নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখনি হলো প্রেমের স্তবক! আর স্তবক পড়তে এই গল্পের ধারা।

Syful islam khan

লিখতে ভালোবাসি আর ভালোবাসি প্রবল ভাবে চিন্তায় মগ্ন থাকতে

Syful islam khan › বিস্তারিত পোস্টঃ

বনবিহারী

২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০১

তোমার জন্য উধার নিলাম
একজোড়া শালিকের দল,
কিংবা বুনো হাসের পাল।
সাতঁরে নাহয় পার হলাম,
ভোরের ছলাছলে নদীর জল।
তোমার জন্য উধার নিলাম
সবুজ পাতার মর্মরে সাদা বাশি
পথে হেটে হেটে হয়ো না ভিন দেশী।
দক্ষিনের বাতাস উধার নিলাম
চেরাপুঞ্জি মেঘ করলাম চুরি
এইবার কি দেখা হবে বনবিহারী?
একবার দেখা দিও সুপ্রিয়
নাহয় কিন্তু আবার চিঠি দেবো।
দুই-আধটা উত্তর দিও পড়ে
কিছুটা হয়তো সময় নষ্ট হবে।

বনবিহারী! তুমি কি জানো?
উধার গুলো সুদ সমেত আজ!
দিতে হবে সব হিসেব করে ফেরত.
একবার তুমি এসো! পর্বতে মিশে যাবো,
তোমার জন্য রইবে না আর ঋন
বনবিহারী! আমি নাহলে দাবানলে মরবো।
একবার এসে দেখো উধারের ভারে
আমি আজ মরো মরো!

তোমার জন্য উধার নিলাম
একজোড়া শালিকের দল
কিংবা বুনো হাসের পাল।
সাতঁরে নাহয় পার হলাম,
ভোরের ছলাছলে নদীর জল।
তোমার জন্য উধার নিলাম
সবুজ পাতার মর্মরে সাদা বাশি
পথে হেটে হেটে হয়ো না ভিন দেশী।
দক্ষিনের বাতাস উধার নিলাম
চেরাপুঞ্জি মেঘ করলাম চুরি
এইবার কি দেখা হবে বনবিহারী?
একবার দেখা দিও সুপ্রিয়
নাহয় কিন্তু আবার চিঠি দেবো।
দুই-আধটা উত্তর দিও পড়ে
কিছুটা হয়তো সময় নষ্ট হবে।

বনবিহারী! তুমি কি জানো?
উধার গুলো সুদ সমেত আজ!
দিতে হবে সব হিসেব করে ফেরত.
একবার তুমি এসো! পর্বতে মিশে যাবো,
তোমার জন্য রইবে না আর ঋন
বনবিহারী! আমি নাহলে দাবানলে মরবো।
একবার এসে দেখো উধারের ভারে
আমি আজ মরো মরো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.