| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ-পাকিস্তান ১৫-২০ বছরের মধ্যে ভারতের সঙ্গে মিশে যাবে!
আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান আবার ভারতের সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি মারকান্ডে কাতজু। হায়দ্রাবাদে ‘রিপোর্টিং টেরর: হাউ সেন্সেটিভ ইজ মিডিয়া’ শীর্ষক এক সিম্পোজিয়ামের প্রশ্নোত্তরে এ কথা বলেন কাতজু।
পাকিস্তানকে “ভুয়া দেশ” হিসেবে উল্লেখ করে বিচারপতি মারকান্ডে কাতজু দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশ একদিন ভারতের সঙ্গে এক হয়ে মিশে যাবে। এ জন্য ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে। তিনি আরো দাবি করেন, যারা ভারতকে ভাগ করেছিল তারা সহজে এ দু’দেশকে ভারতের সঙ্গে এক হতে দেবে না।
ভারতকে যারা ভাগ করেছিল তারা এখন এ সব দেশের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। বিচারপতি মারকান্ডে কাতজু বলেন, ভারত যেন শক্তিশালী শিল্পোন্নত দেশে পরিণত হতে না পারে যে জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে ব্রিটিশরা।
তিনি বলেন, বর্তমান সময়ের তিক্ত বাস্তবতা হলো- ভারতের শতকরা ৮০ ভাগ হিন্দু এবং ৮০ ভাগ মুসলমান সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। হিন্দু-মুসলমানদের মধ্যে ১৮৫৭ সাল পর্যন্ত নানা পার্থক্য থাকা সত্ত্বেও এটি হতে পারে।
২|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
হেডস্যার বলেছেন:
স্বপ্ন যেন আবার স্বপ্নদোষে পরিনত হয়ে নিচ দিয়া না বাহির হইয়া যায়
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০
বলশেভিক বলেছেন: দিবাসপ্ন দেখা মানসিক রোগের লক্ষন।আমি বলি আগামি ২০ বছরের মধ্যে ভাড়ত ১১ টুকরা হবে।