নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

আহা! কি আনন্দ! আজ আকাশে বাতাসে!

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪



সামু থেকে অনেক দিন দূরে ছিলাম। দূরে ছিলাম বলতে পোস্ট দেয়া থেকে বিরত ছিলাম। কিন্তু দূরে থাকতে পারিনি। মাঝে মধ্যেই প্রিয় এই অঙ্গনে এসে ঢু মেরেছি। জন্মভূমি থেকে কি দূরে থাকা যায়? সামু যে সুরঞ্জনার জন্মস্থান। তাই সামুর প্রতি প্রচন্ড দুর্বলতা সব সময়ই কাজ করেছে। সামু বন্ধ হবার খবরে আর সবার মত আমিও ভিষন কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি জানা, আরিলের জন্য। আমি জানি তো এই ব্লগটা এই দুজন মানুষের কাছে কতটা প্রিয়। কিন্নরীর মত এই ব্লগটাও তাদের আরেকটি সন্তান। এই ব্লগের জন্য তাদের উদ্গ্রীব, উৎকন্ঠা আগেও দেখেছিলাম। এবারও দেখেছি। আজ ছিলো আমার ছোট বোনের জন্মদিন। এবারের জন্মদিনে বোনটি আমার মতই সংগীহারা। জন্মদিনে স্বাড়ম্বড়ে তাকে শুভেচ্ছা জানানোর মত বুকের পাটা আমার ছিলোনা। তাই ভাবছিলাম কি করা যায়। হঠাৎ মনে হলো - সেদিন বোন বলছিলো, - আহা! থালায় রকমারি ভর্তা দিয়ে যদি পেট ভরে ভাত খেতে পারতাম! ডায়েটিং এর চক্করে আজকাল তো মানুষের স্বাধ মিটিয়ে ভাত খাবার শখ জলাঞ্জলি দিতে হয়েছে। ভাবলাম দেখি ওকে সারপ্রাইজ দিতে পারি কিনা!
অনেক দিন সুরঞ্জনার উন্দালে পা রাখিনা। আজ নিজের হাতে সব কাটা-বাছা করে রান্না করলাম। দাদার স্মৃতি শত বছরের পুরনো কাসার থালাটা মেজে ঘষে সাজিয়ে নিলাম। ভাত, পটল ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা, তি্ল,তিসি,কালোজিরে মিশিয়ে ভর্তা, ইলিশ মাছ ভাজা, ঝিঙ্গে দিয়ে ইলিশের পাতলা ঝোল, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশের মাথা, ল্যাজার ছ্যাঁচড়া। সব গুছিয়ে ঘরে এসে ফ্যানের নিচে জিরোতে বসে ফেসবুক গুঁতাতে গিয়ে চোখে পড়লো আমাদের হামার পোস্ট। সামুতে সে ঢুকতে পেরেছে। দেখেই তাড়াতাড়ি মোবাইলে চেষ্টা করতেই ঢুকতে পারলাম। ইয়াহু! আনন্দে তাড়াতাড়ি হামার পোস্টে জানালাম। বোন স্কুল থেকে ফিরে আয়োজন দেখে খুবই আনন্দিত, বিস্মিত হলো। তাকেও জানালাম আজ আমার ডবল খুশীর দিন। বোনের জন্মদিন আবার আমার প্রিয় সামুরও নতুন জন্ম হলো। বিকেলে ব্লগে ঢুকতে গিয়েই বিপত্তি! ব্লগ আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছেনা। সে আমাকে ভুলে গেছে। :( জাদিদকে জানালাম সমস্যার কথা। অবশেষে সব সমস্যার সমাধান শেষে প্রিয় অংগনে প্রবেশ করলাম। জানি দীর্ঘ দিন পরে স্বদেশের মাটিতেও অনেক নতুন মুখের ভীড়ে নিজেকে মানিয়ে নিতে হয়তো কিছুটা অসুবিধা হবে। তবুও নিজের পরিবারে ফিরতে পেরে আজ আমি ভিষন আনন্দিত। আর সে আনন্দ প্রকাশ করতে একটি পোস্টই লিখে ফেললাম। আশা করি পরিবারের পুরনো সদস্যদের পাশাপাশি নতুনদের সহযোগিতা, ভালবাসা পাবো। সব্বাইকে অনেক অনেক ভালবাসা। ভালো থাকুক আমার প্রিয় পরিবার, পরিবারের সকল সদস্য!

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আজকের দিনটি একটি শুভদিন।

তবে, সামু ব্যাপারটা ব্যাখ্যা না করা অবধি একটু চিন্তিত থাকবো।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

সুরঞ্জনা বলেছেন: সেটাই। আমাদের এই আনন্দ যেন চিরস্থায়ী হয় সেই দোয়াই করি।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: আপুনি!!!

যেমনই মজার খানা তেমনি মজার পোস্ট তেমনি আজ মজার দিন।

আনন্দ ধারা বহিছে ভূবনে!


তোমাকে দেখেও অনেক ভালো লাগছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সুরঞ্জনা বলেছেন: দীর্ঘ বিরতীতেও সামুর অভাব কষ্ট দিয়েছে। আজ সত্যি ভিষন আনন্দ হচ্ছে।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম ।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সুরঞ্জনা বলেছেন: সেলিম আনোয়ার, নিজের পরিবারে আসতে পেরে আজ খুবই আনন্দ হচ্ছে।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: সুরঞ্জনা,




নতুন করে জন্ম নেয়ার এই আনন্দটুকু যেন অটুট থাকে।
বন্দি শিবির থেকে মুক্ত আপনাকে দেখে আশায় বুক বাঁধছি............................

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০০

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছেন ভাই আহমেদ জী এস।

দোয়া করবেন যেন আপনাদের মাঝে থাকতে পারি।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০২

জুন বলেছেন: আহা সুরঞ্জনা
তোমার নিক দেখে ভাবছিলাম ভুল দেখছি হয়তো । আবার চোখ কচলে নিয়ে দেখি নাহ তুমিই । বহু বহুদিন পর তোমাকে দেখে ভীষন ভালো লাগলো । সাথে তোমার লেখা পড়ে মন ভরে গেল আর রান্না দেখে জিভে জল এসে গেল প্রায় । ভালো আছো তো ??

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯

সুরঞ্জনা বলেছেন: আহা জুন! বন্ধু আমার! অনেক মিস করেছি তোমায়।
কেমন আছ? কোথায় আছ?

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও পুলকীত আপনাকে অনেক দিন পরে দেখে। আপনার বোনের জন্মদিনে অনেক শুভেচ্ছা। আবারো আমরা দাপটিয়ে চলবো আমাদের প্রিয় যায়গাটিতে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।
আমারও খুব ভাল লাগছে প্রিয় ভূবনে আসতে পেরে।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:

শুভেচ্ছা নেবেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: সুরভিকে বলেছি আজ ভালোমন্দ রান্না করতে।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগলো ।
শুভরাত্রি

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

সুরঞ্জনা বলেছেন: ঠাকুরমাহমুদ, আপনার জন্যও শুভ কামনা।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

সুরঞ্জনা বলেছেন: সত্যি! আজ অনেক আনন্দের দিন।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ইসিয়াক। ভাল থাকবেন।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: আমার নিজের খুশি, সবার খুশি, সব মিলিয়ে একটা দারুণ হৈ চৈ এর ব্যাপার!

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

সুরঞ্জনা বলেছেন: সত্যি হামা! এমন আনন্দ অনেক বছর পরে অনুভব করছি।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: সামু ফিরে আসায় খুব ভালো লাগছে। :)

কুমড়ো দিয়ে মাছের মাথা, ওটাও কি ইলিশ মাছ নাকি আপা ?

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

সুরঞ্জনা বলেছেন: সামুর সঙ্গে ফিরে আসুক সব পুরনো, পরিচিত মুখগুলি!
হ্যা, ইলিশের মাথা!

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই মেইলে ছোট্ট একটা নক করলে একটু ভালো হতো আপু :) । প্রয়োজন আছে বটে ;) [email protected]


আমাদের এই কাঙ্খিত আনন্দ চিরঅটুট হয়ে থাকুক।
পুরাতনদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠুক সেই পুরনো জমজমাট সামু ব্লগ।



২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সুরঞ্জনা বলেছেন: আমাদের এই কাঙ্খিত আনন্দ চিরঅটুট হয়ে থাকুক।
পুরাতনদের উপস্থিতিতে ব্লগ হয়ে উঠুক সেই পুরনো জমজমাট সামু ব্লগ।

ঠিক বলেছেন ভাই।

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সুরঞ্জনা বলেছেন: মেইল চেক করুন।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১০

জানা বলেছেন: আপু, এতো এতো আনন্দের ফুলঝুরি ঝরা পোস্টগুলোতে আসতে পারছিনা। সবার আনন্দ দেখে চোখে জল আসছে। সবার ভালবাসায় ভুলেই গেছি গত আটটা মাসের চুড়ান্ত অপবাদ মাথায় নিয়ে আমি কী করেছি, কেমন কাটিয়েছি। তোমাদের মত এত এত মানুষের ভালবাসা সবসময় আমার সাথে থেকেছে, শক্তিশালী করেছে। সৌভাগ্য আমার। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি খুব শিগগীর নিজের একাউন্ট থেকে একটা ব্যক্তিগত পোস্ট লিখবো আপু। এটা আমার দায়িত্ব কর্তব্য এবং ভালবাসা থেই লিখবো। এই মুহূর্তে একসাথে দেশ-বিদেশের মিডিয়া এবং কিছু বিশ্ববিদ্যালয়কে সংশ্লিষ্ট বিষয়ে সময় দিচ্ছি। পাশাপাশি আমার অসুস্থ শাশুড়ি মাকে বিশেষভাবে সময় দিচ্ছি। উনি আমাকে ছাড়া কিছুই বোঝেননা। আমি ওনাকে ছুঁয়ে থাকলেই উনি অনেক ভাল থাকেন। 'মা' সে নিজের হোক, বরের হোক কিংবা পরের হোক- আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। সাধ্যমত মত ভাল রাখার চেষ্টা করি।

সময় অভাবে সবার পোস্টে গিয়ে মন্তব্য করতে পারছিনা বলে মন ছটফট করছে। তবু জাদীদ আছে বলে রক্ষা। ও সম্ভাব্য চেষ্টা করে সবার সাথে থাকতে এবং ব্লগীয় নানান সমস্যায় সাহায্য করতে। আমি খুব শিগগীর ফিরে আসবো একটা ভালবাসাময় পোস্ট নিয়ে। তোমরা সবাই ভাল থেকো। অশেষ ভালবাসা।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




আপনি যখন ব্লগে অনেকটাই কম বিচরণ তখন এই ব্লগে আমার জন্ম বিধায় আপনার লেখালেখির সাথে পরিচিত হতে পারিনি ।
এখন কিছুক্ষন পুর্বে শ্রদ্ধেয় জাদিদ ভাই এর পোষ্টে আপনার বিষয়ে লেখা দেখে পরিচিত হতে এলাম । এসে আপনার ব্লগে এক বিশাল রত্ন ভান্ডারের সন্ধান পেলাম । কেন যে এই ব্লগে আগে বিচরন হয়নি তা ভেবে আফচুছ লাগছে । আশা করি এখন হতে আপনাকে নিয়মিত ব্লগে দেখতে পাব। এই বই মেলায় আপনার প্রকাশিত মুল্যবান পুস্তকটির সাফল্য কামনা রইল ।

১৮| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭

মেহবুবা বলেছেন: কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন ....

তোমরা এই ব্লগের এক একটা আলো, অনেকদিন পর পোষ্ট দেখে ভাল লাগছে (যদিও আমি নেই অনেক দিন এখানে);
সব ঠিক ছিল তবে কি সব খাবারের নাম দিলে সে সব দেখে রাগে মনে হোল অনেকদিন আসোনি সেই ভাল ছিল !!
তিল,তিষি আর কালো জিরা ভর্তা শুনেই লোভ হচ্ছে ।


ভাল থেকো সব সময় ।

১৯| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৮

জুন বলেছেন: সুরঞ্জনা তোমার মেইল আইডিটা দেবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.