নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খন্দকার আলমগীর হোসেন

খন্দকার আলমগীর হোসেন

ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

খন্দকার আলমগীর হোসেন › বিস্তারিত পোস্টঃ

নাঈমা নামের একটি মেয়ে

০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৯

নাঈমা নামের একটি মেয়ে পরের বাড়ী কাজ করে,

রান্না সারে কাপড় কাচে শুকনো কাপড় ভাঁজ করে ।

নাঈমা দ্যাখে সেই বাড়ীতে একবয়েসী ফারজানা,

পুতুল খেলে ইশকুলে যায়, কততো পড়া তার জানা ।

আল্লাতালা এমন সুযোগ ক্যান দিল না নাঈমারে,

অমনতরো প্রশ্ন যে তার ছোট্ট মনে ঘাই মারে ।

বুকের কথা আগলে বুকে নাঈমা তবু বাসন মাজে,

কাজ না করে ফিরলে বাড়ী করবে ভীষন শাসন মা যে ।।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০১

অগ্নিবীনা বলেছেন: সুন্দর।

০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৪

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: সুন্দর বলার জন্য কৃতজ্ঞ ।

২| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫০

মেহেরুবা বলেছেন: দারুণ ছন্দ! দারুণ মিল!
সবমিলিয়ে খুব সুন্দর!

০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৭

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: পাঠকের সুন্দর লাগলেই না সার্থকতা । অনেক ভাল থাকুন।

৩| ০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৩

এইচ এম বাশার বলেছেন: একটি মেয়ে

নাঈমা নামের একটি মেয়ে
পরের বাড়ী কাজ করে,
রান্না সারে কাপড় কাচে
শুকনো কাপড় ভাঁজ করে । ।

নাঈমা দ্যাখে সেই বাড়ীতে
একবয়েসী ফারজানা,
পুতুল খেলে ইশকুলে যায়,
কততো পড়া তার জানা ।।

আল্লাতালা এমন সুযোগ
ক্যান দিল না নাঈমারে,
অমনতরো প্রশ্ন যে তার
ছোট্ট মনে ঘাই মারে ।।

বুকের কথা আগলে বুকে
নাঈমা তবু বাসন মাজে,
কাজ না করে ফিরলে বাড়ী
করবে ভীষন শাসন মা যে ।।


----এভাবে পড়লে কামন হয়.?

অনেক সুন্দর ++++++

০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০০

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: আপনি যেভাবে লিখেছেন, ওভাবেই পড়তে হবে । ছন্দটা সেভাবেই তৈরী । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৪

মনিরুল হাসান বলেছেন: ১। চমৎকার কবিতা, পোস্টে +।

২। পাঁচ নাম্বার লাইনে 'ক্যান' শব্দটি পছন্দ হচ্ছে না। পাঁচ নাম্বার লাইনটি এভাবে লিখলে কেমন হয় -

এমন সুযোগ আল্লাহ কেন দিলো না যে নাঈমারে,
অমনতরো প্রশ্ন যে তার ছোট্ট মনে ঘাই মারে।

৩। প্রতিটি ২য় লাইনের শেষে শব্দের পরে ও দাঁড়ির মাঝে স্পেস রয়েছে। স্পেসটি বাদ দিলে ভালো হবে।

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১:৫১

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: নাঈমার জবানীতে "ক্যান" শব্দটাই আমার বিচারে একটু বেশী মানানসই, সেজন্যেই ইচ্ছাকৃতভাবে দেয়া । আমার অন্যান্য লেখায় "কেন" ব্যবহার করেছি দেদার ।

দাঁড়ির মাঝে স্পেস না দিলে কখনও সখনও আকারের মত মনে হয়। আপনার পরামর্শে পরের লেখাটা স্পেস না দিয়ে পোস্ট করব ।

অনেক ভাল থাকুন ।

৫| ১০ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৮

শোশমিতা বলেছেন: চমৎকার!! ভাল লাগলো +

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৪

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখাটা পড়েছেন বলে ।

৬| ১০ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর ছড়া

১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৬

খন্দকার আলমগীর হোসেন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম । শুভেচ্ছা নিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.