নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্মদ

উন্মাদ ছুটছে

হামিম কামাল

বিজ্ঞানকে ধ্রুবতারা মেনে পথ চলি। প্রতিটি দিক পরিবর্তন তাই অর্থবহ।

হামিম কামাল › বিস্তারিত পোস্টঃ

নারী ছিল আদিপ্রাণ

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

নারী ছিল আদিপ্রাণ। সেটাও বহুকোষী প্রাণের উদ্ভবের অনেক অনেক কাল পরের কথা। প্রাণঅনুর গঠন যখন অভিযোজনে আরও জটিল রূপ অর্জন করলো তখন একদিন পুরুষবোধক প্রাণের উদ্ভব হলো। তারও শত কোটি বছর পর বিবর্তনে মানুষ এলো। পুরুষ মানুষেরা কৃষি আর শিকারধর্মী শ্রমবিভাগের দৌলতে পেশি নিলো। সঙ্গে কতৃত্ব নিলো। নারী কর্তৃত্ব থেকে সরে সরে যেতে থাকলো।

নারীদের সেই প্রাচিনত্বের দিকে ফিরতে হবে। আবার সমতা আনতে হবে। হুমায়ুন আজাদের গ্রন্থ ‘নারী’ নিষিদ্ধ করার পেছনে যাদের প্রচ্ছন্ন ও প্রকট ভূমিকা ছিল- তাদের উল্লেখযোগ্য অংশ ছিল নারী। অনাকাঙ্ক্ষিত। বিপরীতে গিয়ে নিজেদের জাগাতে যে ঐহিক বা বাস্তবতাবাদি জ্ঞানচর্চা প্রয়োজন। এর মধ্য দিয়ে নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে নারীদের। পুরুষের সঙ্গে নিরন্তর অভিঘাত তাদের যেন পিছিয়ে দিতে না পারে আর। এমন প্রত্যয় জাগুক।

প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে বিবাহিত নারীদের নাম থেকে স্বামীপরিচায়ক অংশ অন্তর্হিত হোক।

নারী দিবসের আগাম শুভেচ্ছা আমার স্ত্রী যাহরা জাহান পার্লিয়াসহ আর সকল নারীকে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭

রাসেলহাসান বলেছেন: ভালো লিখেছেন।

০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

হামিম কামাল বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ বলেছেন প্রিয় লেখক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.