![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ : ঠাকুরমাহমুদ ভাইকে
"বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের কথা ফেলনা বলে মনে হয় না৷ তিনি বলেছেন— 'আগামীতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে৷ শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী না হলে, আওয়ামীলীগ ক্ষমতায় না এলে প্রথম দিনেই এক লাখ লোককে হত্যা করা হবে৷ কেউ বাড়িঘরে থাকতে পারবে না৷'
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
তোফায়েলের পরিকল্পনা বড় ভয়াবহ৷"
একাধিক বইয়ের রচয়িতা, সাংবাদিক, শিক্ষক ও ফেসবুকের একজন সেলিব্রেটি লেখক উপরের এই সংক্ষিপ্ত লেখাটি উনার ফেসবুকের ওয়ালে প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে গিয়ে বুঝতে পাড়লাম, সচেতনভাবেই উনি এমন লেখা পোস্ট করেছেন। কিন্তু উনার দেয়া লিংকে যাওয়ার পর যে নিউজ দেখলাম তা নিম্নরূপ।
"বাংলাদেশ প্রতিদিন, ভোলা প্রতিনিধি: আওয়ামী লীগের প্রবীণ নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী না হলে, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে প্রথম দিনেই এক লাখ লোককে হত্যা করা হবে। কেউ বাড়িঘরে থাকতে পারবে না। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর ভোলায় সংখ্যালঘুদের ওপর ভয়াবহ অত্যাচার, ধর্ষণ-নির্যাতনের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, সেদিন হিন্দু মা-বোনেরা বাড়িতে থাকতে পারেননি। নিজের সতীত্ব রক্ষা করার জন্য মেয়েরা পানির মধ্যে লুকিয়েছিল। সেখান থেকে ধরে এনে বিএনপির সন্ত্রাসীরা মায়ের সামনে পাশবিক অত্যাচার করেছে। এমনটি আর হতে দেওয়া যায় না। আমরা অশুভ শক্তিকে ভোটযুদ্ধে পরাজিত করে একটি শুভ সুন্দর সমাজ গড়ব। গতকাল বিকালে ভোলার বাংলা স্কুলমাঠে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পরে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। বর্তমানে বিএনপি খুব শান্তিতে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা কারও ওপর কোনো অত্যাচার করিনি এবং করবও না। বিএনপি নেতা-কর্মীদের অত্যাচারী উল্লেখ করে মন্ত্রী বলেন, অশুভের বিরুদ্ধে একটি শুভ সমাজ গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকে দেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে। তিন মাস পর জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশবাসী শান্তিতে থাকবে" বাংলাদেশ প্রতিদিন।
আওয়ামীলীগের এই সুদীর্ঘ সময়ে বিএনপি বেশি শান্তিতে আছে নাকি আওয়ামীলীগ নাকি জনগণ সেটা এখানে দেখানো উদ্দেশ্য নয়। একজন শিক্ষিত মানুষ কিভাবে ভুল তথ্য দিয়ে সমাজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে সেটাই দেখাতে চেয়েছি মাত্র। উনি যদি প্রতিহিংসায় এমন মিথ্যাচার করেন, তবে কীভাবে উনি শিক্ষকের দায়িত্ব আদায় করছেন! কীভাবে পাঠকেরা উনার থেকে উপকৃত হচ্ছে? উনি সাংবাদিকতার মহান পেশার কতটুকু কাজই বা আঞ্জাম দিচ্ছেন! আমার বুঝে আসে না। মজার বিষয় হচ্ছে, ছাগলের তিন নাম্বর বাচ্চার ন্যায় অনেকেই এই শ্রেণি সাংঘাতিকদেরর সাথে লাফালাফি করে।
ঠাকুরমাহমুদ ভাইয়ের গতকালের পোস্টের সাথে আমি পুরোপুরি সহমত না হলেও অনেকটাই সহমত জানাই; (যদিও উনি সবার মন্তব্যের প্রতিমন্তব্য করলেও আমারগুলোর করেননি
)
আমি ব্লগে এসেছি অনেক বছর। ফেসবোকে নেই অনেকদিন। মাঝেমধ্যে ইনবক্সের জন্য ফেসবোকে টু মাড়ি। আর এতেই যত আজবখানা দেখি। মার্কস কখনো তার ফেসবোকের এমন রূপ চায়নি। কিন্তু এখন চাইলেও সে সহজে এর প্রতিকার করতে পারবে না। আমাদের সামু ব্লগ যেন সবসময় সবার থেকে আলাদা ও শ্রেষ্ঠত্বের আসনে থাকে সেটাই আমরা চাই।
শুভ্রতা লেগে থাকুক ব্লগারদের মন ও মননে।
শুভকামনা সকলের জন্যে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সৈয়দ ইসলাম বলেছেন: হাজতে যাওয়া তো আর সম্ভব না, তাই আপাতত উনার বিরুদ্ধে প্রোপাগান্ডাই চলুক। তবে তথাকথিত শিক্ষিত মহলের প্রোপাগান্ডা অনেকটাই সুবিধাজনক।
আচ্ছা, এতো কিছু থাকতে আপনি আমাগো মন্ত্রীর বিরুদ্ধে কেন লাগছেন? (আপনি হয়ত সামনন থেকে দেখেননি; আমাদের গুম করার অভিজ্ঞতা )
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
এ.এস বাশার বলেছেন: পড়াশুনা করলে শিক্ষিত হওয়া যায় কিন্তু অনেকে মানুষ হতে পারে না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
সৈয়দ ইসলাম বলেছেন: আমরা তো জানি শিক্ষিতজনরাই মানুষ। তা যাই হোক, আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।
আপনার কথাই ঠিক, মানুষ পড়ালেখা করে শিক্ষিত হয় ঠিকই, তবে জ্ঞানী হতে পারে না। জ্ঞানীরাই কেবল বিবেকের সাহায্যে চিন্তা করে। আর যারা তথাকথিত শিক্ষিত তারা তো অবচেতনে হাটে।
শুভকামনা আপনার জন্য।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
প্রথমকথা বলেছেন: তোফায়েল আহমেদের বক্তব্য হয়তো অন্য রকম অর্থে বুঝাতে চেয়েছেন, এর আগেও সরকার পরিবর্তন হয়েছে উনি খুব কাছ থেকে দেখেছেন সরকার পরিবর্তন হলে কি ধরণের সমস্যা আওয়ামীলীগকে পড়তে হয়। তাই তার মন্তব্য এই রকম হয়েছে। আমরা আশা করবো সরকারের পরিবর্তন হলে যেন স্থিতিশীল অবস্থা বিরাজ করে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
সৈয়দ ইসলাম বলেছেন: সরকার পরিবর্তনের পর অনেক সমস্যার মধ্যে যে সমস্যাটি সবচেয়ে ভয়ের সেটা নিয়েই তোফায়েল আলোচনা করেছেন। কিন্তু এই সমস্যা সম্পর্কে সবাই জানলেও এথেকে কেউ বাঁচতে চেষ্টা করে না; প্রভাবিতরা ছাড়া। আমাদের দু'রাজনৈতিক দলকেই এখন জনগণের কথা চিন্তা করার সময়। যদি তারা একটু চিন্তা করতো তবে আমরা এতো পিছিয়ে থাকতাম না। বিরুধী দলও আমাদের জন্য উপকারী বন্ধুর ভূমিকা পালন করতো; কিন্তু সবই স্বপ্ন, যেমন আওয়ামীলীগ তাদেরকে এ সুযোগ দেয় না, তেমনি তারা নিজেরাও এর জন্য চেষ্টা করে না।
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
খুব সুন্দর নিক নাম
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
শাহাদাত নিরব বলেছেন: তথ্য প্রচার আইন টি তো স্কুল/কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী দের জন্য প্রযোজ্য
এনারা আইনের উর্ধে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
সৈয়দ ইসলাম বলেছেন: হাসাইলেন ভাই, ব্যাপক বিনোদন দিলেন
এই মানুষগুলো যদিও একটু বাড়াবাড়ি করে কিন্তু সরকার এদেরকে এখন ধরবে না। যখন দেখবে এরা তাদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে তখনই তারা এদেরকে ধরে আনবে। সরকার করবে নিজ স্বার্থে; কিন্তু এখন সরকারেরই উপকার হচ্ছে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
জাহিদ হাসান উঃচেঃ বলেছেন: সরকার পরিবর্তন হলে কিছু তো সমস্যা হয় ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
সৈয়দ ইসলাম বলেছেন: হয়তো বটেই, তবে চাইলেই দু'রাজনৈতিক দল আমাদেরকে এ থেকে রক্ষা করতে পারে।
ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভকামনা রইল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
সৈয়দ ইসলাম বলেছেন: কেমন আছেন আপনি?
মালয়েশিয়ান আবহাওয়া কেমন?
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফেসবোক, ফেসবোক করেন ক্যান? ফেসের সাথে বুক লাগাতে পারেন না???
আপনিও যে জনৈক ফেসবোক সেলিব্রেটিকে নিয়ে গুজব ছড়াচ্ছেন না, তার নিশ্চয়তা কী???
★ ঐ লোকটি পুরো খবর না ছেপে প্রথম কয়েক লাইন দেয়ায় সমস্যা তৈরী হয়েছে।
মানে এত মানুষ হত্যা করবে কারা?
লীগ? নাকি বিম্পি, জাশি???
টুনশ্চঃ
তোফায়েল সাহেবে কথার আলোকে দু'লাইন লিখলে বোঝা যেত, আপনি ফেসবুকার নন, ব্লগার।
(খোঁচাটা মরতেই হল! ইহাও ব্লগের বৈশিষ্ঠ্য)
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: বই পবিত্র বস্তু, কিন্তু ফেসবক না!
লিংক দিলে উনি অপমানিত হবেন হয়ত, তাই এমনিভাবে আলোচনা করলাম।
জাশি,বিএনপি,লীগ সবাই মিলেই একাজগুলো করে।
সময় ও সুযোগ সবসময় সঙ্গ দেয় না।
শুভকামনা আপনার জন্য, ভাল থাকুন সবসময়।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
অক্পটে বলেছেন: ক্ষমতা হারানোর কোন সম্ভাবনা নেই। ভোটই হবে ১০ নম্বরী!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
সৈয়দ ইসলাম বলেছেন: লগি বৈটার নির্যাতন ও জামাত শিবিরের আক্রমণে বাঙালির চামড়া আজও রক্তাক্ত। এ অবস্থায় নতুন নতুন সমস্যা আসছে।
আপনার কথাটু ফেলনা নয়।
আপনি কেমন আছেন?
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: রবোকপ তোফায়েল
কি বুঝেন তিনিই বুঝেন
কি বলেন তাও
তার চেয়ে এগিয়ে থাকে
গন্ড মূর্খরাও
বাংলাদেশে তার নেই কোন ভবিষ্যৎ
মুখে তার পক পক —করে ঘে্উ ঘেউ
.....................................
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
সৈয়দ ইসলাম বলেছেন: ওয়াহওয়াও বিল্কুল সত্য কথা বলে দিলেন সেলিম ভাই।
আপনি পারেনও বটে।
তা কেমন আছেন?
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪
সাইন বোর্ড বলেছেন: অাকাম বেশি করলে জুজুর ভয় তো থাকবেই ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
সৈয়দ ইসলাম বলেছেন:
আকাম কিন্তু সবাই করে, পার্থক্য কমবেশির
উনার ভয় কিন্তু কাজের।
আমরা এমনটা চাই না; এতে জনগণেরই ক্ষতি বেশি।
view this link
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সৈয়দ ইসলাম - তোফায়েল আহমেদ বেশী দোষী না সেলিব্রিটি লেখক ( আসিফ নজরুল ? ) বেশী ?
ফেসবোক ছেড়েছেন, বেশ করেছেন ।
ব্লগ ছাড়লে-ও অসুবিধা কোথায় ?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
সৈয়দ ইসলাম বলেছেন: তোফায়েলের থেকে ভাল কিছু পাওয়া দুষ্কর! কিন্তু একজন সুশিক্ষিত সাংবাদিক লেখকের থেকে অপপ্রচার আশা করা যায় না!
আজাইরা এখানে আসিফ নজরুলকে টানছেন কেন?
দেখা যাক, যদি এ স্বাধীন প্লাটফর্মকে ভিন্নমতাবলম্বীরা ফেসবোক বানিয়ে নেয়, তবে তো ছাড়তেই হবে।
ভাল থাকুন সবসময়।
সুস্থ চিন্তার অধিকারী হোন।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
দিলের্ আড্ডা বলেছেন: দিন দিন রাজনীতির পরিবেশ ঘোলাটে হয়ে গেছে।
আওয়ামীলীগ এবার যখন ক্ষমতায় আসে, তখন জন্ম নেয়া শিশুটির বয়সও এখন প্রায় দশ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ ইসলাম বলেছেন: এই দশ বছর যদি সে প্রাপ্ত বয়স্কের ন্যায় ভাবতে পারতো তবে নির্ঘাত সে ধসে যেত!
আওয়ামীলীগের বিরোধিতা করতে গিয়ে অনেকে আবার আওয়ামীলীগকে ভালভাবেই ভাল মানুষের রূপ দিচ্ছে।
ধন্যবাদ।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
গন বলেছেন: তিনারা কি এমন অপরাধ করছেন যে, আপনাদের এত মানুষ হত্যা করার আংখা করছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: সেলিব্রেটি লেখকের পোস্ট পড়ে আমিও এমনটি ভেবেছিলাম। আপনি হয়ত পুরো ব্লগ পোস্টটি পড়েননি!
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: প্রজাপতি রঙ হারায় রেশম ডানায়
প্রেমিক যখন তার বন্ধু হয়ে যায় ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সৈয়দ ইসলাম বলেছেন: ওয়াও অসাধারণ..
প্রজাপতি রঙ হারায় রেশম ডানায়
প্রেমিক যখন তার বন্ধু হয়ে যায় ।
ভাল লাগলো,
শুভকামনা অসংখ্য।
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ফেসবুকে অপপ্রচার আর গু-জব ছড়ানো খুব সহজ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সৈয়দ ইসলাম বলেছেন: হু, ফেসবক এখন গুজবের বার্তা বাহকের কাজ দিচ্ছে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ইন্টারনেট ইউজার এর দ্বারা প্রভাবিত। অনেকেই হয়ত ফেসবককে একটা আলাদা গণমাধ্যম ভাবছে; যদিও বাস্তবা তার উল্টো।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
অপর্ণা মম্ময় বলেছেন: ফেসবোক ভালো না। খ্রাপ জায়গা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
সৈয়দ ইসলাম বলেছেন: কিছুদিন আগে অফিসের একজন কলিগ জিজ্ঞেস করলো আমি ফেসবোক ব্যবহার করি কিনা! উত্তরে বলেছিলাম, না ভাই এখন তেমন একটা করা হয় না!
আমার উত্তর শুনে সে বলেছিল , 'ভাই ফেসবোক ব্যবহার না করলে তো স্মার্ট হতে পারবেন না! '
ফেসবোক নিয়ে তার এই বিশ্বাস দেখে আমি অবাক হলাম।
ফেসবোক নিয়ে ওর চেয়ে আরো মারাত্মক বিশ্বাসী এদেশে ভরপুর। অনেকে তো এটাকে গণমাধ্যম বলেই বিশ্বাস করে। কিন্তু আদৌ এটা তা না। সামুকে নিয়ে আমাদের ঠাকুর মাহমুদের ব্লগপোস্ট নিচে দিলাম, পড়ে দেখেন,
জনপ্রিয়তার তুঙ্গে থাকার জন্য যারা সামহোয়ার ইন ব্লগ’কে ফেসবুক হিসেবে ব্যাবহার করতে চাইছে তারা হিরু আলুম টাইপের নোংরা জীবানু - তারা সমাজের সর্বোনিকৃষ্ট কীট, যাদের সাধারণ সমাজে বাস করার অধিকার নেই, উচিত না, তাদের জায়গা হওয়া উচিত মেনহোলে বা ডাষ্টবিনে, সামহোয়ার ইন ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাদের কার্যকলাপ এইরুপ তাদের জন্য জরুরী ব্যাবস্থা নিন - নয়তো বাংলাদেশের বাংলা ভাষার বৃহত্তম ব্লগ - অচিরেই ফেসবুকে রুপান্তর হবে আর সেখানে থাকবে নোংরা অশালীন কথা, প্রেমগীত, ছলাকলা আর প্রেমকলা।।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি আবার ঠাকুরমাহমুদের কপি নিক না তো? ঠাকুর মাহমুদ আবার অনল চৌধুরীর ফেইক নিক না তো! ব্লগ এ নিজেকে নতুন নতুন লাগতেছে। কে কোনটা বুঝে উঠতে পারতাছি না।
ফেসবুকের সুবাদে অনেক ভালো কিছুর সাথে পরিচিত হতে পারছি। তাই আমার কাছে ফেসবুক অনেক ভালো একটা মাধ্যম। শক্তিশালী যোগাযোগ মাধ্যম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: আপনি আবার ঠাকুরমাহমুদের কপি নিক না তো? ঠাকুর মাহমুদ আবার অনল চৌধুরীর ফেইক নিক না তো! ব্লগ এ নিজেকে নতুন নতুন লাগতেছে। কে কোনটা বুঝে উঠতে পারতাছি না।
আপনি আজাইরা এসব চিন্তা করে আয়ু কমাইয়েন না! আমি এসবের ধারেকাছেও নাই! আমার পুরাতন ব্লগ একাউন্টটিতে এখন আর ডুকা হয় না। আপনাকে নিশ্চিত করতে চাই যে, আপনি যেগুলো ভাবছেন সেগুলোর মধ্যে আমি নেই।
আর হ্যা, ভালো লাগাটা আপেক্ষিক ঠিকই, তবে ফেসবোক যে কতটা গুজবের জায়গা সেটা কয়েকবছর ব্যবহার করলেই বুঝতে পারবেন হয়তো।
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়,ইসলামভাই,
আপনার ফেবু ছাড়ার কারন ঠিক আছে, তবে পোস্টটি যেহেতু বিষয়টি একজন সম্মানীয় মন্ত্রী মহাশয়ের, সে কারনে নিজের সীমাবদ্ধতার জন্য আপনার সঙ্গে সহমত ভিন্ন কিছু বলতে পারছি না।
পোস্টটিকে উৎসর্গ করা হয়েছে প্রিয় ঠাকুর মাহমুদভাইকে, ওনাকে আমার অভিনন্দন।
পরিশেষে শুভ কামনা রইল উভয়কে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: পদাতিক চৌধুরি,
মুগ্ধতা লেপ্টে দিলেন ভাই। আপনার এমন মুগ্ধকর মন্তব্যে পুরাই টাশকিত আমি।
শুভকামনা আপনার জন্য
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
নতুন নকিব বলেছেন:
সৈয়দ ইসলাম ভাই, শিরোনামের 'যে কারণে ফেসবোক ছাড়লাম!' কথাটির 'ফেসবোক' শব্দটি 'ফেসবুক' হলে কি আরেকটু শ্রুতিমধুর হত না!
শুভকামনা আপনার জন্য।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
সৈয়দ ইসলাম বলেছেন: ভাবছিলাম এটাই করবো, কিন্তু 'ফেসবক' কেমন হয়!
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বলেন কি ভাই ব্যপক ভয়বহ কাণ্ডকারখানা দেখছি ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
সৈয়দ ইসলাম বলেছেন:
মোটেও ভয়াবহ না, আপনিই এটারে ভয়াবহ বানিয়ে দিচ্ছেন
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
আখেনাটেন বলেছেন: প্রোপাগণ্ডাবাজদের জ্বালায় ব্লগও ছাড়তে হতে পারে সামনে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
সৈয়দ ইসলাম বলেছেন: এই ভয়টা সবসময় তাড়িয়ে বেড়ায়। আল্লাহ যেন এমনটা না করেন। আশাকরি আমাদের সম্মানিত ব্লগার ও মোডারেটবৃন্দ ব্লগের স্বকীয়তা রক্ষার সর্বাত্মক চেষ্টা করবেন।
ধন্যবাদ প্রিয়।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ফেইসবুক ছেড়ে দিয়েছি ৩ সপ্তাহের মতো। আগেও তেমন নিয়মিত ছিলাম না। একটু লক্ষ্য করলেই দেখবেন , ফেইসবুকে ব্যবহারকারীদের প্রাইভেসি দিন দিন কমতে শুরু করেছে। তাদের প্রাইভেসি পলিসি কিছুদিন পর পর পরিবর্তনই তার প্রমান আর চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন বিষয়গুলো। আর জাকারবার্গ কিন্তু গভীর জলের মাছ শিকারি। তার উপর সরকারের সোশ্যাল মিডিয়া গুলোতে নজরদারি সব মিলিয়ে ফেইসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে দিনদিন। ভালো থাকবেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
সৈয়দ ইসলাম বলেছেন: হ্যা, প্রাইবেসির বেহাল দশা ফেসবুকের আরেকটা খারাপ দিক।
দু'আ করি যেন আমাদের সামু তার স্বকীয়তা রক্ষা করে চলতে পারে। সবসময় আমরা এটাই কামনা করবো। আর নিজেরা নিজেদের অবস্থান থেকে সামুর নিয়মাবলী মেনে চলবো।
ধন্যবাদ আপনাকে; সুন্দর মন্তব্যের জন্য।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগ আর ফেইসবুকের পার্থক্য -
ব্লগে গুজব খুব কম প্রচার হয়। হলেও ব্লগারদের তোপে থাকতে পারে না। গুজব প্রকাশকারীও বেকায়দায় পড়ে। ফেইসবুকে বুঝাই যায় না, কোনটা সত্যা বা কোনটা গুজব।
ব্লগে সমসাময়িক ঘটনাদির বিচক্ষণ আলোচনা সমালোচনা পাওয়া যায়, যেটা ফেইসবুকে অকল্পনীয়।
ব্লগে ম্যাসেজ আর নোটিফিকেশনের টুং টুং নেই। কিছু পড়তে চাইলে, মন লাগিয়ে পড়া যায়।
আমরা (ব্লগার'রা) সতর্ক থাকলে ব্লগের পরিবেশ ভালো থাকবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গুষ্ঠি নিয়ে প্যাক প্যাক ব্লগিং এর পর্যায়ে পড়ে না। এসব বিরক্তিকর।
শুভকামনা শ্রদ্ধেয়... ভাই
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার এমন ডিপলি চিন্তার মন্তব্য আমায় অনুপ্রাণিত করলো। কিন্তু আমি সত্যি এভাবে ভাবতে পারি না।
একেবারে সত্যি কথাই বলেছেন। ব্লগের স্বকীয়তা আমাদের হাতে। আমরা প্রত্যেক ব্লগাররা সচেতন থাকলে আমাদের স্বকীয়তা সবসময় রক্ষা থাকবে।
ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১
ল বলেছেন: রাজনৈতিক দলগুলো তো মুদ্রার এপিট ওপিট,
ক্ষমতার অপব্যবহার,দূনীতি, নিজেদের মত করে আইনের ব্যবহার সবি নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে এরশাদ কাকুকে অনেকেই মহাতির ভাবতে শুরু করেছেন
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
সৈয়দ ইসলাম বলেছেন:
রাজনৈতিক দলগুলো তো মুদ্রার এপিট ওপিট, আর এরশাদ কাক্কু উভয় পিট
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
ল বলেছেন: হা হা দারুন বলেছন
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন:
এরশাদ কাক্কু একজন মুরব্বি মানুষ!
আল্লাহ শেখ হাসিনা এবং খালেদার স্বামীরে জীবিত রাখেননি রেখেছেন রওশনের স্বামীরে বাঁচাই। তাই এখন এরশাদ কাক্কু খুব ঝামেলায় আছেন। উনারে নিয়া আপাতত আমাদের না ভাবলেও চলবে।
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সামু যেন ফেবুর মত হয়ে না যায় সেদিকে লক্ষ রাখা জরুরী।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন:
হু, তাই তো।
ধন্যবাদ মাইদুল ভাই
২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর করে মন্তব্যের উত্তর দিয়েছেন প্রিয় ভাই, অন্তঃত পক্ষে দেশের কথা ভেবে, জনগণের কথা চিন্তা করে কিছু সময় দলরের কথা না ভেবে দুই নেত্রি যদি ভাবতো; হয়তো আমাদের দেশ এমন হতো না । এমন এক দেশ হতো সত্যিকারের সোনার বাংলা হতো। অসংখ্য ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
সৈয়দ ইসলাম বলেছেন:
প্রথমকথা, প্রোপিকে থাকা বেবিটি খুবই কিউট, বলতে গেলে কিউটের ডিব্বা। তার জন্য থাকলো নির্মল দু'আ।
হ্যা, যদি আমাদের রাজনীতিবিদরা দেশের ও দেশের মানুষের জন্য কাজ করতো তবে এখন আমরা নিজেদের দ্বারাই নিজেদের উন্নয়ন সাধিত করতে পারতাম। নামকা ওয়াস্তে নয়।
মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই গুজবের জন্য কি তোফায়েল সাহেবের বিরুদ্ধে ৫৭ ধারায় মামালা করা যায় না?

আম পাবলিক বললেতো এতক্ষনে মামলা যেমন তেমন নগদা হাজতে পুরে দিত নয় গুম করতো!