![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত বিরোধিতাকে পাকিস্থানের সমর্থনতুল্য মনে করার যুক্তিটি চরম হাস্যকর এবং আশঙ্কাজনক !
হাস্যকর এই জন্য যে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে চরম স্বার্থপর, কূটিল, সংকীর্ণমনা,প্রভুত্বসূলভ আচরণকে অপছন্দ করার সাথে পাকিস্থানের মতো একটি অকার্যকর রাষ্ট্রকে সমর্থ করার তুলনা একমাত্র আহম্মকরাই করতে পারে !
আর আশংকাজনক ভাবছি একারণে যে, নেপাল, শ্রীলংকা,মালদ্বীপ সহ ভারতের অধিকাংশ প্রতিবেশী রাষ্ট্রই ভারতের উপরোক্ত ঘৃণ্য আচরণসমূহের কারণে ভারতকে অপছন্দ করে থাকে ! এই সকল রাষ্ট্রের ভারত বিরোধিতার মানেই কি এই যে ওই সকল রাষ্ট্রই পাকিস্থানকে সমর্থন করে বা পাকিস্থানপ্রেমি ? এতগুলো দেশ পাকিস্থানপ্রেমী হওয়া তো খুবই আশঙ্কাজনক কথা !!!
বাংলাদেশের প্রতি উন্নাসিক মনোভাবের কারণে ভারত ও পাকিস্থান উভয় দেশেরই বিরোধিতা করা বাংলাদেশ প্রেমের সমতুল্য |
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
চাঁদগাজী বলেছেন:
লেখাটাও হাস্যকর
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: প্রকৃত দেশপ্রেমিকেরা অন্ধভাবে অন্য কোন দেশের বন্ধুত্ব কামনা করে না, অন্ধভাবে কোন দেশকে ঘৃণাও করে না। অপর প্রত্যেকটি দেশকে মূল্যায়ন করতে হবে নিজ দেশের প্রতি তাদের আচরণ দেখে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সম্পূর্ণ একমত - অন্য দেশ আমাদের প্রতি কি আচরণ করে তা দেখেই ওই দেশকে আমাদের মূল্যায়ন করা উচিত। অন্য দেশের চাপে পড়ে বা ওই দেশটির দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে নয়।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
জ্যাকেল বলেছেন: ভারত আমাদের বন্ধু উপরে, তলে শত্রু। পাকিস্তান উপরে নিচে শত্রু।
কেহই বন্ধু নহে। যারা জোর করে বন্ধু কল্পনা করে তাদের মধ্যে কুমতলব কিংবা বুদ্বিস্বল্পতা আছে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১২:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এরা কেহই প্রকৃত বন্ধু নহে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত কি হচ্ছে।