![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেন্ডার বৈষম্যের ফল "শিশু বিবাহ" শিশুকে বিবাহ-সংসারে উপযুক্ত হওয়ার আগেই পরিবারের শিকলে বাঁধে। সে কৈশোরে গর্ভধারণের ঝুঁকিতে পড়ে। লেখা-পড়া বন্ধ হয়ে যায়। স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। কখনো কখনো যৌন ও প্রজনন অঙ্গের ক্ষতি হয়। পরিবারে, সমাজে এমনকি সমবয়সী অন্য মেয়েদের চেয়ে পিছিয়ে পড়ে। লিঙ্গ বৈষম্যের নানান প্রক্রিয়া শিশুকে দারিদ্রের দুষ্ট চক্রে ফেলে দেয়। কিশোরী বিবাহের মাধ ্যমে দারিদ্র কিশোরী মা থেকে পরবর্তি প্রজন্মে সম্প্রসারিত হয়।
বিয়ে একটি চুক্তি। আইন অনুযায়ী চুক্তিতে সম্মতি দেওয়ার যোগ্যতা হওয়ার আগেই শিশু বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। শিশু বিবাহের ফলে পরিবারের খরচ চালানোর অর্থ উপার্যনের নিয়মিত উপায় তৈরী না করেই ব্যয়ের পথ তৈরী হয়।
শিশু বিবাহে ছেলে ও মেয়ের অসামঞ্জস্য বয়স ব্যবধানে নানান ঝুঁকি থাকে। শিশু বিবাহ দিয়ে শিশুকে ইভটিজিং থেকে রক্ষার চেষ্টা করা হয়। অন্যদিকে শিশুটিকে প্রজনন অঙ্গের ক্ষতি, ভুল যৌন আচরণ বা তালাকের ঝুঁকিতে ফেলে দেয়। কখনো কখনো সন্তানকে নিয়ন্ত্রণে আনার জন্য ও পরিবারের প্রতি মনোযোগী করার জন্য শিশু বিবাহ ঘটে। এসব বিয়ে কিশোর-কিশোরীরা মেনে নিতে পারে না যা পরকীয়া, তালাক ও বহুবিবাহের পথ তৈরী করে।
কখনো অবৈধ যৌন সম্পর্ক বা অবৈধ যৌন সম্পর্কের ফলে গর্ভধারণ-এর পরিণতি হয় শিশু বিবাহ। এসব ক্ষেত্রে পরিবারের সুনাম রক্ষার জন্য গোপনে শিশুকে বিয়ে দিয়ে দেয়। বাবা-মায়ের প্রতিজ্ঞা, কম খরচে বিয়ে দিয়ে দেওয়া, মেয়ে পরের বাড়ির - তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়াই উত্তম, পরিবারের ব্যয় কমানো ইত্যাদি ধারনা থেকে শিশু বিবাহ হয় এবং শিশুকে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের ঠেলে দেয়।
শিশু বিবাহে সন্তান জন্মদানের সময় শিশুর মৃতু ্য এবং দুর্বল ও কম ওজনের শিশু জন্মানোর সম্ভাবনা থাকে। মা-এর মৃতু ্য ঝুঁকিতো রয়েছেই।
পৃথিবীতে প্রতিবছর দেড়কোটি মেয়ে ১৮ বছরের আগে বিয়ে হয়। শিশু বিবাহের মাধ্যমে প্রতি মিনিটে ২৮টি মেয়ে বিপদজনক জীবনে প্রবেশ করছে। বর্তমানে পৃথিবীতে ৭০ কোটি মহিলা জীবিত আছেন যাদের ১৮ বছরের আগে বিয়ে হয়েছে। যদি বাল্য বিবাহ বন্ধ না হয় তবে ২০৫০ সালে ১২০ কোটি মেয়ের শিশু বিবাহ হবে। বিবাহিত ৯০% কিশোরী গর্ভধারণ করে। শিশু বিবাহ মা ও শিশু মৃতু ্যর অন্যতম কারণ।
শিশু বিবাহ বন্ধে আইন আছে, কিন্তু তার প্রয়োগ পর্যাপ্ত নয়। মানুষ যথেষ্ট সচেতন নয়। কুফলগুলো জানে না বা বুঝে না। শিশু বিবাহ বন্ধের কাজ শুরু করতে হবে শিশুর নিজ থেকে, তার পরিবার থেকে। পরিবার বুঝলে তার সমাজ বুঝবে, দেশ বুঝবে। আসুন সবাই মিলে একসাথে বলি "১৮-এর আগে বিয়ে নয়, ২০-এর আগে সন্তান নয়"।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ভ্রমরের ডানা, আপনাকে ধন্যবাদ। আমরা বাল্য বিবাহ বন্ধের জন্য কাজ করব। যদি কোন কারণে বাল্য বিবাহ হয়ে গেলে যেন সন্তান ধারণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় মা ও শিশু উভয়ের জীবন ঝুঁকিতে থাকবে।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
ভ্রমরের ডানা বলেছেন: বাল্যবিবাহ একটি অভিশাপ। তাই আমাদের আরো সচেতন হতে হবে! আশেপাশে ঘটা বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে!