নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

আল ইয়ামামা অস্ত্র চুক্তি - সৌদি রাজপরিবারের সীমাহীন দুর্নীতি, লাম্পট্য এবং ভোগবিলাসের এক নজিরবিহীন অধ্যায়

০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

সৌদি আরবের সাথে ব্রিটেনের আল ইয়ামামা অস্ত্র চুক্তি সৌদি রাজপরিবারের সীমাহীন দুর্নীতি, লাম্পট্য এবং ভোগবিলাসের এক নজিরবিহীন কাহিনী। ১৯৮৫ সালে যুক্তরাজ্য ও সৌদি সরকার একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে । যার ফলশ্রুতিতে ১৯৮৫ - ৯৩ এর সমযকালে যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এবং প্রাসঙ্গিক সহায়তা/পরিষেবার বিপুল অংকের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ব্রিটেনের জন্য এই সর্বশ্রেষ্ঠ অস্ত্র চুক্তিটি বাগানোর জন্য প্রধান ঠিকাদার বি.এ.ই. (প্রাক্তন ব্রিটিশ এরোস্পেস) সৌদি রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের এবং সামরিক বাহিনীর অন্যান্য প্রাসঙ্গিক ব্যক্তিদের ৬ বিলিয়ন ডলারে উৎকোচ প্রদান করে ।

দুর্নীতি উন্মোচন হয় বিএই-এর মধ্যে হুইসল ব্লগারদের তথ্য, ডেভিড লেইগ এবং গার্ডিয়ান পত্রিকার রব ইভান্সের অনুসন্ধানী সাংবাদিকতা এবং লেখক ও কর্মী নিকোলাস গিলবির জাতীয় আর্কাইভের গবেষণায় ব্রিটিশ সরকারের ভুলে প্রকাশ হয়ে যাওয়া নথিগুলি উন্মোচিত করেছিলেন। যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিসের (এসএফও) তদন্তে উদ্ঘাটিত হয় যে প্রধান ঠিকাদার বিএই সৌদি রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের এবং সামরিক বাহিনীর অন্যান্য প্রাসঙ্গিক ব্যক্তিদের ৬ বিলিয়ন জিবিপি উৎকোচ প্রদান করতে হয় এই চুক্তিটি বাগানোর জন্য ।

সৌদি ক্রাউন প্রিন্সের ছেলে প্রিন্স বন্দর বিন সুলতান পেয়েছিলেন ১ বিলিয়ন জিবিপিরও বেশি। প্রমান পাওয়া যায় যুক্তরাজ্য সহ বিভিন্ন টুরিস্ট দেশে ভ্রমণের জন্য সৌদি রাজাদের বিনোদনের জন্য বিএই-র দ্বারা ব্যবহৃত লক্ষ লক্ষ পাউন্ডের 'স্লাশ ফান্ড' এর। বিশেষ করে সৌদি বিমান বাহিনী প্রধান প্রিন্স তুর্কি বিন নাসেরকে যুক্তরাজ্যের ভ্রমণ সংস্থা ট্রাভেলার্স ওয়ার্ল্ডের মাধ্যমে কমপক্ষে জিবিপি ৬০ মিলিয়ন মূল্যের সেবা প্রদান করা হয়, যেমন ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ খাবার, গাড়ি, সীমাহীন যৌন সেবা এবং আরও অনেক কিছু।

তবে ২০০৬ সালে সৌদিদের চাপের মুখে ব্রিটিশ সরকার কর্তৃক এসএফও তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল।

সৌদি রাজপরিবারের সীমাহীন দুর্নীতি এবং ভোগবিলাসের উপর নির্মিত কয়েক পর্বের ডকুমেন্টারি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন:

হাউস অফ সাউদ পর্ব -২
এবং
হাউস অফ সাউদ পর্ব -৩


তথ্যসূত্র:

David Leigh and Rob Evans, “BAE accused of arms deal slush fund,” The Guardian (online), Sep. 11, 2003, Click This Link.

Samuel Perlo-Freeman, “The Al Yamamah Arms Deals” World Peace Foundation(online), 5 May 201১
Click this link






মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: সৌদি এওটা বর্বব রাষ্ট্র।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বর্বরতার চূড়ান্ত |

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


সৌদীদের কাজকর্ম রূপকথা থেকেও বিস্ময়কর

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তারা আলিফ লায়লার চেয়েও বিশ্বয়কর রূপকথার জন্ম দিচ্ছে | ;)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওরা এখন অপকর্মে লিপ্ত! তারপরও ওরা স্বপ্ন দেখে বিশ্বমুসলিমের নেতৃত্ব দেয়ার!

পুস্টটি ভাল লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ | কিছু চামচা মুসলিম দেশের রাজাবাদশাদের সমর্থন থাকায় বিশ্বমুসলিমের নেতৃত্ব দেয়ার স্বপ্ন তারা দেখতেই পারে |

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



সৌদি রাজপরিবারের অন্যায় অবিচার ধরার সাহস কারও আছে পৃথিবীতে? আমেরিকা তো বরাবর তাদের কব্জায়।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যেদিন তাদের ভাণ্ডারে তেলের মৌজুদ থাকবে এবং তারা মুসলিম বিশ্বকে কব্জায় রাখতে পারবে ততদিন তাদের টিকিটিও কেউ ছুতে পারবে না । যেদিন সৌদি জনগণ জেগে উঠবে তখন হয়তোবা তাদের টনক নড়তে পারে ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

ফেনা বলেছেন: এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি ........

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাওয়ার কোনোই শেষ নাই । ;)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ স্বামী বিশুদ্ধানন্দ- অস্ত্র আমদানিতে সৌদী আরব বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। 2017 সালে সৌদী আরবের defence budget ছিলো 69.4 বিলিয়ন (6,940 কোটি ) US ডলার । টাকার হিসাবে অকল্পনীয় (6940×85 = 5,89,900 কোটি !!!) । স্বাভাবিক কারণেই এই বিপুল অস্ত্র বিক্রয়ের contract বাগিয়ে নিতে পাশ্চাত্যের অস্ত্রবিক্রেতারা ঝাঁপিয়ে পড়ে এবং রাজপরিবারের সদস্যদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দেয়।


সৌদী রাজপরিবার বিপুল অর্থবিত্তের মালিক। স্বাভাবিক কারণেই ভোগ বিলাসিতা,লাম্পট্য ও দুর্নীতিরগ্রস্হ। সৌদী জনগণের হিসাব চাওয়ার কোনো অধিকার নেই। তার উপর তারা মক্কা ও মদিনা শরীফের খাদেম , ইসলামের জন্মভূমির কারণে সারা পৃথিবীর মুসলিমদের কাছে বিশেষভাবে সম্মানিত। ফলে মুসলিম বিশ্বের নেতা,জনগণ,আলেম-উলেমারা ভূলেও সৌদী রাজপরিবারের সমালোচনা করে না ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ স্বামী বিশুদ্ধানন্দ- অস্ত্র আমদানিতে সৌদী আরব বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। 2017 সালে সৌদী আরবের defence budget ছিলো 69.4 বিলিয়ন (6,940 কোটি ) US ডলার । টাকার হিসাবে অকল্পনীয় (6940×85 = 5,89,900 কোটি !!!) । স্বাভাবিক কারণেই এই বিপুল অস্ত্র বিক্রয়ের contract বাগিয়ে নিতে পাশ্চাত্যের অস্ত্রবিক্রেতারা ঝাঁপিয়ে পড়ে এবং রাজপরিবারের সদস্যদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দেয়।


সৌদী রাজপরিবার বিপুল অর্থবিত্তের মালিক। স্বাভাবিক কারণেই ভোগ বিলাসিতা,লাম্পট্য ও দুর্নীতিরগ্রস্হ। সৌদী জনগণের হিসাব চাওয়ার কোনো অধিকার নেই। তার উপর তারা মক্কা ও মদিনা শরীফের খাদেম , ইসলামের জন্মভূমির কারণে সারা পৃথিবীর মুসলিমদের কাছে বিশেষভাবে সম্মানিত। ফলে মুসলিম বিশ্বের নেতা,জনগণ,আলেম-উলেমারা ভূলেও সৌদী রাজপরিবারের সমালোচনা করে না ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সহমত ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:


সৌদী কে এখনো বাংলাদেশের মানুষ পুজা করে । অথচ তারা জানেই না যে এরা হাতের কাছে পেলে জুতার ময়লা বানিয়ে ছাড়বে । এদের মত বর্বর নাই ।

ইয়েমেনে যা করতে তার হিসেব এক দিন দিতে হবে । যদিও এটাতে আমেরিকার হাত আছে ।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নিজের বিবেক যদি সাফ থাকে তবে আমেরিকা কেন, শয়তানও কাউকে প্রভাবিত করতে পারে না | সৌদিরা যদি মানুষ হতো তবে এতো দুর্নীতি এবং বর্বরতা করার সুযোগ থাকতো না |

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবাইকে সব কিছু খেসারৎ দিয়ে যেতেই হবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সহমত | তেল শেষ হয়ে গেলে সৌদিদের অন্য দেশে কামলা দিয়ে খেসারত দিতে হবে

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

মায়াবী ঘাতক বলেছেন: নিজের বিবেক যদি সাফ থাকে তবে আমেরিকা কেন, শয়তানও কাউকে প্রভাবিত করতে পারে না |

অনেক দামী একটা কথা বলেছেন। মুসলিমরা সহজে এই কথাটা বুঝতে পারে না। শুধু দিনরাত ইস্রাইল-আমেরিকাকে গালাগালি করে। একবারও নিজেদের দুর্বলতা কোথায় সেটা বুঝার চেষ্টা করে না।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ |
দুর্ভাগ্য আমাদের | অধিকাংশ মুসলিম রাষ্ট্র নিজেদের বিচারবুদ্ধি, বিবেকের বদলে এই সকল বহুরূপী ধর্মের তথাকথিত ধ্বজাধারীদের অন্ধভাবে অনুসরণ করে থাকে |

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: দুর্নীতি ও লাম্পট্যের শিখরে উঠেছে সৌদি রাজ পরিবার। এর খেসারত তাদের দিতেই হবে, কিন্তু আমাদের জীবদ্দশায় হয়তো তা আর দেখে যেতে পারবো না।

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুঃখিত খাইরুল আহসান ভাই | নোটিফিকেশন মিস করায় আপনার মন্তব্যে উত্তর দেয়া হয় নাই | আপনার সাথে সহমত - আমাদের জীবনদ্দশায় সৌদি বাদশাহদের দুর্গতি বা খেসারত দেয়া দেখে যেতে পারবো বলে মনে হয় না | তেলের প্রয়োজন যতদিন থাকবে ততদিন সৌদি লম্পটদের দৌরাত্ব কমবে বলে মনে হয় না |

১২| ২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। সৌদিদের জাউড়ামি, চুরি বদমাইশি, লাম্পট্য সম্পর্কে আপনি আংশিক চিত্র তুলে ধরেছেন মাত্র। বর্তমান সৌদি আরবের সব চাইতে বর্বর চরিত্র হচ্ছে যুবরাজ মোহাম্মদ সালমান। +

৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ। সৌদিদের রাজপরিবারের দুর্নীতি ও নৈতিক স্খলন নিয়ে সিবিসির ডকুমেন্টারিগুলোর লিংক দেয়া হলো - সময় থাকলে দেখতে পারেন।

হাউস অফ সাউদ - ৩টি পর্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.