![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
---তাসনিম রিফাত
কে যেন বলেছে,আমি নাকি স্বাধীনতা!
আমি তো মুক্তি নই,
মুক্ত নই।
আমি তো পারিনা ঘুচাতে মানুষের বেদনা।
আমি তো আনতে পারি না অধিকার।
নাহ!আমি তো নই স্বাধীনতা।
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
ষোল কোটি জনতা।
কে যেন বলেছে,আমি নাকি বীর!
আমি তো পারি না অন্যায় থামাতে,
আমি তো পারি না ত্রিশূল নিয়ে অসুর তারা করতে।
আমি তো মানুষকে দিতে পারি না আশা।
আমি তো কোটি কোটি মানুষের
প্রত্যাখ্যাত ভালোবাসা।
কে যেন বলেছে,আমি নাকি মহান!
আমি তো অনাহারীর মুখে খাবার তূলে দিতে পারি না।
আমি তো পারি না ঠেকাতে
আগুনে পরা মানুষের প্রয়াণ।
আমি তো কিছু পরা শব্দের লেখা ,
শবদেহের কাছে পড়ে থাকা ,
কিছু বৃদ্ধ কবিতা !!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০০
বেলা শেষে বলেছেন: Congratulation for good Poem.