নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

বুক টা সুখে ভরে গিয়াছিল........!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

রাতে ঠিক ভাবে ঘুম হয়নি, তাই হয়তো সকাল থেকে চোখ দুটো খুব জ্বালাপোড়া করছিল :( , পাত্তা না দিয়ে ই অফিসে চলে গেলাম- এই সব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ঘামালে অন্তত আমার মতো দিনে আনা দিনে খাওয়া লোকদের চলেনা :(, কারণ চোখের সামনে সবসময় ই ভেসে বেড়ায় আমার ফেলে আসা অতিত, আজ ও আঁতকে উঠি, আজও দুস্বপ্ন মুখোমুখি হতে হয়- আমাকে। আর তোকে তাই হয় তো সে দিন ইচ্ছে করেই ডাকি নি, চাই নি আমার দুস্বপ্নের মাঝে জড়াতে... :) শুধু বলি ভালো থাকিস.... শভেচ্ছা রইল.....



যাকগে সেই সব.. অফিসে এসেই দেখি ইমারজেন্সি ডিপার্টমেন্ট মিটিং কল করেছে :(, মিটিং এ উপস্থিত হয়ে দেখি সব সিনিয়র আগে থেকে ই বসে আছেন :( ভাবছি আজকে বুঝি কপালে বাঁশ ছাড়া আর কিছুই নাই মনে হচ্ছে.... কিন্ত এ কি...!! একজন এরাবিয়ান সিনিয়র আফসার হঠাৎ করে ই ভাঙ্গাভাঙ্গা বাংলায় বলছেন "মোজাম্মেল পহেলা ফাল্গুন শভেচ্ছা"

আমি মনে হয় ভুল শুনছিলাম তাই সরি বলতে ই ভদ্রলোক আবার ও বল্লেন "পহেলা ফালগুনের শভেচ্ছা", সত্যি মন টা খুব ই ভালো হয়ে গেল :), আমি তার কাছ থেকে জান তে চাইলাম তুই কি করে বাংলা জানিস আর কি করে জানিস আজ পহেলা ফাল্গুন.. ?? জানেন সে কি বলে ? বলে আমি ঢাকা- বারিধারা ২ বছর ছিলাম, আমি বাংলা জানি, পহেলা ফাল্গুন জানি, সে বলে আমি রমনা গিয়েছিলাম.... সে বলে- তোদের দেশ সুন্দর।



সত্যি মন টা খুব ভালো হয়ে গেল, বুক টা সুখে ভরে গিয়াছিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: মা বলছে ছেলেকে : স্কুলে যা,
ছেলে : না যাবো না, আমি জব করবো।
মা : ফাজিল, ক্লাস টু তে পড়িস তুই কি জব করবি?
.
.
.
.
.
.
.
ছেলে: ক্লাস ওয়ান এর মেয়ে কে পড়াব ।

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৭

রায়হান চৌঃ বলেছেন: নূর সাহেব.......... আকার ইংগিত কম বুঝি, সরাসরি বলেন......... ভালো লাগবে

তবে আমার মতো ঠোট কাটা অপবাদ না নেয়া ই ভালো... ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.