নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।লিখুন শীরোনাম সুন্দর একটি ব্লগের আপনার

সৈয়দ ইসলাম

আগত প্রজন্মের সাক্ষী!

সৈয়দ ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি শোক সংবাদ! (কবি রহিমা আফরোজ মুন্নির ২০ বছরের মেয়ে শিল্পী আফ্রিদা তানজিম আর নেই :(( )

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬


মা ও মেয়ে (কবি রহিমা আফরোজ মুন্নি ও মেয়ে আফ্রিদা তানজিম)


আফ্রিদা তানজিমের অংকন সাগরের একটি ঢেউ।


আরেকটি ঢেউ।


কবি রহিমা আফরোজ মুন্নিকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারো নাই।
তার ২০ বছর বয়সের মেয়ে শিল্পী আফ্রিদা তানজিম আত্মহনন এর পথ বেছে নিয়ে চলে গেছে পরপারে। এই মেধাবী মেয়েটির কী অভিমান জমে ছিল? জীবনের প্রতি কী এমন বিতৃষ্ণা ?
না জানা কারণে আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে। রহস্য থেকে যায়। আমাদের অবহেলায় অযত্নে। আসলে এসব দুর্ঘটনার এড়াতে পরিবারের ভূমিকা বিশাল। শুরু হওয়া এমন অনেক আলোক রশ্মি নিবে যায় আমাদের অসচেতনতা বা অবহেলায়। যদি আমরা তাদের প্রতি বন্ধু সুলভ আচরণে তাদের সমস্যা জানতে পারতাম, তবে হয়ত এমন দুর্ঘটনা দ্বিতীয়বার ঘটতো না।
২০ বছর বয়সী শিল্পী আফ্রিদা তানজিমের অংকন দেখলে বুঝা যায় হাতের দক্ষতা। কলাকেন্দ্রে তার প্রদর্শনী চলছিল। সে স্কলারশিপ পেয়েছিল অস্ট্রেলিয়ায়। ক'দিন পরই যাবার কথা ছিল। আমি কখনো তাকে দেখিনি। বেশ কষ্ট লাগছে। হে দয়াল, এরকম দুঃখময় সংবাদ যেন আর না শুনি। সামু ব্লগের পক্ষ থেকে আফ্রিদার রুহের আত্মার মাগফেরাত কামনা করি। আর তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাত্র ২০ বছর বয়সে বিদায় মেনে নেওয়া যায়না।

এমন মেধাবী ছাত্রী কি কারণে আত্মহত্যা করল তা জানতে পারলে ভাল হত।

তার মাকে ধৈর্য ধরার শক্তি দিন আল্লাহ্ তাআলা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

সৈয়দ ইসলাম বলেছেন: আমীন।


এমন ঘটনা দু'একটা প্রকাশিত হয়, আর বাকিগুলো থেকে যায় আমাদের দৃষ্টির অগোচরে। এইরকম সমস্যা সমাধানে মাতা পিতা ও পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করলে এমন প্রদীপগুলোকে রক্ষা করতে পারি।

ভালবাসা থাকলো।
ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

মিথী_মারজান বলেছেন: এত অল্প বয়সে কি সুন্দর আঁকা ছবি!
মেনে নেওয়াটা খুব কষ্টকর।

উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ্ তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: আমীন।



আফ্রিদা ছিল আলোকিত এক প্রতিভা। কিন্তু সবই দয়ালের খেলা। আমাদের আরো সতর্কতা প্রয়োজন।


ধন্যবাদ মন্তব্য প্রকাশে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

সোহানী বলেছেন: ও মাই গড, এতো দেখি পাবলো পিকাসো। আমি কিছুতেই মেনে নিতে পারছি না এ অপমৃত্যু। মা'কে দেবার সান্তনার ভাষা আমার জানা নেই।

প্লিজ তোমরা মরতে চেয়ো না, দেখো পৃথিবী কত সুন্দর আনন্দময়............. সব দু:খই কিন্তু সাময়িক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন: এমন মর্মান্তিক দুর্ঘটনা রক্ষায় পরিবারের ভূমিকা খুবই কার্যকরী, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।


আপনাকে ধন্যবাদ। শুভরাত্রি সাথে শুভকামনা জানবেন।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন: এটাই কামনা তারেক ভাই।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

উম্মে সায়মা বলেছেন: এ দুঃসংবাদটা শুনে এত খারাপ লেগেছে :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: খারাপ লাগার মতই একটি খবর। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: ওপরের ছবিটা কত সুন্দর! মা মেয়ের হাসি দেখে বুঝার উপায় নেই যে মেয়েটার এই হাসির পেছনে কতটা দুঃখ লুকিয়ে ছিল!
আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে মা'ফ করে দিন!
মেয়েটার আঁকার হাত খুব চমৎকার ছিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.