![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালোবাসি আর ভালোবাসি প্রবল ভাবে চিন্তায় মগ্ন থাকতে
খুজে নিবো তোমারে হিমবাহ ভেদে
অথবা অপরাজিতা-নীলে।
শাবকের হাসিতে কোন এক খুশিতে,
বুঝে নিবো তোমারে বিরহ বেদনায়
শতমুখি অনুরাগে না পাওয়ায়।
ফারাও কিংবা রাজা নয়
ভুস্বামী হবো তোমার মনের নীল নদের
দাবানলে পুড়িয়ে দ্রাবিড় হয়ে
শুকনো ঝিঝি পোকার মতো কেপে কেপে
লুকোব কোন একদিন অর্বাচীন দ্বীপে।
তুমি হয়ত আমারি হবে
কোন অজানা গল্পে।
কোন তামাকের চুরুটে
শক্ত হাতে পাললিক শিলার মতোন।
সাদা এই শুভ্র মেঘের
প্লাবন বর্ষায় খুজে নিবো তোমারে
হে প্রিয়া অনন্ত কামিনী
মাধবী লতার সবুজে দ্যুতি
হাজার খানেক রাতের বিরহ বাসিনী।
©somewhere in net ltd.