![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিয়মিত লেখক। লেখার কোন বিষয় বস্তু নাই, যা ইচ্ছা হয় যখন।
নেটে বসে কাজ করার ফাঁকে ফাঁকে গান শোনাটা ভাল একটা বিষয়। আর মাঝে মাঝে লোক গান শুনতে খুব ইচ্ছা করে। মুশকিল হয় কি ... ভাল মানের লোক গানের জুক বক্স পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। কাজ করতে করতে এক ধরণের গান দিয়ে শুরু করলে অটোপ্লে -র কারণে বিচিত্র বিচিত্র সব গান প্লে হতে থাকে। তাই এখানে বেশ কিছু গানের জুক বক্স দেয়া হলো - মুলত নিজের সুবিধার জন্যই। তবে আপনাদের ঈষৎ কাজে লাগবে এই প্রত্যাশাতো মনের কোনে আছেই। গান গুলো কলকাতার নামি অডিও কোম্পানীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নেয়া। তাই লিঙ্ক হারিয়ে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। তো হ্যাপি লিসনিং।
জয়তী চক্রবর্তীর অ্যালবাম লোক। প্রত্যুষ বন্দোপাধ্যায় এর মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ জয়তীর গান গুলো খারাপ লাগবে না। আমা অডিও থেকে প্রকাশিত অ্যালবামে
১। সখি পিয়া
২। সে জানে
৩। মনের মানুষ
৪। মাহুত বন্ধু
৫। আসেন শ্যাম
৬। ভ্রমর কইও
শিরোনামে ৬টি গান আছে।
ই্মন চক্রবর্তীর অ্যালবাম হৃদাসনে। ইমনের গায়কীতে একটা অন্যরকম ব্যাপার আছে। একই সাথে পরিপক্কতা, বিষন্নতা আর পরীক্ষামূলক একটা বিষয়ের সন্নিবেশ আছে। সারেগামা থেকে প্রকাশিত অ্যালবামটিতে মোট ৮টি গান আছে।
১। ভ্রমর কইও গিয়া
২। হৃদাসনে সাজাইয়া
৩। জীবন নদীর কুলে কুলে
৪। তালই পালঙ্কে ঘুমাইসে
৫। কৃষ্ণপ্রেমে পোড়া দেহ
৬। ফুল গাছটি লাগাইছিলাম
৭। একদিনও উড়ি চালি যাইবো
৮। প্রভাত সময়ে শচীর আঙিনা মাঝে
শিরোনামে এ্ই গান গুলো অন্য ধরণের একটা আবেশ দেবে। নির্বাচনও ভালো।
সুরজিত আর তার বন্ধুদের অ্যালবাম ফোক কানেকশন। যেমন বেণী তেমনি রবে, কানাই হো, চোর ঢুকেছে ঘরে, কিশোরগঞ্জে মাসির বাড়ি, চিরল চিরল তেতুল পাতা, প্রাণ বব্ধেরো বাড়িতে- শিরোনামের মোট ৬টি গান আছে। আশা অডিওর ২০ বছর পূর্তিতে বের হয়েছিল অ্যালবামটি। গায়কী আর কম্পোজিশনে ভিন্নতা আছে। ভাল লাগতে পারে।
দীপান্বিতা চৌধুরীর বাংলা লোকগীতির অ্যালবাম রাই সুন্দরী। খুব ঝরঝরে কণ্ঠ দীপান্বিতার। তার অ্যালবামের সাথে কালিকাপ্রসাদের মত ব্যক্তি আছে। তাই লোকগানের গীতল একটা মেলডির দেখা পাওয়া যাবে এই অ্যালবামে। লোকগানের স্বকীয়তা হারালে শ্রুতি মধুর গান গুলি আনমেন শুনতে ভাল লাগবে। আশা অডিও প্রকাশিত এই অ্যালবামে মোট
১। বৃন্দাবন বিলাসিনী রাই
২। জলে যাইও না গো রাই
৩। খাঁচার ভিতর অচিন পাখি
৪। খেজুর গাছে হাতি বান্ধ
৫। প্রাণের বন্ধুয়া যায়
৬ । বারো মাসে তেরো ফুল
শিরোনামে মোট ৬টি গান আছে। রাধারমন, লালন সহ বিভিন্ন ধরণের লোকগীতি আছে অ্যলবামটিতে।
এবারে একটা অন্যরকমের অ্যালবাম। সলিল চৌধুরীর লোকগানের সঙ্কলন ভাসাইলি রে । গেয়েছেন তপন দে। তপন দে খুব ভাল না গাইলেও ঠিক ঠাক আছে। নতুন করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সলিল চৌধুরীর গানে একটা যাদু আছে। সলিল চৌধুরী পরীক্ষামূলক গান করলেও জনপ্রিয়তার মাপকাঠিতে পুরোপুরি সফল। এই বিরল সৌভাগ্য খুব অল্প মানুষের হয় - আর তারা নিশ্চিত ভাবেই - তার সময়ে প্রভাবশালী হয়- কালের যাত্রায়ও টিকে যান। আশা অডিওর প্রকাশিত এই অ্যালবামে
১। আমায় ভাসাইলিরে
২। সজনি ও সজনি
৩। ভাঙ্গা ঘরে ও বরষা
৪। ও মাঝি ভাইও
৫। হায় হায় কী হেরিলাম
৬। গঙ্গা গাঙ্গের তরঙ্গে
৭। মন ময়ুরপঙ্খী
৮। হেই সামালো হেই সামালো
৯। সুনয়নী সুনয়নী
১০। ইচ্ছা করে পরানডারে
শিরোনামে ১০ টি গান আছে। যেগুলোর মধ্যে অনেক গুলো খুবই জনপ্রিয়। গায়কিটা শুধু আরেকটা ভাল হলেইও অ্যালবামটা জমে যেত।
মাদলের অ্যালবাম সোন্দরী কমলা । ফোক গানের দল মাদলের গান অনেকেরই শোনা। আশা অডিও বের করেছে তাদেরই অ্যালবাম সোন্দরী কমলা। গানের নির্বাচনে আছে বৈচিত্র। গায়কীও মিউজিক অ্যারেঞ্জমেন্ট খারাপ লাগবে না। গানের কথার উচ্চারণ ভঙ্গীর ক্ষেত্রে আঞ্চলিকতা বজায় রাখার চেষ্টা করে পুরোপুরি সফল হতে না পারলেও আলাদা একটা স্বাদ দেয়।
১। ভালো করিয়া বাজান রে
২। ছুডো ছুডো ডেউ তুলি
৩। মাকার পরবে মাদনা ছোড়া
৪। বন্ধু জানিয়ারে জানলা না
৫। বিয়ের গাড়ী ঐ বুঝি আইসে
৬। সালতলে বেলা ডুবিল
৭। নিশীতে যাইও ফুলবনে
৮। অমৃত মেঘের বাড়ি
৯। সাজো সুন্দরী কইন্যা
১০। কি কমুগো ও ঠাকুরঝি
শিরোনামের ১০ গান বিভিন্ন স্বাদের। ভাল লাগবে।
চাইলে মাদলের আরেকটি অ্যালবামও শুনতে পারেন।
মাদলের রবীন্দ্রসংগীতের আরেকটি অ্যালবাম, সংগীত শ্রীকান্ত আচাযের। লোকগান নয়, তবে খুব ভাল অ্যালবাম, তাই এখানে রেখে দিলাম। নিজের জন্যই মূলত। শুনে দেখতে পারেন , খারাপ লাগবেনা। গ্যারান্টি দিচ্ছি।
আপনার লোক গান শ্রবন আনন্দের হোক। পরে আবার দেখা হবে এই সব অধিকাংশ গানের মূল ভুখন্ড- আমাদের বাংলাদেশের লোক গান নিয়ে। ভাল থাকবেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬
সুত্রধর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। সামুর জন্য এখন আর লিখতে আগের মত টান পাই না। তবে আপনাদের মন্তব্য সেই মরা আগ্রহে জোয়ার এনে দেয়।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: ফোক গান কদাচিৎ শোনা হয়। এইসবে আগ্রহ অতটা নেই। মাঝে মাঝে যখন মন চায় তখন একটু আধটু শুনি। যাই হোক - ভাল কালেকশন আপনার।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: ভালই সংগ্রহ!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
শরতের ছবি বলেছেন: ধন্যবাদ। নিজের কাছে রেখে সময় করে শুনব। শুভেচ্ছা রইল।