![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
জল না দিলে এমনি কেবল একটু ছুঁয়ো ।
চোখের কোণে ঝর্না ধারায়
স্নান হবে মোর...
জল না দিলে কেবল একটু ছুঁয়েই দিও,
এক শিশিরেই রাত্তিরে মোর ছলকাবে ভোর ।
এমনি ছুঁয়ে আমায় যদি গ্রহণ তুমি নাও বা করো,
তবুও আমার নিজের কাছে-
নিজের দামটা বাড়িয়ে দিও ।
এক জীবনের নষ্ট শ্বাসের বৈরী হাওয়ার বেতাল বেণু
বইতে নারি রাত বিরাতের মদ্যপায়ির অসুখ মনে,
জ্ঞান হারানোর এই রাতে মোর চক্ষু দুটির ঘোরের নেশায়,
কণ্ঠ নালির মরুর সম তৃষার লাগি জল না দিলেও-
একটু কেবল ছুঁয়েই আমায় শান্তি দিও ।
মাতাল চোখের তপ্ত ধারায় দীর্ঘ যুগের খরার শেষে-
শেষ একটি বার তোমার ছোঁয়ায় সমস্ত রাত-
চাতক হয়ে ভিজতে দিও।
এই ভিখারির একটি আকুল আর্তনাদের জবাব দিও ।
না বলা সেই পুরনো এক কথার মানে আজকে বুঝো।
শেষ একটি বার বিদায় দিও !
...জল না দিলে কেবল একটু ছুঁয়েই দিও ।
*********** *********** *********** ********** ********** **********
২.
আমার কাছে জল চেয়েছো তুমি
কেমন করে রাত্রি পোহায় বলো...।
শিশির যদি এই রাতে না ঝরে
কেমনে হবে দু চোখ ছলো ছলো।
এই নীশিথের কাব্য তোমার লেখা,
এই জীবনে নাই বা সকাল এলো...
২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০
SwornoLota বলেছেন: জ্বি আপনি যথার্থই বলেছে অনর্থদর্শী। অনেক ধন্যবাদ মতামতের জন্য।
শব্দগুলো আসলেই পুরোনো ধারার সাহিত্যে ব্যবহৃত হতো যা আজকাল বেশি দেখা যায় না।
আসলে যখন লিখি , তখন হিসেব নিকেশটা মাথায় অতোটা থাকে না। লিখার টানে লিখে যাই। তাই বহুবিধ রকম প্রকারের মিলমিশ লক্ষনীয় আমার লেখায়।
তাছাড়া, সাহিত্যে তো কত কিছুই অনুমিত। অত আর ধরা হ্য় কই।
২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬
অনর্থদর্শী বলেছেন: হুমম, তা ঠিক, তবে কানে লাগে, যাই হোক কবিতাটি সুন্দর সে বিষয়ে সন্দেহ নেই।
২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
SwornoLota বলেছেন: দুঃখিত। কানে লাগলে তা সত্যিই কষ্টকর হয়। বুঝতে পারি।
আচ্ছা আপনি বরং অন্য কবিতাগুলো দেখুন। আশা করি সমস্যাটা সব ক্ষেত্রে এতো প্রকট হবে না। ধন্যবাদ।
৩| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
SwornoLota বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। এবং শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১১
অনর্থদর্শী বলেছেন: কবিতাটি বেশ, সুন্দর ছন্দ, ঝরঝরে শব্দে বোনা।
কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আচ্ছা 'লাগি', 'মোরে', 'বইতে নারি' শব্দগুলো একটু পুরোনো লাগছে না? মানে এখনকার কবিতায় এদের ব্যবহার তো প্রায় হয়ই না?