নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ়কথা,

আমি কেমন

তাকীব

I AM SO LAZY

তাকীব › বিস্তারিত পোস্টঃ

ছাগুদের একটাই দোষ.. একটু আগে বুঝে।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ব্লগে আনাগোনা করার ফলে ছাগু শব্দটার সাথে পরিচিত হই ।

কিন্তু কাদেরকে বলা হয় তা নিয়ে একটু জামেলায় পড়ি।পরে আরেক ব্লগারের মাধ্যমে জানতে পারি ছাগু মানে জামাত শিবির। অনেকে আবার বলেন ছাত্রলীগের গুন্ডা ।

সে যাই হোক কামের কথায় আসি । সাম্প্রতিক সময়ে সারা দেশেই রব ওঠেছে ইনডিয়া ভিটামিনের নামে বিষ খাইয়ে বাংলাদেশের বাচ্চা-কাচ্চা মেরে ফেলতেছে। যারা এ বিষয়ে কথা বলছে তাদের সকলকে ঢালাও ভাবে ছাগু, রাজাকার,পাকিস্তানের দালাল বলে গালি দেওয়া হলো এমনকি তাদের বিরোধীতা করে সামুতে আমাদের সুপরিচিত ব্লগার নাহোল ভাই( ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মৃত্যু এবং শিশু অসুস্থ হওয়া বিষয়ক) পোস্ট দেন সামু তা স্টিকি করে।

অনেক দলীল দিয়া অনেক কষ্ট করে পোস্ট টা দিলেন পড়ে আমি নিজেই অনুশোচনায় ভুগছিলাম আমি কি মিথ্যা প্রচারনার পাল্লায় পড়লাম নাকি ?কিন্তু পত্রিকায় নিউজ দেখে এলাকায় খোঁজ করে জানলাম না ঘটনা সত্য আমি সঠিক পথেই আছি।

কিন্তু প্রশ্ন হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ভালো খারাপ পরের হিসাব ।যে ক্যাপসুল নিয়া এত অভিযোগ সে ক্যাপসুল খাওয়ানো সরকারের কি এত গরজ?

সরকার রাজ পথে মানুষ গুলি করে মারে তারে ছাগু বইলা চালিয়ে মোটামুটি পার পাবার সুযোগ খুঁজে কিন্তু এখন যে শিশুটি মারা গেল তা্র ব্যপারে সরকারের বক্তব্য কি ?এখন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যকেন্দ্রের সব চিকিত্সকের ছুটি বাতিল করা হয়েছে। দলে দলে আসা অসুস্থ্য শিশুদের চিকিত্সা দিতে গিয়ে ডাক্তারদের জান কাহিল এ বিষয় গুলোকে সরকার ,সামু মডারেটর কিভাবে অস্বীকার করবে ?

সামু মডারেটেরদের অনুরোধ করবো বাস্তবতা স্বীকার করে পোস্ট ( ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মৃত্যু এবং শিশু অসুস্থ হওয়া বিষয়ক) কে আনস্টিকি করুন

জনসচেতনতায় অবদান রাখুন...।

লেখার পক্ষে কোন সুত্র দিলাম না কারন চাক্ষুস বিষয়ের কোন সুত্রের প্রয়োজন আছে বলে মনে করিনা।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঢাকাবাসী বলেছেন: এখানে চিন্তার খোরাক আছে।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

তাকীব বলেছেন: একমত

২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বিডি আমিনুর বলেছেন: ভাই এটি গুজব নয় আমার এক প্রতিবেশীর মেয়ে গুরুতর অসুস্থ অন্য গুলা গুজব হলেও এটি গুজব নয় কেউ ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন ।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তাকীব বলেছেন: গুজবের প্রশ্নই আসে না । যারা গুজব বলে তারা আসলেই গজব

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

রাতপাখি বলেছেন: Click This Link

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

তাকীব বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

২০১৩ বলেছেন: সামু হচ্ছে আওয়ামী কুত্তার বেতন ছাড়া দালাল,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.