![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝেমধ্যে অতীতগুলো নাড়া দেয়!
মধুর সেই স্মৃতিগুলো, যা রেখে এসেছি
গ্রামের মেঠো পথে,
প্রজাপতির ডানায়,
গ্রামের হাটে-মেলায়,
গাছের শাখায় শাখায়,
দীঘির সেই শান বাঁধানো ঘাটে,
ছিপ দিয়ে মাছ ধরার শিহরণে,
মায়াবী গল্প শোনানো মরহুমা দাদুর কোলে।
ইশ্...আবার যদি শিশু হতে পারতাম!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
সৈয়দ ইসলাম বলেছেন: কিছু আফসোসকে তার জায়গার রেখে স্বরণ করে যেতে হয়, এটাও থেমন।
ধন্যবাদ আপনাকে। প্রথম মন্তব্যকারী হিসেবে চিরন্তন শুভেচ্ছা জানবেন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার জন্য শুভ কামনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ জানবেন, প্রিয়
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: আহা শৈশব !! ভালো লাগা রইলো। প্লাস।
শুভ ব্লগিং........
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ, অসংখ্য..
ভালবাসা থাকলো।
আসলে, শৈশব এক মধুময় ইতিহাসের খনি। যার স্বরণ শুধু আনন্দই দেই। আবারো ধন্যবাদ
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ ব্লগিং।
প্রতিটা মানুষই মনে হয় কখনও কখনও তার শৈশব স্মৃতিতে ফিরে যায়।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল খাটি কথা বলেছেন, কিন্তু চাইলেই যে যাওয়া যায় না! তাই স্বরণে তৃপ্তি পেতে হয় :'(
আপনাকে ধন্যবাদ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: শুভ ব্লগিং
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৩
সৈয়দ ইসলাম বলেছেন: শুভ নববর্ষ
৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আটলান্টিক বলেছেন: আপনার প্রতি শুভেচ্ছা রইল সৈয়দ ইসলাম।শুভ ব্লগিং
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: নামে মজা দিল।
ধন্যবাদ। শুভকামনা থাকলো।
৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
মলাসইলমুইনা বলেছেন: স্মৃতি মধুর কবিতা ভালো লাগলো | শুভ নববর্ষ |
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার ভালোলাগাই আমার কাম্য।
শুভেচ্ছা জানবেন।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
মরুচারী বেদুঈন বলেছেন: শুভকামনা! ব্লগিং হোক সত্য ও সুন্দরের পক্ষে
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: দু'আ করবেন। শুভকামনা জানবেন
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ব্লগে স্বাগতম।
ইস! আবার যদি শিশু হতে পারতাম।
সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৯
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
যাওয়া তো সম্ভব না, তাই আমরা স্মৃতিচারণে আফসোস মিটাই।
১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এলাম। শৈশব নিয়ে রচিত কবিতা ভাল লেগেছে, ভাল লেগেছে চাঁদগাজীর “মানুষের চিরবাসনা, শিশুকালে ফিরে যাবার!” - এ মন্তব্যটাও।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
২০ শে মে, ২০১৮ দুপুর ২:০০
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই,
আসলে কাজের ব্যস্ততায় এদিক দেখা হয়নি, তাই প্রতিমন্তব্য প্রদানে দেরি হয়ে গেলো!
রমজান কেমন কাটছে জানাইয়েন!
১১| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: রমজান কেমন কাটছে জানাইয়েন! - রমজান মা শা আল্লাহ, ভালই কাটছে। রমজানের স্মৃতিচারণ করে চলেছি ব্লগে, পড়িয়েন!
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
সৈয়দ ইসলাম বলেছেন:
এই কবিতাটি রিপোস্ট করলে কেমন হবে খায়রুল ভাই?
১২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি রিপোস্ট করতে পারেন, তবে একটা লেখা অন্ততঃ বছর দুয়েক পরে রিপোস্ট করলে ভাল হয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
মানুষের চিরবাসনা, শিশুকালে ফিরে যাবার!