![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল-ক্বায়িদাহ হলো একটি জামা'আহ/তানযীম/হিযব তথা দল, আর ISIS(দাওলাতুল ইসলামিয়য়্যাহ) হল একটি ইমারাহ/স্টেইট। একটি ইমারাহ-র প্রধান কিভাবে একটি দলের প্রধানের কাছে বাই'য়াত নিতে পারে?
আর এই জন্যই আল-ক্বায়িদাহ একটি দল হিসেবে এর আমীর শাইখ উসামা বিন লাদেন এবং পরবর্তীতে শাইখ জাওয়াহিরি ইমারাতে আফঘানিস্থানের আমীর মুল্লাহ মুহাম্মাদ উমারের কাছে বাই'য়াত নিয়েছিলেন।
ঠিক তেমনি ইরাকে ইসলামিক স্টেইট প্রতিষ্ঠিত হওয়ার আগে যখন আল-ক্বায়িদাহ-ইরাক দল হিসেবে ছিল, তখন তার আমীর ছিলেন শাইখ যারক্বাউয়ি, যিনি সারা দুনিয়ার জিহাদ তানযীম আল-ক্বায়িদাহ সেন্ট্রালের আমীর শাইখ উসামা'র কাছে বাই'য়াত নিয়েছিলেন ২০০৪ সালে।
কিন্ত ২০০৬ সালের ১৩ ই অক্টোবর ইরাকে ইসলামিক স্টেইট প্রতিষ্ঠীত হলে, আল-ক্বায়িদাহ-ইরাক, দাওলাহ ইসলামিয়য়্যাহ'র (স্টেইট) মধ্যে মার্জ হয়ে যায়। এবং স্বয়ং শাইখ উসামা বিন লাদেন, শাইখ জাওয়াহিরি এবং আল-ক্বায়িদাহ-জাযিরাতুল আরবের ইমাম আনওয়ার আল-আওলাকি তাকে সাধুবাদ জানিয়ে দু'আ করেন! শাইখ যারক্বাউয়ি'র আল-ক্বায়িদাহ-সহ ইরাকের সকল জিহাদী দল ইসলামিক স্টেইটের প্রথম আমীর শাইখ আবু উমার আল-বাগ্বদাদী'র হাতে ইমারাতের বাই'য়াত গ্রহন করেন!
পুরো বিষয়টি জলের মতো স্পষ্ট; এ বিষয়ে শাইখ উসামা-আওলাকির অডিও আর জাওয়াহিরি'র ভিডিও বক্তব্য দলীল হিসেবে আছে। ইদানিং এইগুলো নিয়ে জল ঘোলা করা হচ্ছে!
আল্লাহ আমাদের ফিতনাবাজদের থেকে নিরাপদ রাখুন, আমীন
©somewhere in net ltd.