নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Islam

Islam

নিও তনয়

Islamic rule lover

নিও তনয় › বিস্তারিত পোস্টঃ

তাদের একটি ইঞ্চি দিন এবং তারা একটি মাইল নিয়ে নেবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

ইংরেজিতে একটি ইডিওম আছে। "Give them an inch and they'll take a mile " ।

তাদের একটি ইঞ্চি দিন এবং তারা একটি মাইল নিয়ে নেবে।

বাংলায় এর কাছাকাছি বুলি হচ্ছে "বসতে দিলে শুইতে চায়।" তবে বসতে দিলে শুইতে চায় অনেকটা অনুরোধের সুরে, ভদ্র ভাষায়। আর ইংলিশটা অনেকটা বাধ্য করে নেয়া।



ইসলাম কাটছাঁট করে যুগ উপযোগী করার ক্ষেত্রে ইসলাম বিদ্বেষরা ওই পলিসি প্রয়গ করে। তাদের কথা মত একবার যদি দ্বীনের কোন ব্যপারে একটু ছাড় দেন, তারা আপনাকে টেনে ইসলাম থেকেই বের করে দেবে।



যেমন ধরুন তাদের সবচেয়ে বড় আপত্তি মুসলিমরা কেন জেহাদ করে। কেন মুসলিমরা ওদের কথা মত এক গালে থাপ্পড় খেলে আরেক গাল পেতে দেয়না। তো আপনীও ওদের খুশি করার জন্য বলিলেন না জেহাদ হল মনের জেহাদ , নফসের জেহাদ ইত্যাদি।



এখন কি ওরা খুশি হয়ে আপনাকে কোলে তুলে নেবে?

না।



এবার ওরা বলবে না ইসলাম কত বর্বর, পুরুষদের চার বিয়ে করতে দেয়। ছিছি, আমাদের মত একটা বিয়ে করবে, আর একশটা গারলফ্রেন্ড রাখবে। তাহলেই না আধুনিক হোল। বছর বাদ ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে। তাইনা।



আপনিও ইসলামের এই বর্বরতায় লজ্জিত। বললেন হ্যাঁ , কুরআনে ওরকম একটা আয়াত আছে , তবে , ইত্যাদি ইত্যাদি কারণে বহুবিবাহ করা যায়না।



তো এখন কি খুশি হোল ওরা?



না।



এখন তারা বলে ইসলাম কত নিষ্ঠুর। মেয়েদের হিজাব করতে বলে, ঘর সংসার করতে বলে ছিছিছি। মেয়েরা হবে রাস্তার কুকুরের মত স্বাধীন, তারা থাকবে বার, স্ট্রিপ ক্লাব আর ব্রথেলে। তাঁর কাজ না করলে অফিসে বসেরা সুন্দরি সেক্রেটারি কই পাবে?



আপনি এবার নিতান্তই লজ্জিত হয়ে গেলেন। জি হুজুর ঠিকই বলেছেন, এই যে আমার মেয়ে আর বৌকে দিয়েই শুরু করেন।



এখন খুশি হবে। না।



এরপর তারা আরও হাজারটা দোষ বের করবে। আল্লাহর রসুল(সঃ) কেন হজরত আয়েশা কে বিয়ে করেছিল, মেরাজ হল গাঁজাখুরি, আল্লাহর বলে কিছু নেই, হাদিস হল গালগল্প , কূরান হল জিহাদি বই ...



ইসলাম বিদ্বেষিদের ব্যপারে আমার পলিসি খুব সিম্পল। কুরআনে আছে , হাদিসে আছে , আল্লাহর রসুল বলেছেন , ব্যাস। নো আলোচনা নাথিং। মানলে মানো, নয়ত দুরে গিয়া মরো।



We don't apologize, we don't back off and we are not ashamed of any part of Islam.

আর যদি না বুঝ, আলহামদুলিল্লাহ, আমার সব সময় ব্যয় করবো তোমাকে বোঝাতে।



হজরত আবু বকর (র) কে যখন মক্কাহর মুশরিকরা জিজ্ঞেস করল " কেউ যদি বলে একরাতে সে, মক্কাহ থেকে জেরুসালেম ঘুরে এসেছে, আপনি বিশ্বাস করবেন?। তিনি বললেন " যদি মুহাম্মাদ বলে থাকে থলে অবশ্যই। " এই কথা আল্লাহর রাসুলের (স) কানে পৌঁছালে তিনি আবু বকর কে "আস-সিদ্দিক " উপাধি দেন।



এটাই হল মুসলিমদের ইমানের উদাহরণ। আমাদের ব্যখ্যা ,বিশ্লেষণ দরকার নেই। আল্লাহ (সুবহানু ওয়া তাআলা) অথবা তাঁর রাসুল (স) বলেছেন , এতটুকুই আমাদের জন্য যথেষ্ট।



From- আবু মুয়ায ,shomokalin.co

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.