নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

সৈয়দ আবুল ফারাহ্‌

এখানে ওখানে ঘুরি। শুনি, পড়ি, হাঁটি, খেলি।

সৈয়দ আবুল ফারাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

আলো,

তুমি জানো, আমাদের চোখ দেখে মনকে দিয়ে - মনের আলোয়। কথা প্রসঙ্গে তুমিও সেদিন জানতে চেয়েছিলে আমার মন কি বলে? মন কি অনুভব করে? সেদিন সন্ধ্যায় হঠ্যাৎ বিদুৎ্য চলে যাওয়ায় তুমি দেশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালাতে গিয়ে তোমার রূপ-এর ঝলক আমার চোখ-মুখ-বুক আলোকিত করে ফেলেছে। আলোর আভায় উদ্ভাসিত। অন্ধকারে মোমের আলো তোমাকে চাঁদ বানিয়ে দিল! চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় তোমার আঁকা ছবিতে তুমি খুব সুন্দরভাবে ছেলেটির হাসি ফুটিয়ে তুলেছো। আমি তাতে আমাকে খুঁজে পেয়েছি। শিল্পকলা একাডেমী থেকে তোমার আঁকা ছবিটি আমি সংগ্রহ করে খুব যত্ন করে বাঁধাই করেছি। তোমাদের ঘরের সামনের পেয়ারা গাছে উঠে পেয়ারা খাওয়ার উচ্ছলতা, খেলার উঠানের চঞ্চলতা, আর স্কুলে যাওয়ার পথের সঙ্গিদের সাথে কথকথা বারবার মনে পড়ছে।

তুমি কেমন আছো ? আজ সকালে তোমার মায়ের সাথে গানের রেওয়াজ করেছো ? কোচিং ক্লাসে যাওয়ার সময় অন্যদের সাথে একসাথে যেও। প্রতিদিনকার কথাগুলো তোমার মা-বাবার সাথে তাঁদেরকে বন্ধুর মতো বলো।

আমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ে বলেছে স্নেহ ও ভালবাসার মধ্যে বড় হতে থাকা কিশোর-কিশোরীরা নিকটাত্মিয় দ্বারা নির্যাতিত হয়। যেমন- যৌন নির্যাতন, শিশু বিবাহ, মানসিক আঘাত, শারীরিক নির্যাতন, যৌতুক, সামাজিক চাপ সৃষ্টি ইত্যাদি। আসলেও তো তাই। শিশু বিবাহ, বা যৌতুকের সিদ্ধান্ত তো মা-বাবাই নেয়। তাঁরা বুঝে বা না বুঝেই এসব সিদ্ধান্ত নেয়। আমার মনে হয়, আমরা চাইলেই আমাদের এসব সমস্যার সমাধানের চেষ্টা করতে পারি। তোমার কি মনে হয় ? শিশু-কিশোর-কিশোরীরা কি কি ভাবে নির্যাতিত হয়, এসব নির্যাতনে কি কি ক্ষতি হয় তা পরিবারে বার বার আলোচনা হওয়া দরকার। আমাদেরকে পরিবার থেকে শুরু করতে হবে।

পাড়ায় নতুন একটি মেয়ে এসেছে। সে অনেক কিছু জানে, পারে এমন ভাব দেখায়। আমি বলেছি, যা জানো, তা অন্যদের জানাও, সবাইকে বন্ধু কর।

ইতি - সূর্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.