নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্মদ

উন্মাদ ছুটছে

হামিম কামাল

বিজ্ঞানকে ধ্রুবতারা মেনে পথ চলি। প্রতিটি দিক পরিবর্তন তাই অর্থবহ।

হামিম কামাল › বিস্তারিত পোস্টঃ

শুভ্রা, বাহিরে সন্ধ্যা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

শুভ্রা, বাহিরে সন্ধ্যা। তোমার সাথে কিছুক্ষণ আগে কথা হল। পুরোন মাথা ব্যাথা আবার ফিরে এসেছে, কষ্ট দিচ্ছে। তুমি কোনভাবে বাসায় পৌঁছুতে পারলে সেখানে সবান্ধব পরিবেশে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি শাহবাগে চলে আসবে। আমার বেরোতে রাত নয়টা বাজবে, তুমি অপেক্ষা করে থাকবে সোহরাওয়ার্দীতে। আমরা লালন মঞ্চের কাছে বসে চা খাব, আর সিগারেট। তারপর শেষ হলে চলে যাব রমনা পার্ক। রাতের পার্ক, খুব শীতল আর ভৌতিক হয়ে থাকবে। তুমি ভয় পেয়ে আমার সঙ্গে সেঁটে থাকবে। আমি তোমার উষ্ণতা নেব। রমনার অস্তাচল দিয়ে বেরিয়ে আমরা মিন্টো রোড ধরে হাঁটবো। সেখানে প্রথমবারের মত আমরা শীতের ঘ্রাণ পেয়েছিলাম। বেইলি রোডের হলদে আলোর নিচ দিয়ে যাবার সময় আরেকবার চা চলতে পারে ফুটপাথে বসে। তুমি কি আমার কাঁধে একটু মাথা রাখবে না? আমি তখন পুরুষের ভেতর পুরুষ হয়ে উঠব, আর তুমি নারীর ভেতর আরো বেশি নারী।

আমরা হেঁটে হেঁটে ভাবছি খিলগাওএর দিকে চলেছি, কিন্তু কখন পথ আমাদের ঘুরিয়ে দিয়েছে কমলাপুরের দিকে আমরা কি তা টের পেয়েছি? সেখানে পৌঁছুবার পর খবর আসবে, একটামাত্র ট্রেন, রাত একটা বেজে পনের মিনিটে সমুদ্রের দিকে ছেড়ে যাবে। আমরা ট্রেনটার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে পাব ভৌতিক এক ট্রেন। আমাদের জন্যে নির্দিষ্টে আসনে পৌঁছে দেখব কেউ নেই আর সেই কম্পার্টমেন্টে। পুরো ট্রেনটা চলতে শুরু করার আগে আমরা জানতেই পারব না যে, শুধু সেই বগিতে কেন, পুরো ট্রেনেই কোথাও কেউ নেই। তুমি ভয় পেয়ে যাবে। আমি তোমার কপালে চুমু খেয়ে তোমাকে গাঢ় করে বুকে চেপে রাখব। আমরা আমাদের বগি থেকে বেরিয়ে একটা স্লিপিং বাথে ঢুকে পড়ব, এবং অতি অবশ্যই সেখানে থাকবে না কেউ। তুমি জানালার কাছে, বিছানায় পা ঝুলিয়ে বসবে। রুমের কোণে কফি রাখা থাকবে, জানিনা কোথা থেকে আসবে। আমরা দুটো শাদা মগে, উঁহু, একটাই মগে দুজনেই চুমুক দেব। বাহিরে ট্রেনটা তখন নদীর ওপর সরু সেতু দিয়ে যাচ্ছে...

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

জাফরিন বলেছেন: ভীষন চমৎকার কিছু শব্দমালা। মনে হচ্ছিল যেন আমার নিজেরই কথা অথবা গল্প!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

হামিম কামাল বলেছেন: ঠিক যেমনটা আমি চাই... অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক সুন্দর লেখা। খুব ভালো লাগলো সরল কথন। আমি আরো পড়িতে চাই

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

হামিম কামাল বলেছেন: ধন্যবাদ ভাই। আর আপনার চাহিদা পূরণ হবে বলে আমারও এখনও পর্যন্ত বিশ্বাস আছে, হাহাহা!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

শাহেদ খান বলেছেন: মোহময় দৃশ্যকল্প !

আপনাকে এতদিন পর আবার ব্লগে দেখে ভাল লাগছে। আপনার লেখা সেই 'মথ' গল্প'টা মাথার ভেতর স্টিকি হয়ে আছে এখনও !

শুভকামনা, সবসময়ের।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

হামিম কামাল বলেছেন: ধন্যবাদ গীতিকবি! সে গল্প এখনও মনে আছে! শুভকামনা আপনার প্রতিও।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

হামিম কামাল বলেছেন: হাসান ভাই।
এবার কন্টিনিউইটি রাখতে চাইছি।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

ব্লাক উড বলেছেন: লেখায় নতুনত্ব আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

হামিম কামাল বলেছেন: প্রীত হলাম অসিত অরণ্য! হাহা.. ভালো থাকবেন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

ইসতিয়াক অয়ন বলেছেন: মনে হল -খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেছে !!!
দারূন !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

হামিম কামাল বলেছেন: আরে অয়ন, কেমন আছো.. আমারও তেমনটাই মনে হয়েছে।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: কাব্যিক গল্প!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

হামিম কামাল বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। কেমন চলছে আবৃতি?

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কথামালা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

হামিম কামাল বলেছেন: বটে! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.