেমন আছে আমাদের প্রিয় আপুটা?
০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৯
সুরঞ্জনা বলেছেন: জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে। আজ সামুতে ঢুকেই আলোচিত পোস্টে তোমার নাম দেখেই পুলকিত হয়ে তোমার খোঁজ নিয়ে দেখি তুমি কড়া নেড়েছো আমার দুয়ারে। খুব মনে পড়ে তোমায়, তোমাদের। সব সময় ভালো থেকো আপু।
২৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২
মেহবুবা বলেছেন: মাঝে মাঝে মনে পড়ে তোমার কথা । ভাল থেকো।
৩০| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
স্রাঞ্জি সে বলেছেন:
আপু কেমন আছেন?????
আপনি জানেন কি কত দিন আপনি পোস্ট দিচ্ছেন না.... নতুন পোস্ট দেন......
৩১| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: দিদি কেমন আছেন?
আজ আপনাকে ব্লগে দেখছি?
নতুন পোস্ট দিন।
নিয়মিত হন।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এলোমেলো কথাগুলো ভালো লেগেছে