![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ইসলামি রাজনীতিবিদের উচিত শেখ হাসিনা খালেদাজিয়া কে ধন্যবাদ দেয়া।কারণ এই দুই নেত্রি তাদের বার বার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বাবারা তোমরা এখন এক হউ।এখনও এক হউ। না হয় তোমাদের অস্তিত্ব থাকবে না।কিন্তু আফসোস যত দিন যায় আমাদের ইসলামি রাজনীতিকরা আরও বিভক্ত হয়েই চলেছেন।আমি বাংলাদেশ ইসলামি দলগুলোর মত এত প্রজননশীল উর্বর আর কোন দল কে দেখি নাই।বাবা দল করেন বাবার যদি দুই ছেলে থাকে তাইলে কে নেতা হবে না নিয়ে সেই দল দুভাগ হয়ে যায়।একটা হল প্রকৃত অতা ইসলামি দল আরেকটা হল অতা দল।এরকম আপনি আর কোন মতাদর্শ বাদি দলে খুবি কম দেখবেন।
২| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
মুসাফির নামা বলেছেন: বাবারা যে এখনও আতেল রয়ে গেল।
৩| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সৈয়দ ফরহাদ বলেছেন: এক দিন বুঝবে যখন সময় থাকবে না।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: কে শোনে?